গাজায় নিহত ১৫ জরুরি স্বাস্থ্যকর্মীর ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় একশবারের বেশি গুলি ছোড়া হয়েছিল এবং এর কিছু করা হয়েছিল মাত্র ১২ মিটার দূর থেকে। এই তথ্য উঠে এসেছে মোবাইল ফোন ফুটেজের ফরেনসিক অডিও বিশ্লেষণে, যা করেছে বিবিসি ভেরিফাই।
গত ২৩ মার্চ রাফাহ এলাকায় রাতের বেলায় এই হামলার ঘটনা ঘটে। বিশ্লেষণ বলছে, হামলাকারীরা প্রথমে দূর থেকে গুলি চালালেও পরে ক্রমাগত কাছে এসে গুলি করে। একপর্যায়ে ১২ মিটার দূর থেকে গুলির শব্দ পাওয়া গেছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট শুরু থেকেই দাবি করে আসছিল, নিহত স্বাস্থ্যকর্মীদের খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। বিবিসির অডিও বিশ্লেষণ সেই দাবিকে সমর্থন করেছে। ভিডিওতে দেখা যায়, ওই গাড়িবহরে থাকা কর্মীরা জরুরি বাতি ও হেডলাইট চালু রেখে চলছিলেন এবং অন্তত একজন চিকিৎসক হাই-ভিস জ্যাকেট পরা অবস্থায় ছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী প্রথমে বলেছিল, গাড়িগুলো ‘সন্দেহজনকভাবে’ আলো নিভিয়ে চলছিল, তবে পরে তারা এই অবস্থান থেকে সরে আসে।
অডিও বিশ্লেষণে ব্যবহৃত হয়েছে শব্দ তরঙ্গ ও স্পেকট্রোগ্রাম। বিশেষজ্ঞরা জানান, গুলির শব্দের তরঙ্গ এবং শকওয়েভ বিশ্লেষণ করে দেখা গেছে যে, অন্তত একবার বুলেট রেকর্ডার মাইক্রোফোনের খুব কাছ দিয়ে গেছে।
অডিওতে ৫ মিনিটেরও বেশি সময় একাধিক আগ্নেয়াস্ত্রের শব্দ শোনা যায় এবং দুই বিশ্লেষক নিশ্চিত করেছেন, ১০০টিরও বেশি গুলি ছোড়া হয়েছিল।
ইসরায়েলি বাহিনী এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও জানিয়েছে, তারা হামলার তদন্ত করছে। তবে প্রমাণ ছাড়াই সেনাবাহিনীর পক্ষ থেকে নিহতদের মধ্যে ছয়জনের হামাস-সম্পৃক্ততার দাবি করা হয়েছে, যা ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
ঘটনার সময় বেঁচে যাওয়া একজন প্যারামেডিক জানিয়েছেন, তিনি পরে ১৫ ঘণ্টা ধরে আইডিএফের হাতে আটক ছিলেন। নিহতদের একজনের মোবাইল থেকেই পুরো হামলার ভিডিও উদ্ধার করা হয়েছে।
অডিও এবং ভিডিও বিশ্লেষণ থেকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, নিহতরা ছিলেন নিরস্ত্র, এবং তাদের ওপর কাছ থেকে পরিকল্পিত হামলা চালানো হয়েছিল।
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
গাজায় নিহত ১৫ জরুরি স্বাস্থ্যকর্মীর ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় একশবারের বেশি গুলি ছোড়া হয়েছিল এবং এর কিছু করা হয়েছিল মাত্র ১২ মিটার দূর থেকে। এই তথ্য উঠে এসেছে মোবাইল ফোন ফুটেজের ফরেনসিক অডিও বিশ্লেষণে, যা করেছে বিবিসি ভেরিফাই।
গত ২৩ মার্চ রাফাহ এলাকায় রাতের বেলায় এই হামলার ঘটনা ঘটে। বিশ্লেষণ বলছে, হামলাকারীরা প্রথমে দূর থেকে গুলি চালালেও পরে ক্রমাগত কাছে এসে গুলি করে। একপর্যায়ে ১২ মিটার দূর থেকে গুলির শব্দ পাওয়া গেছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট শুরু থেকেই দাবি করে আসছিল, নিহত স্বাস্থ্যকর্মীদের খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। বিবিসির অডিও বিশ্লেষণ সেই দাবিকে সমর্থন করেছে। ভিডিওতে দেখা যায়, ওই গাড়িবহরে থাকা কর্মীরা জরুরি বাতি ও হেডলাইট চালু রেখে চলছিলেন এবং অন্তত একজন চিকিৎসক হাই-ভিস জ্যাকেট পরা অবস্থায় ছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনী প্রথমে বলেছিল, গাড়িগুলো ‘সন্দেহজনকভাবে’ আলো নিভিয়ে চলছিল, তবে পরে তারা এই অবস্থান থেকে সরে আসে।
অডিও বিশ্লেষণে ব্যবহৃত হয়েছে শব্দ তরঙ্গ ও স্পেকট্রোগ্রাম। বিশেষজ্ঞরা জানান, গুলির শব্দের তরঙ্গ এবং শকওয়েভ বিশ্লেষণ করে দেখা গেছে যে, অন্তত একবার বুলেট রেকর্ডার মাইক্রোফোনের খুব কাছ দিয়ে গেছে।
অডিওতে ৫ মিনিটেরও বেশি সময় একাধিক আগ্নেয়াস্ত্রের শব্দ শোনা যায় এবং দুই বিশ্লেষক নিশ্চিত করেছেন, ১০০টিরও বেশি গুলি ছোড়া হয়েছিল।
ইসরায়েলি বাহিনী এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও জানিয়েছে, তারা হামলার তদন্ত করছে। তবে প্রমাণ ছাড়াই সেনাবাহিনীর পক্ষ থেকে নিহতদের মধ্যে ছয়জনের হামাস-সম্পৃক্ততার দাবি করা হয়েছে, যা ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
ঘটনার সময় বেঁচে যাওয়া একজন প্যারামেডিক জানিয়েছেন, তিনি পরে ১৫ ঘণ্টা ধরে আইডিএফের হাতে আটক ছিলেন। নিহতদের একজনের মোবাইল থেকেই পুরো হামলার ভিডিও উদ্ধার করা হয়েছে।
অডিও এবং ভিডিও বিশ্লেষণ থেকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, নিহতরা ছিলেন নিরস্ত্র, এবং তাদের ওপর কাছ থেকে পরিকল্পিত হামলা চালানো হয়েছিল।