image

আসছে চলচ্চিত্র ‘বিদায় বেলা’

বিনোদন প্রতিবেদক

সন্তানের ভবিষ্যৎ এড়িয়ে গিয়ে একাধিক বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া পিতা, অভিভাবকহীন সন্তান পর্যায়ক্রমে মাদকের সাথে জড়িয়ে পড়া ইত্যাদি সামাজিক মেসেজ বার্তা নিয়ে খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে চলচ্চিত্র ‘বিদায় বেলা’। চলচ্চিত্রটির সংলাপ, চিত্রনাট্য, গীত ও রচনা করেছেন আহম্মেদ ইউসুফ সাবের, সুর সংঙ্গীত পরিচালনায় ছিলেন প্লাবন কোরেশী। এতে অভিনয় করেছেন রাসেল মিয়া, এলিনা শাম্মী, সানিয়া জামান জারা, সাখাওয়াত সাগর, সিমান্ত, পীরজাদা হারুন, শবনম পারভীন নূর মোহাম্মদ সুজন রাজাসহ অনেকে। গানে কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল, মনির খান ও লায়লা।

সম্প্রতি