image

তাইওয়ানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু, আহত ৪১

সংবাদ অনলাইন রিপোর্ট

তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর কাওসিউংয়ে একটি আবাসিক ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বশাসিত দ্বীপটির সরকার। এ ঘটনায় আরও ৪১ জন আহত হয়েছে।

কাওসিউংয়ের ইয়ানচেং জেলার ৪০ বছরের পুরনো ওই ভবনটিতে বৃহস্পতিবার দিবাগত রাতে আগুন লাগে, ভোরের দিকে তা নিয়ন্ত্রণে আসে। সূত্র: রয়টার্স।

কাওসিউংয়ের দমকল বিভাগ এক বিবৃতিতে জানায়, আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনে তল্লাশি চালিয়ে ৪৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ভবনটির একাংশ পরিত্যক্ত ছিল, সেখানে আগে রেস্তোরাঁ, কারাওকে লাউঞ্জ ও সিনেমা হল ছিল বলে জানিয়েছেন মেয়র চেন চি-মাই।

কী কারণে আগুন লেগেছে, কেউ লাগিয়ে দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দ্বীপটির সরকার।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি