মায়ানমারের পদচ্যুত নেত্রী অং সাং সু চি অসুস্থ। এ কারণে সোমবার নির্ধারিত মামলার শুনানিতে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি।
সু চির আইনজীবীদের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
তারা জানান, মোশন সিকনেসের কারণে সু চির মাথা ঘোরার সমস্যা দেখা দিয়েছে।
আইনজীবী মিন মিন সোয়ে বলেন, ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করার পর জান্তা সরকার গণতন্ত্রপন্থি ৭৬ বছর বয়সি এ নেত্রীকে বিভিন্ন অভিযোগে বন্দি করে রেখেছে। দীর্ঘদিন ধরে গাড়িতে ভ্রমণ না করার কারণে তিনি অসুস্থবোধ করেন।
‘এটি খুব একটা গুরুতর অসুস্থতা নয়। তিনি কার সিকনেসে ভুগছিলেন। তিনি এ অনুভূতি সহ্য করতে পারেন না। তাই আমাদের বললেন, তিনি বিশ্রাম নিতে চান’, যোগ করেন মিন সোয়ে।
সু চির আইনজীবী দলের প্রধান খিন মং জাও বলেন, সু চি সোমবার শুনানিতে অংশ নিতে পারেননি। তিনি অসুস্থবোধ করছিলেন।
অবৈধ আমদানি, ওয়াকিটকি রাখা এবং করোনাভাইরাস প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজধানী নাইপিদোতে সু চির বিচার চলছে।
তার বিরুদ্ধে ঘুস নেওয়া, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে; যার কারণে বন্দি এ নেত্রীর ১৪ বছর পর্যন্ত জেল হতে পারে।
যদিও এ নোবেল বিজয়ীর আইনজীবীরা সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: ‘সিইও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করলো বাংলালিংকের প্রধান নির্বাহী৩
বিজ্ঞান ও প্রযুক্তি: নগদের মাধ্যমে মেট্রোরেলের কার্ড রিচার্জ সুবিধা
বিজ্ঞান ও প্রযুক্তি: ২০২৫ সালে পছন্দের তালিকায় ইনফিনিক্সের যেসব স্মার্টফোন
সারাদেশ: বরুড়ায় কৃষি উপকরণ বিতরণ
সারাদেশ: মোহনগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প