মা হচ্ছেন সেলিব্রেটিঅভিনেত্রী আনিকা কবির শখ। নিজেই সংবাদমাধ্যমকে খবরটি জানিয়েছেন শখ। মাস দু-এক পরই তাঁর কোলজুড়ে আসবে সন্তান।
বিয়ে করার আগে থেকেই অভিনয়ে শখ’র উপস্থিতি কমে যায়। তবে শখ জানান, যেহেতু বিয়ে করেছেন, পরিবারকে সময় দেওয়া দরকার বলে মনে করেছেন, তা ছাড়া বিয়ের সময় দেশে করোনার প্রকোপ বেড়ে যায়; তাই মনে হয়েছিল, এই সময়টা পরিবারকে দেওয়া উচিত। যে কারণে ইচ্ছে করেই নাটকে অীবনয় থেকে নিজেকে দূরে রেখেছেন। বিয়ের আগে তাঁর ফেসবুক থেকে শুরু করে সব সোশ্যাল প্ল্যাটফর্ম হ্যাকড হয়। এ কারণে সবকিছু থেকে নিজে দূরে সরে যান।
অভিনয়ে উপস্থিতি কমে গেলেও বিয়ে করে আবার খবরের শিরোনামে আসেন আনিকা কবির শখ। তবে বিয়ের কথা সংবাদমাধ্যমের কাছে কখনো স্বীকার করেননি তিনি। বিয়ে কথা স্বীকার না করলেও মা হওয়ার খবরটি গণমাধ্যমকে জানালেন অকপটে।
জানা গেছে, ২০২০ সালের ১২ মে দ্বিতীয় বিয়ে করেন আনিকা কবির শখ। তাঁর স্বামীর নাম রহমান জন, পেশায় ব্যবসায়ী। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই থাকছেন। মাঝেমধ্যে রাজধানীর উত্তরায় নিজেদের বাসায়ও থাকেন। বাসায়ই থেকে বই পড়ে, নাটক-সিনেমা দেখে সময় কাটান।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
মা হচ্ছেন সেলিব্রেটিঅভিনেত্রী আনিকা কবির শখ। নিজেই সংবাদমাধ্যমকে খবরটি জানিয়েছেন শখ। মাস দু-এক পরই তাঁর কোলজুড়ে আসবে সন্তান।
বিয়ে করার আগে থেকেই অভিনয়ে শখ’র উপস্থিতি কমে যায়। তবে শখ জানান, যেহেতু বিয়ে করেছেন, পরিবারকে সময় দেওয়া দরকার বলে মনে করেছেন, তা ছাড়া বিয়ের সময় দেশে করোনার প্রকোপ বেড়ে যায়; তাই মনে হয়েছিল, এই সময়টা পরিবারকে দেওয়া উচিত। যে কারণে ইচ্ছে করেই নাটকে অীবনয় থেকে নিজেকে দূরে রেখেছেন। বিয়ের আগে তাঁর ফেসবুক থেকে শুরু করে সব সোশ্যাল প্ল্যাটফর্ম হ্যাকড হয়। এ কারণে সবকিছু থেকে নিজে দূরে সরে যান।
অভিনয়ে উপস্থিতি কমে গেলেও বিয়ে করে আবার খবরের শিরোনামে আসেন আনিকা কবির শখ। তবে বিয়ের কথা সংবাদমাধ্যমের কাছে কখনো স্বীকার করেননি তিনি। বিয়ে কথা স্বীকার না করলেও মা হওয়ার খবরটি গণমাধ্যমকে জানালেন অকপটে।
জানা গেছে, ২০২০ সালের ১২ মে দ্বিতীয় বিয়ে করেন আনিকা কবির শখ। তাঁর স্বামীর নাম রহমান জন, পেশায় ব্যবসায়ী। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই থাকছেন। মাঝেমধ্যে রাজধানীর উত্তরায় নিজেদের বাসায়ও থাকেন। বাসায়ই থেকে বই পড়ে, নাটক-সিনেমা দেখে সময় কাটান।