এবার ওয়েব দুনিয়ায় নাম লেখাতে যাচ্ছেন বলিউড কিং খান শাহরুখ খান। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম ডিজনি প্লাস হটস্টারের একটি ওয়েব সিরিজে প্রধান চরিত্রের জন্য চুক্তি সেরেছেন তিনি। তবে আপাতত ওয়েব সিরিজের বিস্তারিত বিবরণ গোপন রাখা হচ্ছে। শাহরুখ খান বর্তমানে খ্যাতিমান তামিল পরিচালক অ্যাটলি কুমারের অ্যাকশনধর্মী সিনেমার শুটিং করছেন। শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট অ্যাটলির সিনেমাটি প্রযোজনা করছে। অক্টোবরে ইউরোপে ‘পাঠান’ সিনেমার শেষ লটের শুট করবেন শাহরুখ।