পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার (এনএসএ) পদে। এর ফলে তিনিই হলেন প্রথম দায়িত্বরত আইএসআই প্রধান, যিনি একইসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
বৃহস্পতিবার পাকিস্তানের মন্ত্রিসভা বিভাগ থেকে জারিকৃত এক আদেশে জানানো হয়, এই নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
২০২২ সালের এপ্রিলে ইমরান খানের সরকার পতনের পর থেকে এই পদটি শূন্য ছিল। সে সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন ময়ীদ ইউসুফ।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে আসিম মালিক এখন প্রধানমন্ত্রীকে জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও কৌশলগত বিষয়ে পরামর্শ দেবেন। পাশাপাশি তিনি ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সচিবালয়ের আওতাধীন জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিককে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার (এনএসএ) পদে। এর ফলে তিনিই হলেন প্রথম দায়িত্বরত আইএসআই প্রধান, যিনি একইসঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
বৃহস্পতিবার পাকিস্তানের মন্ত্রিসভা বিভাগ থেকে জারিকৃত এক আদেশে জানানো হয়, এই নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
২০২২ সালের এপ্রিলে ইমরান খানের সরকার পতনের পর থেকে এই পদটি শূন্য ছিল। সে সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন ময়ীদ ইউসুফ।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে আসিম মালিক এখন প্রধানমন্ত্রীকে জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ও কৌশলগত বিষয়ে পরামর্শ দেবেন। পাশাপাশি তিনি ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সচিবালয়ের আওতাধীন জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন।