সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার, ১৩ অক্টোবর ২০২১

আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার দেখা মিলল হংকংয়ে

image

আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার দেখা মিলল হংকংয়ে

বুধবার, ১৩ অক্টোবর ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে হংকংয়ে দেখা গেছে। সাম্প্রতিক দিনগুলোয় সেখানে তিনি ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক করেছেন। ব্যবসা ও তাঁর বিরুদ্ধে চীনা নিয়ন্ত্রক সংস্থার নানা পদক্ষেপের পর থেকেই জ্যাক মাকে জনসমক্ষে তেমন একটা দেখা যাচ্ছিল না। দুটি সূত্রের বরাত দিয়ে এবার তাঁকে হংকংয়ে দেখা যাওয়ার খবরটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনা এ ধনকুবের গত বছরের অক্টোবরে সাংহাইয়ে চীনের আর্থিক নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করে বক্তব্য দেন। এ বক্তব্য দেওয়ার কারণে নিজ দেশেই সরকারের খড়্গের মুখে পড়ে তাঁর প্রতিষ্ঠান আলিবাবা ও অ্যান্ট। এতে বেশ কয়েকটি ঘটনা ঘটে। অ্যান্ট গ্রুপের বিপুল আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) স্থগিত করা হয়। এরপর জনসমক্ষে আসা একপ্রকার বন্ধই করে দিয়েছিলেন জ্যাক মা। মাঝে দু–একবার তাঁকে চীনে দেখা গেছে। এবার তাঁর দেখা মিলল হংকংয়ে।

ওই ঘটনার পর অনেক দিন জনসমক্ষে না আসায় গুঞ্জন ছড়িয়ে পড়ে, জ্যাক মা নিখোঁজ হয়েছেন। তবে এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, গত বছরের অক্টোবরের ওই ঘটনার পর প্রথমবার জ্যাক মা এখন এশিয়ার বাণিজ্যিক কেন্দ্র হংকং সফরে রয়েছেন । এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে আলিবাবার সঙ্গে যোগাযোগ করা হয়। তবে সাড়া মেলেনি। রয়টার্স বলছে, যখন জানতে চাওয়া হয়েছে, তখন অবশ্য কোম্পানির ব্যবসায়িক কর্মঘণ্টা শেষ হয়েছে। এ কারণেই হয়তো আলিবাবার কাছ থেকে তাৎক্ষণিক কোনো সাড়া মেলেনি। তবে জ্যাক মা যে হংকংয়ে—এ তথ্য এসেছে কোম্পানিটির দুজন কর্মীর কাছ থেকেই। তাঁরা তাঁদের পরিচয় প্রকাশে অপারগতা জানিয়েছেন।

একসময় চীনের সবচেয়ে বিখ্যাত ও স্পষ্টভাষী উদ্যোক্তা জ্যাক মা এখন হংকংয়ে রয়েছেন—তা নিশ্চিত করে সূত্র দুটি জানিয়েছে, গত সপ্তাহে তিনি ‘অল্প কয়েকজন’ ব্যবসায়িক সহযোগীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের সঙ্গে খাবারের বিষয়ে জ্যাক মার কথা হয়েছে বলেও জানিয়েছে সূত্র দুটি।

জ্যাক মা বেশির ভাগ সময় চীনের পূর্বাঞ্চলীয় শহর হাংঝুতে থাকেন। সেখান থেকেই নিজের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন তিনি। হাংঝুতেই তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের সদর দপ্তর। সাবেক ব্রিটিশ কলোনিতে তাঁর বিলাসবহুল একটি বাড়ি রয়েছে। কোম্পানির কিছু ব্যবসায়িক কার্যক্রমও সেখান থেকে পরিচালিত হয়। আলিবাবা নিউইয়র্কের বাইরে হংকংয়ের পুঁজিবাজারেও তালিকাভুক্ত কোম্পানি।

একসময় ইংরেজির শিক্ষক ছিলেন জ্যাক মা। নিখোঁজ হওয়ার তিন মাস পর গত জানুয়ারিতে প্রকাশ্যে আসেন তিনি। ভিডিও লিংকের মাধ্যমে একদল শিক্ষকের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তখন তাঁকে প্রকাশ্যে দেখা যায়। এতে তাঁর নিখোঁজের বিষয়ে দেখা দেওয়া গুঞ্জনের অবসান ঘটে। জ্যাক মা প্রকাশ্যে আসার পরপরই পোয়াবারো হয় তাঁর কোম্পানির। এক লাফে আলিবাবার শেয়ারের মূল্য অনেকটা বেড়ে যায়।

এরপর গত মে মাসে জ্যাক মাকে আবার দেখা যায়। এবার ভার্চ্যুয়ালি নয়, প্রকাশ্যে আসেন তিনি। হাজির হন আলিবাবার হাংঝু ক্যাম্পাসে; যদিও তাঁকে সেখানে তেমন একটা দেখা যায় না। কোম্পানির একাধিক সূত্র তখন জানায়, আলিবাবার কর্মী ও তাঁদের পরিবারকে নিয়ে কোম্পানির বার্ষিক আয়োজন ‘আলি ডে’তে যোগ দিতেই মূলত হাংঝুতে যান জ্যাক মা।

গত সেপ্টেম্বরে জ্যাক মার কিছু ছবি প্রকাশিত হয়। দেখা যায়, জ্যাক মা গেছেন চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝেঝিয়াংয়ে। এখান থেকেই আলিবাবা ও তাদের সহযোগী আর্থিক সেবাদাতা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের যাত্রা শুরু। তখন তাঁকে সেখানে কয়েকটি কৃষিজাত গ্রিনহাউস পরিদর্শন করতে দেখা যায়। তাঁর সেসব ছবি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

আলিবাবা ও তাদের প্রযুক্তি ব্যবসায় প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর ওপর চীনের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিভিন্ন কারণে ব্যাপক নিয়ন্ত্রণ আরোপ করছে। এর মধ্যে তাদের একচেটিয়া ব্যবসার ওপর সরকারি নিয়ন্ত্রণ থেকে শুরু করে ভোক্তা অধিকারের মতো নানা বিষয় রয়েছে। একচেটিয়া ব্যবসার জন্য সরকার কর্তৃক বেঁধে দেওয়া নিয়ম ভাঙার কারণে এ বছরের এপ্রিলে ই-কমার্স জায়ান্ট আলিবাবাকে রেকর্ড ২৭৫ কোটি ডলার জরিমানাও করা হয়।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

» ইমরান খান সম্পর্কে সামরিক বাহিনীর অভিযোগ হাস্যকর : পিটিআই

» ব্রোঞ্জ যুগের শহরের সন্ধান

» ইউক্রেনে আবারও বড় আকারে বিমান হামলা শুরু রাশিয়ার

» ইসরায়েলকে সরতে বলল কাতার-মিসর-তুরস্ক ও সৌদি

» পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

» ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’, ‘আত্মকেন্দ্রিক’ বললো পাকিস্তানের সেনাবাহিনী

» কেউ আমাদের থামাতে পারবে না: বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর হুমায়ূন

» ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার দাবি পাকিস্তান নিরাপত্তা বাহিনীর, অভিনন্দন শাহবাজের

» ইউক্রেনজুড়ে বিদ্যুৎ ও পরিবহন খাতে রুশ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

» তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১

» ট্রাম্পের হস্তক্ষেপেও থামেনি কঙ্গো-রুয়ান্ডা লড়াই

» খাইবার পাখতুনখাওয়ায় ভারত–সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত: আইএসপিআর

» মানসিকভাবে ‘অস্থির’ ও ‘অসুস্থ্য‘: ইমরান, তার দল ও পাকিস্তান সেনাবাহিনীর পাল্টাপাল্টি

» আরও দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

» আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনী প্রধান

» আন্তর্জাতিক তহবিল কমায় চলতি বছর শিশুমৃত্যু বাড়তে পারে ২ লাখের বেশি

» যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ, নতুন উদ্বেগ

» দনবাস থেকে ইউক্রেন বাহিনী না সরলে ওই অঞ্চল দখলের ঘোষণা

» ক্ষমতাধর পুতিন ভারত সফরে-দিল্লি কী চায়, কী হারাতে পারে

» ট্রাম্পকে ইউরোপের শত্রু মনে করে অর্ধেক ইউরোপীয়, বলছে জরিপ