একটি এনজিও প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে নির্মিত একটি তথ্যচিত্রে একজন এনজিও কর্মীর ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী অপর্ণা ঘোষ।আজ ছিল এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনটি বাবা-মায়ের সঙ্গে উদযাপন করবেন বিধায় তিনি তথ্যচিত্রটির কাজ শেষ করেই চট্টগ্রামে চলে গেছেন। এটি নির্মাণ করেছেন টনি।
তথ্যচিত্রটিতে অভিনয় প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন, ‘আমাদের দেশে যখন এনজিওগুলোর কাজ শুরু হয় তখন একজন নারী নানান প্রতিবন্ধকতার মধ্যদিয়ে কাজ করতে হয়েছে। আমি ঠিক তেমনি একজন সংগ্রামী এনজিওকর্মীর ভূমিকায় অভিনয় করেছি। আমার কাছে মনে হয়েছে একজন শিল্পী হিসেবেই শুধু নয়, একজন মানুষ হিসেবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে এমন কিছু কাজ করা উচিত; যা সমাজের কাজে আসে এবং বিশেষত নারীরাও যেন অনুপ্রাণিত হন।’
অপর্ণা ঘোষ জানান, জন্মদিনে পরিবারের সবার সঙ্গেও সময় কাটিয়ে তিনি বেশ খুশি। তবে এবারের চট্টগ্রাম যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তার ছোট বোন মৃত্তিকার বিয়ে। অক্টোবরের প্রথম সপ্তাহে মৃত্তিকার বিয়ে অনুষ্ঠিত হবে। আর এ উপলক্ষে অপর্ণার স্বামী জাপান থেকে শিগগিরই দেশে আসছেন বলেও জানান। এদিকে অপর্ণা এরই মধ্যে শেষ করেছেন আরিফ খানের নির্দেশনায় ‘দোলাচল’ ওয়েব সিরিজের কাজ। অপর্ণা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা হচ্ছে ‘গণ্ডি’। যেকোন সময় শুটিং শুরু হতে পারে ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ নামের একটি সিনেমার। বর্তমানে তিনি ‘বিবাহ হবে’ ও ‘মেহমান’ নামের দুটি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
একটি এনজিও প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে নির্মিত একটি তথ্যচিত্রে একজন এনজিও কর্মীর ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেত্রী অপর্ণা ঘোষ।আজ ছিল এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনটি বাবা-মায়ের সঙ্গে উদযাপন করবেন বিধায় তিনি তথ্যচিত্রটির কাজ শেষ করেই চট্টগ্রামে চলে গেছেন। এটি নির্মাণ করেছেন টনি।
তথ্যচিত্রটিতে অভিনয় প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন, ‘আমাদের দেশে যখন এনজিওগুলোর কাজ শুরু হয় তখন একজন নারী নানান প্রতিবন্ধকতার মধ্যদিয়ে কাজ করতে হয়েছে। আমি ঠিক তেমনি একজন সংগ্রামী এনজিওকর্মীর ভূমিকায় অভিনয় করেছি। আমার কাছে মনে হয়েছে একজন শিল্পী হিসেবেই শুধু নয়, একজন মানুষ হিসেবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে এমন কিছু কাজ করা উচিত; যা সমাজের কাজে আসে এবং বিশেষত নারীরাও যেন অনুপ্রাণিত হন।’
অপর্ণা ঘোষ জানান, জন্মদিনে পরিবারের সবার সঙ্গেও সময় কাটিয়ে তিনি বেশ খুশি। তবে এবারের চট্টগ্রাম যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তার ছোট বোন মৃত্তিকার বিয়ে। অক্টোবরের প্রথম সপ্তাহে মৃত্তিকার বিয়ে অনুষ্ঠিত হবে। আর এ উপলক্ষে অপর্ণার স্বামী জাপান থেকে শিগগিরই দেশে আসছেন বলেও জানান। এদিকে অপর্ণা এরই মধ্যে শেষ করেছেন আরিফ খানের নির্দেশনায় ‘দোলাচল’ ওয়েব সিরিজের কাজ। অপর্ণা অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা হচ্ছে ‘গণ্ডি’। যেকোন সময় শুটিং শুরু হতে পারে ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ নামের একটি সিনেমার। বর্তমানে তিনি ‘বিবাহ হবে’ ও ‘মেহমান’ নামের দুটি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন।