image

আজ জাপানে আঘাত হানবে ঘূর্ণিঝড় নেপারতাক

বুধবার, ২৮ জুলাই ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

জাপানের মূল ভূখণ্ডে আজ বুধবার আঘাত হানবে মৌসুমি ঝড় নেপারতক। এর প্রভাবে টোকিও এবং এর আশপাশের এলাকায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার আনুমানিক বিকেল ৩টার দিকে কেসেনুমা শহরের কাছে ঝড়টি আঘাত হানবে।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে টোকিওসহ আশপাশের এলাকায় গতকাল মঙ্গলবার তীব্র বাতাসসহ বৃষ্টি হয়। এই ঘূর্ণিঝড়ের কারণে টোকিও অলিম্পিকে ইতোমধ্যে আর্চারি ও সার্ফিংসহ বেশ কিছু খেলার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি