image

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৬

রোববার, ১০ অক্টোবর ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

রাশিয়ার তাতারস্তান অঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত ও ৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক সুরক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবেলা বিষয়ক মন্ত্রণালয়।

রোববার মেনজেলিনস্ক শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়; বিমানে ২০ প্যারাসুট জাম্পারের একটি দল ও দুজন ক্রু ছিলেন।

আহত ৬ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্বল্প দূরত্বে পরিবহনে সক্ষম দুই ইঞ্জিনবিশিষ্ট যে লেট এল-৪০০ টার্বুলেট বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি মেনজেলিনস্কের একটি এরোক্লাবের।

বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির সম্ভবত একটি ইঞ্জিন অকার্যকর হয়ে পড়েছিল বলে স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ।

হতাহত প্যারাসুট জাম্পারদের কয়েকজনের বিমানের কাছে দাঁড়িয়ে কিংবা বিমানের ভেতরে থাকা অবস্থায় বিভিন্ন সরঞ্জাম সঙ্গে নিয়ে তোলা একাধিক ছবি দেখিয়েছে রেন টিভি; ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ায় বিমান চলাচল নিরাপদ করতে নিয়মকানুন কঠোর করা হলেও দেশটির বিভিন্ন দুর্গম এলাকায় এখনও প্রায়ই বিমান দুর্ঘটনার খবর পাওয়া যায়।

গত মাসে রাশিয়ার দূর প্রাচ্যে পুরনো একটি আন্তোনভ এন-২৬ বিমান বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছিল।

জুলাইয়ে কামচাটকায় একটি দুই ইঞ্জিনবিশিষ্ট আন্তোনভ এন-২৬ টার্বোপ্রোপ বিমান বিধ্বস্ত হলে ২৮ আরোহীর সবাই মারা যায়।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি