ঢাকাই সিনেমার নায়িকা ববি বড় পর্দার মুখ। ছোট পর্দায় তাকে দেখা যায় না বললেই চলে। ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। সর্বশেষ প্রায় দেড় বছর আগে তাকে দেখা গিয়েছিল বিজ্ঞাপনে। তবে পছন্দসই হওয়ায় নতুন একটি প্রোমোশনাল চিত্রে কাজ করলেন এ নায়িকা। গত (১৪ সেপ্টেম্বর) বিরুলিয়ার একটি শুটিং হাউজে বিজ্ঞাপনচিত্রটির শুটিং শুরু হয়ে শেষ হয় পরদিন বুধবার (১৫ সেপ্টেম্ব)। এটি নির্মাণ করছেন রেহমান খলিল।
ববি জানান, ‘এই বিজ্ঞাপনে গ্ল্যামারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ এটি একটি বিউটি সোপের বিজ্ঞাপন। ববির ভাষ্য, ‘কিছু কাজ থাকে যা করার সময় বোঝা যায় ভালো নাকি মন্দ ফল আসবে! বিজ্ঞাপনটির শুটিং আয়োজন ও নির্মাণ ভাবনা এবং আমার উপস্থিতি সবকিছু মিলিয়ে এক কথায় অসাধারণ।
প্রচারের পর দর্শকরা বুঝতে পারবেন।’ শিগগিরই একটি ওয়েব ফিল্মের শুটিং শুরুও করবেন বলে জানিয়েছেন ববি। এর নাম ‘ময়ূরপঙ্খী’। নির্মাণ করবেন রশিদ পলাশ। কিছু দিনের মধ্যেই প্রজেক্টটির ঘোষণা আসবে। উল্লেখ্য, ববিকে এর আগে পাওয়ার, এলিট মেহেদী, ওয়ারিদ টেলিটম, ওয়ালটন ইত্যাদির বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে।
সারাদেশ: খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ
বিজ্ঞান ও প্রযুক্তি: ‘সিইও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করলো বাংলালিংকের প্রধান নির্বাহী
বিজ্ঞান ও প্রযুক্তি: নগদের মাধ্যমে মেট্রোরেলের কার্ড রিচার্জ সুবিধা