image

শিল্পকলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল

শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
বিনোদন প্রতিবেদক

ঢাকাস্থ ভারতীয় দূতাবাস, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আজ ২৫ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর ২০২১ একাডেমির জাতীয় চিত্রশালার ৩নং

গ্যালারীতে আয়োজন করা হয়েছে “বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী”। ২৫ সেপ্টেম্বর ২০২১ সকাল ১০.৩০টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনীটি জনসাধারনের জন্য উন্মুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী (shri.vikram Dorai swami) এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মো. আবুল মনসুর।

আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় ‘আলো আমার আলো’ ও ‘চল বাংলাদেশ’ গানে জয়দ্বীপ পালিত এর কোরিওগ্রাফীর সাথে নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্যদল। লিয়াকত আলী লাকী এর ভাবনা ও পরিকল্পনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ পরিবেশন করেন নৃত্যালেখ্য ‘গঙ্গা ঋদ্ধি থেকে

বাংলাদেশ’। নৃত্যালেখ্য’র কোরিওগ্রাফী করেছেন সোমা গিরি, ইয়াসমিন লাবণ্য ও ইমন আহমেদ। ‘বিপুল তরঙ্গরে’ এবং বাংলা, হিন্দি ও ইংরেজি তিনটি ভাষায় ‘আমরা করবো জয়’ গানটি পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কন্ঠশিল্পীবৃন্দ।

বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী দুই দেশের জাতির পিতা মহাতœা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও উত্তরাধিকারের অনন্য একটি বিষয়কে উপস্থাপন করছে। দুইদেশের যৌথ উদ্যোগে মুজিববর্ষ ও মহাতœা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী এবং ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিশেষভাবে প্রদর্শনীটি তৈরী করা হয়েছে। উল্লেখ্য, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নারেন্দ্র মোদী এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর ২০২০ ভারত-বাংলাদেশ ভার্চুয়াল

শীর্ষ সম্মেলনে প্রদর্শনীটি উদ্বোধন করেছিলেন।

ডিজিটাল মাধ্যমের এই প্রদর্শনীটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রদর্শনী গ্যালারিতে এবার জনস্বাধারনের জন্য উন্মুক্ত করা হলো। পক্ষকালব্যাপী আয়োজিত প্রদর্শনী প্রতিদিন বেলা

১১টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সম্প্রতি