নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল রোড সেইফটি কোর (এফআরএসসি)।
এফআরএসসির সেক্টর কমান্ডার আইশাতু সা’আদু জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং তেল চুইয়ে পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেই পেট্রলে আগুন ধরে যায় ও বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে বহু মানুষ দগ্ধ হন, নিহতদের সংখ্যা ৩৫ ছাড়িয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাইজেরিয়ায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে তেল ও গ্যাস পরিবহনের জন্য পর্যাপ্ত পাইপলাইন অবকাঠামো না থাকায় পেট্রলিয়াম পণ্য প্রধানত সড়কপথে পরিবহন করা হয়। তবে সড়কগুলোর বেহাল অবস্থা ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং বহু মানুষের প্রাণহানি হয়।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ২২ অক্টোবর ২০২৫
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি জ্বালানি ট্যাঙ্কার উল্টে যাওয়ার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল রোড সেইফটি কোর (এফআরএসসি)।
এফআরএসসির সেক্টর কমান্ডার আইশাতু সা’আদু জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং তেল চুইয়ে পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেই পেট্রলে আগুন ধরে যায় ও বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে বহু মানুষ দগ্ধ হন, নিহতদের সংখ্যা ৩৫ ছাড়িয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাইজেরিয়ায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে তেল ও গ্যাস পরিবহনের জন্য পর্যাপ্ত পাইপলাইন অবকাঠামো না থাকায় পেট্রলিয়াম পণ্য প্রধানত সড়কপথে পরিবহন করা হয়। তবে সড়কগুলোর বেহাল অবস্থা ও রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং বহু মানুষের প্রাণহানি হয়।