image

৬ মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কারের ঘোষণা দিল পাবজি মোবাইল

মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১
সংবাদ অনলাইন ডেস্ক

পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশীপ ২০২১-এর বিজয়ী দলকে ৬ মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার প্রদানের ঘোষণা দিয়েছে পাবজি মোবাইল। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি। সম্প্রতি অনুষ্ঠিত পাবজি মোবাইল ওয়ার্ল্ড ইনভিটেশনাল ২০২১ এ এই ঘোষণা দেওয়া হয়।

চলতি বছরের নভেম্বর থেকে শুরু হবে লীগ স্টেইজ এবং ২০২২ সালের জানুয়ারিতে হবে ফাইনাল। পাবজি মোবাইল প্রো লীগ এবং রিজনাল চ্যাম্পিয়নশীপ-এর বিভিন্ন দল সহ বিশে^র সেরা দলগুলো অংশগ্রহণ করতে যাচ্ছে টুর্নামেন্টটিতে। চ্যাম্পিয়নশীপের পুরষ্কার হিসেবে ৬ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে যা গত বছরের তুলনায় ৩ গুণ বেশি।

এর আগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে পাবজি মোবাইল ওয়ার্ল্ড ইনভিটেশনাল (পিএমডব্লিউআই) ২০২১। ৪ দিনব্যাপী হাড্ডা-হাড্ডি লড়াইয়ের পর পিএমডব্লিউআই ওয়েস্ট থেকে আলফা সেভেন ই-স্পোর্টস এবং পিএমডব্লিউআই ইস্ট থেকে ভ্যালডাস ই-স্পোর্টস দল দুটি জয়লাভ করে। টুর্নামেন্টটির পুরষ্কার হিসেবে ছিল ৩ মিলিয়ন মার্কিন ডলার।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি