image
আফসার আহমেদ

নাট্যকার অধ্যাপক আফসার আহমেদ মারা গেছেন

শনিবার, ০৯ অক্টোবর ২০২১
বিনোদন প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য ও নাট্যকার অধ্যাপক আফসার আহমেদ মারা গেছেন। আজ শনিবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক মুহিবুর রৌফ শৈবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “অধ্যাপক আফসার আহমেদ আকাশ পথে খুলনা থেকে ফিরছিলেন। হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

সম্প্রতি