image

ভোটের পরপরই আইসিইউতে চেক প্রেসিডেন্ট

সোমবার, ১১ অক্টোবর ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

গত শনিবার চেক প্রজাতন্ত্রের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের পর রোববার সকালে দেশটির নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিচের সঙ্গে আলোচনায় বসেন প্রেসিডেন্ট মিলোস জেমান। আলোচনার কিছুক্ষণ পরই মিলোস জেমান অসুস্থ হয়ে পড়েন। তাঁকে রাজধানী প্রাগের সেন্ট্রাল মিলিটারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৭৭ বছর বয়সী মিলোস জেমান ডায়াবেটিকে ভুগছিলেন।

এক বিবৃতিতে তাঁর চিকিৎসক মিরোস্লাভ জাভোরাল জানিয়েছেন, তিনি আগে থেকেই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। নতুন করে শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রেসিডেন্ট অফিস থেকে জানানো হয়েছে, এর আগে গত মাসে তিনি আট দিন হাসপাতালে ভর্তি ছিলেন।

প্রাগের পশ্চিমে লেনিতে প্রেসিডেন্ট প্যালেসের বাইরে থেকে ধারণকৃত ভিডিওতে দেখা গেছে, একটি অ্যাম্বুলেন্স পুলিশ এসকর্ট ও কয়েকটি লিমোজিন নিয়ে কম্পাউন্ড থেকে বেরিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বাবিস ও তার এএনও পার্টি চার বছর ক্ষমতায় থাকার পর আগাম নির্বাচনের ডাক দেয়। কিন্তু শনিবার অনুষ্ঠিত ভোটে অপ্রত্যাশিতভাবে মধ্য ডানপন্থি জোট স্পোলুর কাছে হেরে যায়। নির্বাচনে স্পোলু ২৭ দশমিক ৮ শতাংশ এবং এএনও ২৭ দশমিক ১ শতাংশ ভোট পায়।

সরকার গঠন করার জন্য তারা উদারনৈতিক পাইরেটস/মেয়রস জোটের সঙ্গে আলোচনা করছে বলে ঘোষণা করে স্পোলু। পার্লামেন্টের নিম্নকক্ষের ২০০ আসনের মধ্যে এই দুই জোটের নিয়ন্ত্রণে আছে ১০৮টি।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি