image
করোনায় আক্রান্ত লালনশিল্পী ফরিদা পারভীন

করোনায় আক্রান্ত লালনশিল্পী ফরিদা পারভীন

রোববার, ১১ এপ্রিল ২০২১
বিনোদন প্রতিবেদক

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রখ্যাত লালনশিল্পী ফরিদা পারভীন। শনিবার দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ইমাম জাফর নোমানী। তিনি জানান, চারদিন ধরে তার মা অসুস্থবোধ করছিলেন। গত ৭ এপ্রিল তার করোনা টেস্ট করালে রিপোর্ট ‘পজিটিভ’ আসে। তবে মায়ের তেমন কোনো শারীরিক সমস্যা নাই। শুধু কিছুটা শ্বাসকষ্ট আছে। চিকিৎসকের পরামর্শে বাসাতেই চিকিৎসা চলছে।

লালনের গান গেয়ে দেশে-বিদেশে খ্যাতি পেয়েছেন ফরিদা পারভীন। ১৯৮৭ সালে ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।

সম্প্রতি