alt

তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী পদে কাল শপথ নিচ্ছেন মমতা

এবারের নির্বাচনে অস্তিত্ব সংকটে বাম ও কংগ্রেস

দীপক মুখার্জী, কলকাতা : মঙ্গলবার, ০৪ মে ২০২১

তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে গতকাল রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ইস্তফা দিলেন তিনি। তা গ্রহণ করে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন জগদীপ ধনখড়। বুধবার রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশাল জয়ের পর এ দিন সন্ধ্যায় রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন মমতা। তিনি প্রায় দেড় ঘণ্টা ছিলেন রাজ ভবনে। প্রচলিত রীতি মেনে পদত্যাগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সময় তাকেই দায়িত্বভার সামলানোর অনুরোধ করেছেন রাজ্যপাল।

কাল দুপুর ১টা ৪৫ মিনিটে রাজভবনে শপথগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতির জন্য শপথ অনুষ্ঠানে অতিথির সংখ্যা নিয়ন্ত্রিত থাকবে। জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়।

তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ৬ মে শপথগ্রহণ করবেন নতুন বিধায়করা। স্পিকার হিসেবে বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন বিমান বন্দ্যোপাধ্যায়। বিমান বন্দ্যোপাধ্যায় এবার অধ্যক্ষ হবেন বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, দলের নবনির্বাচিত বিধায়করা সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূলের পরিষদীয় দলের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন। আমরা চাইছি, তিনি ৫ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন।

উল্লেখ্য, এই নিয়ে পরপর তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ তে বামফ্রন্ট জমানার অবসান ঘটিয়ে প্রথমবার ক্ষমতায় এসেছিল তৃণমূল। এরপর ২০১৬-র বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়ে প্রত্যাবর্তন ঘটেছিল তৃণমূলের। এবারের বিধানসভা নির্বাচনে ২১৩ আসন পেয়ে জয়ী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

গতকাল জয়ের পরই তিনি বলেছেন, খুব সংক্ষিপ্ত হবে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ নেবেন তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, করোনার প্রকোপ মোকাবিলাই এখন তার অগ্রাধিকারের বিষয়। তিনি দলীয় কর্মীদের করোনা পরিস্থিতিতে কোন ধরনের বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, করোনা অতিমারীর অবসান হলে ব্রিগেডে সমাবেশ করে দলের এই বিপুল সাফল্যের অনুষ্ঠান উদযাপন করা হবে। এবার আট দফায় নির্বাচন হয়েছিল। আট দফায় ভোটগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছিল তৃণমূল। ভোট পর্ব চলাকালেও শেষের কয়েকটি পর্ব করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একসঙ্গে করার অনুরোধ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কমিশন এই দাবি মানা সম্ভব নয় বলে জানিয়েছিল। আট দফার নির্বাচন শেষে গতকাল ফল প্রকাশিত হয়েছে। ভোট গণনায় ব্যাপক আসন পেয়ে ফের রাজ্যের সিংহাসনে বসতে ছলেছেন মমতা বন্দোপাধ্যায়।

২০২১-র বিধানসভা নির্বাচনে অস্তিত্বের সংকটে বাম ও কংগ্রেস

১৯৭৭ সাল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে সিপিএম তথা বামেরা। তার আগে ১৯৭২ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক র‌্যাগিং, সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। রাজ্যে বামেরা ক্ষমতায় আসতেই মানুষের আনন্দ-উচ্ছ্বাসের বাঁধ ভেঙে যায়। চতুর্দিকে দেয়ালে ছড়া লেখা শুরু হয়, বাহাত্তর নয় সাতাত্তর সাল, লাল বাংলা লালে লাল। তারপর যতদিন গড়িয়েছে, বামেদের অবস্থা রাজ্যে আরও মজবুত হয়েছে। বামেদের লাল পতাকা উড়েছে রাজ্যের প্রতিটি প্রান্তে। বাম নেতাকর্মীরা বলতেন, রেড কখনও ফেড হয় না। সত্যিই, লাল রং ফিকে হওয়ার সামান্যটুকু সম্ভাবনা ছিল না কিন্তু এসব আজ অতীত ইতিহাস। একুশের নির্বাচনের ফলাফল বলছে বামেদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেল।

একুশে মেরুকরণের নির্বাচন হবে, সেটা আগেই বোঝা গিয়েছিল। কিন্তু বামেরা একটি আসনেও জিততে পারবে না, প্রায় প্রত্যেকটি কেন্দ্রে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, এতটা কেউ ভাবতে পারেননি। কংগ্রেসের অবস্থাও তথৈবচ। কংগ্রেস এবার খাতা খুলতে পারেনি। ফলাফলের পরেই উত্তর দমদমের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন আলিমুদ্দিনের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। এই হারের দায় তাদের নিতে হবে, জোরের সঙ্গে বলেন তিনি। এমনকি নাম না করে দলের অন্যতম শীর্ষ নেতা মহম্মদ সেলিমকে তিনি ব্যাপক নিশানা করেছেন। উল্লেখ্য, সেলিমের উদ্যোগে পীরজাদা আব্বাস সিদ্দিকীর আইএসএফের সঙ্গে জোট হয় বামেদের। কেন বামেরা ‘সাম্প্রদায়িকী শক্তি’র সঙ্গে হাত মেলাল, এই অভিযোগ তখন থেকেই উঠতে শুরু করে। এর পাশাপাশি কংগ্রেসের সঙ্গেও জোট নিয়ে সবাই খুশি ছিলেন না অথচ করোনাকালে বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা প্রচুর কাজ করেছেন, এখনও করে চলেছেন। পাহাড় থেকে সমুদ্র, নীরবে কাজ করে চলেছেন রেড ভলান্টিয়াররা কিন্তু বাংলার তৃণমূলবিরোধী মানুষ বামেদের ভোট দেননি একটাই কারণে, তাদের জেতার সম্ভাবনা নেই দেখে। তাই বাম ব্রিগেডের উজ্জ্বল মুখ সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য, মিনাক্ষী মুখোপাধ্যায়, ঐশী ঘোষ, সৃজন ভট্টাচার্য, আলি ইমরান ভিক্টর, দীপ্সিতা ধররা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছেন।

আলিমুদ্দিন মনে করেছিল আব্বাসের সঙ্গে জোটের ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট তারা আবার ফিরে পাবেন কিন্তু সেই ভোট ফেরা তো দূরের কথা, উল্টে হিন্দুদের যে অংশের ভোট তারা গত লোকসভাতেও পেয়েছেন, সেটারও বড় অংশ এবার হারাতে হয়েছে আব্বাসের সঙ্গে জোট করার ফলে। বামেদের ব্রিগেড সমাবেশে প্রচুর ভিড় হয়েছিল কিন্তু বামেদের সিংহভাগ সমর্থক মনে করেছেন তৃণমূলকে হারাতে পারে বিজেপি। তাই ভোট তারা বিজেপিকেই দিয়েছেন। নির্বাচনের ফল বলছে অদূর ভবিষ্যতে বামেদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কারণ যতদিন যাবে ততই ধর্মীয় মেরুকরণ রাজ্যে আরও বেশি করে প্রকট আকার ধারণ করবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যালোচকরা। যেটা বাংলার রাজনীতিতে অতীতে দেখা যায়নি। ঠিক এই কারণেই মালদা এবং মুর্শিদাবাদে একটি আসনও জিততে পারেনি কংগ্রেস এবং বামেরা। সেখানকার হিন্দু ভোটের প্রায় পুরোটাই চলে গিয়েছে বিজেপির দিকে অথচ এবারের নির্বাচনে বামেরা প্রচুর তরুণ মুখকে তুলে ধরেছিল। ‘টুম্পা সোনা’ গান অত্যন্ত জনপ্রিয় হয়। বামেদের ব্যাখ্যা ছিল, এভাবে নতুন প্রজন্মকে কাছে টানার চেষ্টা করা হচ্ছে কিন্তু কিছুতেই কাজ হলো না। গত ৪০ বছরে কেরলে কোন সরকার পরপর দু’বার ক্ষমতায় আসেনি। এবার কিন্তু সেখানে বামেদের প্রত্যাবর্তন হয়েছে আবার ক্ষমতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আর ঠিক সেদিনই বাংলায় বামেদের একপ্রকার বিসর্জন হয়ে গেল।

তৃণমূলের এই বিপুল জয়ের মাঝেও বহু জেলায় যেভাবে বিজেপি জমি পোক্ত করেছে তা রীতিমতো বাংলার রাজনীতিতে আগামীতে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। ২০১৬ সালের বাংলা বিধানসভা নির্বাচনে বিজেপির আসনসংখ্যা ছিল ৩টি কিন্তু এবার ২৯২ আসনের মধ্যে ৭৭ আসন দখল করে বিধান সভায় শক্তিশালী বিরোধী দল হিসেবে। বাংলায় মোট আসনসংখ্যা একনজরে দেখা যাক বাংলার কোন কোন জেলায় তথা কোন এলাকায় কোন পার্টি দখল কায়েম করে রাখল।

উত্তরবঙ্গের, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, ফাংসি দেওয়া, নাগরাকাটা, ময়না গুড়ি, ধুপগুড়িতে বিজেপি বিজয় নিশান ধরে রেখেছে। কালিম্পংয়ে জয়ী আইএডি। এদিকে, ফালাকাটা, কালচিনি, কুমারগ্রাম, মাদারিহাট, তুফানগঞ্জ, নাটাবাড়ি, দিনহাটায় জিতেছে বিজেপি। দিনহাটা থেকে নিশীথ প্রামাণিকের জয় রীতিমতো প্রাসঙ্গিক। এলাকায় ডাবগ্রাম-ফুলবাড়িতে মন্ত্রী গৌতম দেবের হার বিজেপিকে জমি পোক্ত করতে সাহায্য করেছে। এছাড়াও ঘটনাবহুল শীতলকুচিতে বিজেপির জয় হয়েছে। মাথাভাঙা, ফালাকাটা, কোচবিহারের উত্তর-দক্ষিণে বিজেপি জয়লাভ করেছে। তবে ম্যাল, রাজগঞ্জ, মেখলিগঞ্জ, জলপাইগুড়ি দখলে রেখেছে তৃণমূল।

কোচবিহার জেলায় ৯-এর মধ্যে ২০১৬ সালে ৮টি তৃণমূলের, ১টি বামেরা ছিনিয়ে নেয়। জলপাইগুড়িতে ৭টির মধ্যে ৬টি তৃণমূলের। ১টি ইউপিএ জোট পায়। আলিপুরদুয়ারে ৫টির মধ্যে ৪টি ঘাসফুলের ছিল, একটি এনডিএ পায়। দার্জিলিংয়ে ৬টিতে তৃণমূল হাত খালি করে ফেরে। ৩টি পায় এনডিএ, ১টি বামেরা, ২টিতে ইউপিএ জেতে।

চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া মমতা-ঝড়ের দাপটে তৃণমূলের দখলে। ২০২১ সালের ভোটে করণদিঘি, হেমতাবাদ, রায়গঞ্জ, কালিয়াগঞ্জে বিজেপি দখল পোক্ত করে। এদিকে, ইটাহার, কুমরাগঞ্জ, হরিরামপুর, কুশম-ি, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফারাক্কায় তৃণমূল জোরালো লড়াইতে গড় জিতে নিয়েছে। এদিকে, মুর্শিদাবাদ ও বরহমপুর কেন্দ্র বাদে গোটা মুর্শিদাবাদে দাপটে উড়ছে তৃণমূলের বিজয় পতাকা।

২০১৬ সালে উত্তর দিনাজপুরের ৯টির মধ্যে ৪টি আসন তৃণমূলের ছিল, ২টিতে বামেরা জয়ী, ৩টিতে ইউপিএ, দক্ষিণ দিনাজপুরে ৬টির মধ্যে ২টি পেয়েছে তৃণমূল কংগ্রেস, ৩টি বামেরা, ১টি ইউপিএ, মালদায় ১২টিতে ১টি তৃণমূল, ১টি বামেরা, ৮টি ইউপিএ, ১টি এনডিএ। মুর্শিদাবাদে ২২ আসনে ২০১৬ সালের ভোটে ৪টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বামেরা ৪টি, ১৪টি ইউপিএ জেতে।

দুবরাজপুরকে বাদ দিলে বীরভূমের গোটা মানচিত্রে রীতিমতো তৃণমূলের সাফল্য প্রমাণ হচ্ছে। মুরারই থেকে ময়ূরেশ্বর, সাঁইথিয়া, বোলপুর, রামপুরহাট, নানুর, লাভপুর, সাউড়িতে কেবলই তৃণমূল দাপট দেখিয়েছে। এছাড়াও মঙ্গলকোট থেকে বর্ধমান উত্তর, খন্ডঘোষ, মন্তেশ্বরে জয় পেয়েছে তৃণমূল। এদিকে, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পলের হাত ধরে বড় জয় পায় বিজেপি। এছাড়া, রঘুনাথপুর, পারা, পুরুলিয়া, বাঘমু-ি, জয়পুর, বলরামপুর, কাশীপুর, ছাতনা, শালতোড়, কুলটিতে বিজেপি দাপট ধরে রেখেছে। বাঁকুড়া, ওন্দা, বিষ্ণুপুর, সোনামুখী, ইন্দাস, কোতুলপুরে দাপট ধরে রেখেছে বিজেপি।

ছবি

নেপাল: দায়িত্ব নিয়েই নির্বাচনের তারিখ জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারপ্রধান

ছবি

আফগানিস্তানে বন্দি থাকা মার্কিন নাগরিকদের বিষয় নিয়ে কাবুলে আলোচনায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তা

ছবি

রাশিয়ার ড্রোন হামলা কোনো ভুল ছিল না: পোল্যান্ড

ছবি

উত্তর কোরিয়ায় বিদেশি চলচ্চিত্র দেখলেও মৃত্যুদণ্ড

ছবি

ইসরায়েলি হামলার পর ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন কাতারের প্রধানমন্ত্রী

ছবি

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি

ছবি

হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট

ছবি

কেন নেপালের এ সংকট দক্ষিণ এশিয়াসহ বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ

ছবি

পাকিস্তানে জঙ্গিদের হামলায় ১২ সেনা নিহত

ছবি

নেপালে নির্বাচন ৫ মার্চ

ছবি

জাতিসংঘে দুই-রাষ্ট্র সমাধানের ঘোষণায় বিপুল সমর্থন

ছবি

কঙ্গোতে পৃথক দুই নৌকা দুর্ঘটনায় ১৯৩ জনের মৃত্যু

ছবি

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা কারকি

ছবি

বিদেশি সিনেমা দেখায় উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর বেড়েছে: জাতিসংঘ

ছবি

চার্লি কার্কের হত্যাকারীকে ধরিয়ে দিলে ১ লাখ ডলার পুরস্কার

ছবি

পশ্চিমবঙ্গের তরুণদের নেপাল থেকে শিক্ষা নেয়ার আহ্বান বিজেপি নেতার, পাল্টা একাধিক এফআইআর

ছবি

প্যালেস্টাইন বলে কোনো রাষ্ট্র থাকবে না, এ ভূমি আমাদের: নেতানিয়াহু

ছবি

ব্রাজিলে অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড

ছবি

ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণান

ছবি

গাজায় ত্রাণ শিবিরের পাহারায় ঘৃণাবাহী মার্কিন বাইকার গ্যাং

ছবি

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত আরও ৭২ ফিলিস্তিনি

ছবি

‘ভারত-সমর্থিত’ ১৯ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের

ছবি

কাতারের পর এবার ইয়েমেনে ইসরায়েলি হামলা, নিহত ৩৫

ছবি

এবার সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স

ছবি

তিন দশকের লুটের বিচার, নতুন সংবিধান চায় নেপালের তরুণরা

ছবি

নেপালে কেন ‘আন্দোলন ছিনতাইয়ের’ শঙ্কা, দেশ চালাচ্ছে কারা

ছবি

নেপালে সহিংস বিক্ষোভ: সেনা মোতায়েন, নিহত ২০-এর বেশি

ছবি

এবার ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক বসাতে বললেন ট্রাম্প

ছবি

ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিলো স্পেন

ছবি

কাতারে ইসরায়েলি হামলা সার্বভৌমত্বের ওপর আঘাত: মালয়েশিয়া

ছবি

কাতারে ইসরায়েলের বিমান হামলা

ছবি

নেপালজুড়ে মব আতঙ্ক, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সেনাবাহিনীর

ছবি

কোন পথে নেপাল, অলির জায়গায় কে আসছেন

ছবি

স্থল অভিযানের আগে গাজা সিটি খালি করার নির্দেশ ইসরায়েলের

ছবি

নেপালে চলমান সহিংসতা প্রতিরোধে সেনাবাহিনী দায়িত্ব নিল

ছবি

ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন সেবাস্টিয়ান লুকোনু

tab

news » international

তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী পদে কাল শপথ নিচ্ছেন মমতা

এবারের নির্বাচনে অস্তিত্ব সংকটে বাম ও কংগ্রেস

দীপক মুখার্জী, কলকাতা

মঙ্গলবার, ০৪ মে ২০২১

তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে গতকাল রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ইস্তফা দিলেন তিনি। তা গ্রহণ করে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন জগদীপ ধনখড়। বুধবার রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশাল জয়ের পর এ দিন সন্ধ্যায় রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন মমতা। তিনি প্রায় দেড় ঘণ্টা ছিলেন রাজ ভবনে। প্রচলিত রীতি মেনে পদত্যাগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সময় তাকেই দায়িত্বভার সামলানোর অনুরোধ করেছেন রাজ্যপাল।

কাল দুপুর ১টা ৪৫ মিনিটে রাজভবনে শপথগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতির জন্য শপথ অনুষ্ঠানে অতিথির সংখ্যা নিয়ন্ত্রিত থাকবে। জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়।

তৃণমূলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকের পর পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ৬ মে শপথগ্রহণ করবেন নতুন বিধায়করা। স্পিকার হিসেবে বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন বিমান বন্দ্যোপাধ্যায়। বিমান বন্দ্যোপাধ্যায় এবার অধ্যক্ষ হবেন বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, দলের নবনির্বাচিত বিধায়করা সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূলের পরিষদীয় দলের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন। আমরা চাইছি, তিনি ৫ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন।

উল্লেখ্য, এই নিয়ে পরপর তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ তে বামফ্রন্ট জমানার অবসান ঘটিয়ে প্রথমবার ক্ষমতায় এসেছিল তৃণমূল। এরপর ২০১৬-র বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়ে প্রত্যাবর্তন ঘটেছিল তৃণমূলের। এবারের বিধানসভা নির্বাচনে ২১৩ আসন পেয়ে জয়ী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

গতকাল জয়ের পরই তিনি বলেছেন, খুব সংক্ষিপ্ত হবে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অনাড়ম্বর অনুষ্ঠানে শপথ নেবেন তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, করোনার প্রকোপ মোকাবিলাই এখন তার অগ্রাধিকারের বিষয়। তিনি দলীয় কর্মীদের করোনা পরিস্থিতিতে কোন ধরনের বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, করোনা অতিমারীর অবসান হলে ব্রিগেডে সমাবেশ করে দলের এই বিপুল সাফল্যের অনুষ্ঠান উদযাপন করা হবে। এবার আট দফায় নির্বাচন হয়েছিল। আট দফায় ভোটগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছিল তৃণমূল। ভোট পর্ব চলাকালেও শেষের কয়েকটি পর্ব করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একসঙ্গে করার অনুরোধ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কমিশন এই দাবি মানা সম্ভব নয় বলে জানিয়েছিল। আট দফার নির্বাচন শেষে গতকাল ফল প্রকাশিত হয়েছে। ভোট গণনায় ব্যাপক আসন পেয়ে ফের রাজ্যের সিংহাসনে বসতে ছলেছেন মমতা বন্দোপাধ্যায়।

২০২১-র বিধানসভা নির্বাচনে অস্তিত্বের সংকটে বাম ও কংগ্রেস

১৯৭৭ সাল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে সিপিএম তথা বামেরা। তার আগে ১৯৭২ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক র‌্যাগিং, সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। রাজ্যে বামেরা ক্ষমতায় আসতেই মানুষের আনন্দ-উচ্ছ্বাসের বাঁধ ভেঙে যায়। চতুর্দিকে দেয়ালে ছড়া লেখা শুরু হয়, বাহাত্তর নয় সাতাত্তর সাল, লাল বাংলা লালে লাল। তারপর যতদিন গড়িয়েছে, বামেদের অবস্থা রাজ্যে আরও মজবুত হয়েছে। বামেদের লাল পতাকা উড়েছে রাজ্যের প্রতিটি প্রান্তে। বাম নেতাকর্মীরা বলতেন, রেড কখনও ফেড হয় না। সত্যিই, লাল রং ফিকে হওয়ার সামান্যটুকু সম্ভাবনা ছিল না কিন্তু এসব আজ অতীত ইতিহাস। একুশের নির্বাচনের ফলাফল বলছে বামেদের অস্তিত্ব বিপন্ন হয়ে গেল।

একুশে মেরুকরণের নির্বাচন হবে, সেটা আগেই বোঝা গিয়েছিল। কিন্তু বামেরা একটি আসনেও জিততে পারবে না, প্রায় প্রত্যেকটি কেন্দ্রে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, এতটা কেউ ভাবতে পারেননি। কংগ্রেসের অবস্থাও তথৈবচ। কংগ্রেস এবার খাতা খুলতে পারেনি। ফলাফলের পরেই উত্তর দমদমের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন আলিমুদ্দিনের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে। এই হারের দায় তাদের নিতে হবে, জোরের সঙ্গে বলেন তিনি। এমনকি নাম না করে দলের অন্যতম শীর্ষ নেতা মহম্মদ সেলিমকে তিনি ব্যাপক নিশানা করেছেন। উল্লেখ্য, সেলিমের উদ্যোগে পীরজাদা আব্বাস সিদ্দিকীর আইএসএফের সঙ্গে জোট হয় বামেদের। কেন বামেরা ‘সাম্প্রদায়িকী শক্তি’র সঙ্গে হাত মেলাল, এই অভিযোগ তখন থেকেই উঠতে শুরু করে। এর পাশাপাশি কংগ্রেসের সঙ্গেও জোট নিয়ে সবাই খুশি ছিলেন না অথচ করোনাকালে বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা প্রচুর কাজ করেছেন, এখনও করে চলেছেন। পাহাড় থেকে সমুদ্র, নীরবে কাজ করে চলেছেন রেড ভলান্টিয়াররা কিন্তু বাংলার তৃণমূলবিরোধী মানুষ বামেদের ভোট দেননি একটাই কারণে, তাদের জেতার সম্ভাবনা নেই দেখে। তাই বাম ব্রিগেডের উজ্জ্বল মুখ সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য, মিনাক্ষী মুখোপাধ্যায়, ঐশী ঘোষ, সৃজন ভট্টাচার্য, আলি ইমরান ভিক্টর, দীপ্সিতা ধররা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছেন।

আলিমুদ্দিন মনে করেছিল আব্বাসের সঙ্গে জোটের ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট তারা আবার ফিরে পাবেন কিন্তু সেই ভোট ফেরা তো দূরের কথা, উল্টে হিন্দুদের যে অংশের ভোট তারা গত লোকসভাতেও পেয়েছেন, সেটারও বড় অংশ এবার হারাতে হয়েছে আব্বাসের সঙ্গে জোট করার ফলে। বামেদের ব্রিগেড সমাবেশে প্রচুর ভিড় হয়েছিল কিন্তু বামেদের সিংহভাগ সমর্থক মনে করেছেন তৃণমূলকে হারাতে পারে বিজেপি। তাই ভোট তারা বিজেপিকেই দিয়েছেন। নির্বাচনের ফল বলছে অদূর ভবিষ্যতে বামেদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কারণ যতদিন যাবে ততই ধর্মীয় মেরুকরণ রাজ্যে আরও বেশি করে প্রকট আকার ধারণ করবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যালোচকরা। যেটা বাংলার রাজনীতিতে অতীতে দেখা যায়নি। ঠিক এই কারণেই মালদা এবং মুর্শিদাবাদে একটি আসনও জিততে পারেনি কংগ্রেস এবং বামেরা। সেখানকার হিন্দু ভোটের প্রায় পুরোটাই চলে গিয়েছে বিজেপির দিকে অথচ এবারের নির্বাচনে বামেরা প্রচুর তরুণ মুখকে তুলে ধরেছিল। ‘টুম্পা সোনা’ গান অত্যন্ত জনপ্রিয় হয়। বামেদের ব্যাখ্যা ছিল, এভাবে নতুন প্রজন্মকে কাছে টানার চেষ্টা করা হচ্ছে কিন্তু কিছুতেই কাজ হলো না। গত ৪০ বছরে কেরলে কোন সরকার পরপর দু’বার ক্ষমতায় আসেনি। এবার কিন্তু সেখানে বামেদের প্রত্যাবর্তন হয়েছে আবার ক্ষমতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আর ঠিক সেদিনই বাংলায় বামেদের একপ্রকার বিসর্জন হয়ে গেল।

তৃণমূলের এই বিপুল জয়ের মাঝেও বহু জেলায় যেভাবে বিজেপি জমি পোক্ত করেছে তা রীতিমতো বাংলার রাজনীতিতে আগামীতে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। ২০১৬ সালের বাংলা বিধানসভা নির্বাচনে বিজেপির আসনসংখ্যা ছিল ৩টি কিন্তু এবার ২৯২ আসনের মধ্যে ৭৭ আসন দখল করে বিধান সভায় শক্তিশালী বিরোধী দল হিসেবে। বাংলায় মোট আসনসংখ্যা একনজরে দেখা যাক বাংলার কোন কোন জেলায় তথা কোন এলাকায় কোন পার্টি দখল কায়েম করে রাখল।

উত্তরবঙ্গের, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, ফাংসি দেওয়া, নাগরাকাটা, ময়না গুড়ি, ধুপগুড়িতে বিজেপি বিজয় নিশান ধরে রেখেছে। কালিম্পংয়ে জয়ী আইএডি। এদিকে, ফালাকাটা, কালচিনি, কুমারগ্রাম, মাদারিহাট, তুফানগঞ্জ, নাটাবাড়ি, দিনহাটায় জিতেছে বিজেপি। দিনহাটা থেকে নিশীথ প্রামাণিকের জয় রীতিমতো প্রাসঙ্গিক। এলাকায় ডাবগ্রাম-ফুলবাড়িতে মন্ত্রী গৌতম দেবের হার বিজেপিকে জমি পোক্ত করতে সাহায্য করেছে। এছাড়াও ঘটনাবহুল শীতলকুচিতে বিজেপির জয় হয়েছে। মাথাভাঙা, ফালাকাটা, কোচবিহারের উত্তর-দক্ষিণে বিজেপি জয়লাভ করেছে। তবে ম্যাল, রাজগঞ্জ, মেখলিগঞ্জ, জলপাইগুড়ি দখলে রেখেছে তৃণমূল।

কোচবিহার জেলায় ৯-এর মধ্যে ২০১৬ সালে ৮টি তৃণমূলের, ১টি বামেরা ছিনিয়ে নেয়। জলপাইগুড়িতে ৭টির মধ্যে ৬টি তৃণমূলের। ১টি ইউপিএ জোট পায়। আলিপুরদুয়ারে ৫টির মধ্যে ৪টি ঘাসফুলের ছিল, একটি এনডিএ পায়। দার্জিলিংয়ে ৬টিতে তৃণমূল হাত খালি করে ফেরে। ৩টি পায় এনডিএ, ১টি বামেরা, ২টিতে ইউপিএ জেতে।

চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া মমতা-ঝড়ের দাপটে তৃণমূলের দখলে। ২০২১ সালের ভোটে করণদিঘি, হেমতাবাদ, রায়গঞ্জ, কালিয়াগঞ্জে বিজেপি দখল পোক্ত করে। এদিকে, ইটাহার, কুমরাগঞ্জ, হরিরামপুর, কুশম-ি, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফারাক্কায় তৃণমূল জোরালো লড়াইতে গড় জিতে নিয়েছে। এদিকে, মুর্শিদাবাদ ও বরহমপুর কেন্দ্র বাদে গোটা মুর্শিদাবাদে দাপটে উড়ছে তৃণমূলের বিজয় পতাকা।

২০১৬ সালে উত্তর দিনাজপুরের ৯টির মধ্যে ৪টি আসন তৃণমূলের ছিল, ২টিতে বামেরা জয়ী, ৩টিতে ইউপিএ, দক্ষিণ দিনাজপুরে ৬টির মধ্যে ২টি পেয়েছে তৃণমূল কংগ্রেস, ৩টি বামেরা, ১টি ইউপিএ, মালদায় ১২টিতে ১টি তৃণমূল, ১টি বামেরা, ৮টি ইউপিএ, ১টি এনডিএ। মুর্শিদাবাদে ২২ আসনে ২০১৬ সালের ভোটে ৪টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বামেরা ৪টি, ১৪টি ইউপিএ জেতে।

দুবরাজপুরকে বাদ দিলে বীরভূমের গোটা মানচিত্রে রীতিমতো তৃণমূলের সাফল্য প্রমাণ হচ্ছে। মুরারই থেকে ময়ূরেশ্বর, সাঁইথিয়া, বোলপুর, রামপুরহাট, নানুর, লাভপুর, সাউড়িতে কেবলই তৃণমূল দাপট দেখিয়েছে। এছাড়াও মঙ্গলকোট থেকে বর্ধমান উত্তর, খন্ডঘোষ, মন্তেশ্বরে জয় পেয়েছে তৃণমূল। এদিকে, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পলের হাত ধরে বড় জয় পায় বিজেপি। এছাড়া, রঘুনাথপুর, পারা, পুরুলিয়া, বাঘমু-ি, জয়পুর, বলরামপুর, কাশীপুর, ছাতনা, শালতোড়, কুলটিতে বিজেপি দাপট ধরে রেখেছে। বাঁকুড়া, ওন্দা, বিষ্ণুপুর, সোনামুখী, ইন্দাস, কোতুলপুরে দাপট ধরে রেখেছে বিজেপি।

back to top