image

আইভরি কোস্টে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
ডেস্ক রিপোর্ট

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার প্রতিবেশি বুরকিনা ফাসোর সঙ্গে সীমান্ত এলাকার কাছে হেলিকপ্টার টি বিধ্বস্ত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

আইভরি কোস্টের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‌হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

বুরকিনা ফাসোর সঙ্গে আইভরি কোস্টের সীমান্ত এলাকা গত কয়েক বছর ধরে ব্যাপক অস্থিতিশীল হয়ে উঠেছে। জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারী স্থানীয় ইসলামি চরমপন্থীরা সেখানে প্রায়ই হামলা চালিয়ে আসছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি