ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিরবচ্ছিন্ন সমর্থন অব্যাহত থাকার কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দুই দিন পর গতকাল বুধবার টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন তিনি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিরবচ্ছিন্ন সমর্থন অব্যাহত রাখা প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপকালে পররাষ্ট্রমন্ত্রী রুবিও এ বিষয়টি তুলে ধরেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুচ বলেছেন, ‘হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সাফল্যের জন্য’ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অভিনন্দন জানান রুবিও। তিনি এর পাশাপাশি গাজায় বন্দী থাকা বাকি সব জিম্মিকে মুক্ত করতে নিরলসভাবে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন।
১৫ মাস যুদ্ধের পর গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয়েছে ইসরায়েল ও হামাস। গত রোববার থেকে ওই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতিতে জিম্মি মুক্তি এবং কারাবন্দীদের মুক্তি দেওয়ার কথা বলা আছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় একই রূপরেখা–সংবলিত একটি চুক্তির জন্য কয়েক মাস ধরে চাপ দিয়েছিলেন।
এদিকে ট্রাম্প শপথ গ্রহণের আগেই গাজায় একটি চুক্তি বাস্তবায়নে সহায়তা করার জন্য একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন। যদিও গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি নিজে আত্মবিশ্বাসী নন বলে জানিয়েছেন ট্রাম্প।
সোমবার শপথ গ্রহণের পর প্রথম দিনই ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করেছেন, তার মধ্যে পশ্চিম তীরে কট্টরপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়াও রয়েছে। ফিলিস্তিনিদের ওপর হামলার কারণে বাইডেন প্রশাসন ওই নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিরবচ্ছিন্ন সমর্থন অব্যাহত থাকার কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দুই দিন পর গতকাল বুধবার টেলিফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন তিনি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিরবচ্ছিন্ন সমর্থন অব্যাহত রাখা প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপকালে পররাষ্ট্রমন্ত্রী রুবিও এ বিষয়টি তুলে ধরেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুচ বলেছেন, ‘হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সাফল্যের জন্য’ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অভিনন্দন জানান রুবিও। তিনি এর পাশাপাশি গাজায় বন্দী থাকা বাকি সব জিম্মিকে মুক্ত করতে নিরলসভাবে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন।
১৫ মাস যুদ্ধের পর গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয়েছে ইসরায়েল ও হামাস। গত রোববার থেকে ওই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতিতে জিম্মি মুক্তি এবং কারাবন্দীদের মুক্তি দেওয়ার কথা বলা আছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় একই রূপরেখা–সংবলিত একটি চুক্তির জন্য কয়েক মাস ধরে চাপ দিয়েছিলেন।
এদিকে ট্রাম্প শপথ গ্রহণের আগেই গাজায় একটি চুক্তি বাস্তবায়নে সহায়তা করার জন্য একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন। যদিও গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি নিজে আত্মবিশ্বাসী নন বলে জানিয়েছেন ট্রাম্প।
সোমবার শপথ গ্রহণের পর প্রথম দিনই ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করেছেন, তার মধ্যে পশ্চিম তীরে কট্টরপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়াও রয়েছে। ফিলিস্তিনিদের ওপর হামলার কারণে বাইডেন প্রশাসন ওই নিষেধাজ্ঞা আরোপ করেছিল।