alt

করোনার টিকা পেতে প্রতিযোগিতায় বিশ্ব নেতারা

সংবাদ ডেস্ক : শুক্রবার, ২২ মে ২০২০

করোনাভাইরাস মহামারীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশ্ব নেতারা। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সোয়া তিন লাখের বেশি মানুষের। এমন পরিস্থিতিতে বিশ্ব নেতারা কোভিড-১৯-এর টিকাকেই স্থবির অর্থনীতি পুনরায় সচল করতে মূল চাবিকাঠি হিসেবে বিবেচনা করছেন। এতে করে টিকা প্রাপ্তির জন্য বৈশ্বিক প্রতিযোগিতা শুরুর কাছাকাছি পৌঁছে গেছেন তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা ওঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন কার্যকর টিকা উদ্ভাবিত না হলেও যুক্তরাষ্ট্র এরই মধ্যে সম্ভাব্য টিকার ৩০ কোটি ডোজ প্রাপ্তির জন্য ব্রিটিশ কোম্পানি আস্ট্রাজেনেকা’র সঙ্গে চুক্তি করেছে। এজন্য কোম্পানিটিকে ১২০ কোটি ডলারের তহবিল দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এছাড়া সম্ভাব্য টিকা পেতে জনসন অ্যান্ড জনসন, মডার্না ও সানোফি’র সঙ্গেও চুক্তি করেছে দেশটি। এতে করে আশঙ্কা জাগছে, প্রথমে ধনী দেশগুলো নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করবে। এই মাসের শুরুতে ফরাসি সরকারের তোপের মুখে পড়েছিলেন সানোফি’র প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বলেছিলেন, তাদের উৎপাদিত টিকা প্রথমেই পাবে যুক্তরাষ্ট্র। কারণ দেশটি আর্থিকভাবে তাদের গবেষণায় সহযোগিতা করেছে। ফরাসি প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ বলেছিলেন, সবার টিকার প্রাপ্যতার বিষয়টি নিয়ে কোন আলোচনা হতে পারে না। এরপরই সানোফির চেয়ারম্যান সবার জন্য টিকার সমান প্রাপ্যতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ ওষুধ নির্মাতা আস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তির বিষয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে টিকা চিকিৎসাবিদ্যা ক্ষেত্রে আমাদের অনেক কিছুই হচ্ছে। আগামী এক বা দুই সপ্তাহে এক্ষেত্রে আপনারা বড় ধরনের ঘোষণা পেতে পারেন। মিশিগানে ফোর্ড মোটর কোম্পানির কারখানা পরিদর্শনের সময় ট্রাম্প আরও বলেছেন, দ্রুত ১৫০ থেকে ২৫০ মিলিয়ন টিকা দিতে সক্ষমতা অর্জনের জন্য মার্কিন সেনাবাহিনী প্রস্তুত হচ্ছে।

আস্ট্রাজেনেকা জানিয়েছে, তারা বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও অংশীদারদের সঙ্গে আলোচনা চালাচ্ছে টিকার প্রাপ্যতা ও উৎপাদন নিয়ে। এছাড়া বিভিন্ন সংস্থার সঙ্গেও আলোচনা হচ্ছে টিকার ন্যায্য বরাদ্দ ও বিতরণের জন্য। কোম্পানির প্রধান নির্বাহী পাসকেল সোরিয়ট বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারকে তাদের গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য ধন্যবাদ জানাতে চাই। এতে করে টিকার উদ্ভাবন ও উৎপাদন গতি পেয়েছে। যুক্তরাজ্যের ক্যামব্রিজভিত্তিক আস্ট্রাজেনেকা জানিয়েছে, এরই মধ্যে ৪০ কোটি টিকার ডোজ বিক্রির চুক্তি তারা সম্পন্ন করেছে এবং ১০০ কোটি ডোজ উৎপাদনের সামর্থ্য রয়েছে তাদের। সেপ্টেম্বরে প্রথম সরবরাহ শুরু হবে। আস্ট্রাজেনেকা ব্রিটেনের মানুষকে ১০ কোটি ডোজ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং সেপ্টেম্বরের মধ্যে ৩ কোটি ডোজ প্রদান করবে। ব্রিটিশ মন্ত্রীদের কোম্পানিটি জানিয়েছে, যুক্তরাজ্যই তাদের প্রথম টিকা পাবে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশ করোনার ভ্যাকসিন বানাতে পারলে তা হবে একটি আন্তর্জাতিক পণ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ৭৩তম অধিবেশনের শুরুর দিনের ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর মানুষরা যেন ভ্যাকসিন থেকে বঞ্চিত না হয়, বেইজিং তা নিশ্চিত করতে চায়। এর আগে ইউরোপীয় ইউনিয়ন ও নরওয়ে যৌথভাবে করোনা মহামারী মোকাবিলায় তহবিল সংগ্রহের উদ্যোগ নেয়া হয়। এই আন্তর্জাতিক উদ্যোগের লক্ষ্য হলো, গবেষণার পাশাপাশি ধনী-দরিদ্র নির্বিশেষে সব দেশে টিকা ও চিকিৎসা সামগ্রী বণ্টনের জন্য প্রাথমিকভাবে ৮২০ কোটি ডলার সংগ্রহ করবেন বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্র অবশ্য সেই তহবিলে অর্থ দিতে অস্বীকার করেছে। ইউরোপীয় ইউনিয়ন চায় সব দেশের জন্য টিকা পাওয়ার সমান সুযোগ থাকতে হবে। ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র স্টিফান ডি কির্সমায়েকার বলেছেন, কোভিড-১৯ এর টিকা বৈশ্বিক জনগণের পণ্য এবং প্রাপ্যতা সমান ও সর্বজনীন হওয়া উচিত।

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউট করোনার টিকা উৎপাদনের জন্য তাদের একটি কারখানাকে উৎসর্গ করেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি উদ্ভাবিত ও আস্ট্রাজেনেকার লাইসেন্সপ্রাপ্ত টিকাটির বার্ষিক ৪০ কোটি ডোজ উৎপাদন করতে পারবে তারা। আস্ট্রাজেনেকার সঙ্গে আলোচনা চলছে জানিয়ে কোম্পানিটির প্রধান নির্বাহী আদার পানোওয়ালা বলেছেন, আমরা শুরুতে প্রতি মাসে ৪০ থেকে ৫০ লাখ ডোজ উৎপাদনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আস্ট্রাজেনেকার এজেডডি ১২২২ টিকার নিরাপত্তা, প্রতিরোধ ক্ষমতা ও কার্যকারিতা পরীক্ষার জন্য গত মাসে সহস্রাধিক মানুষের দেহে প্রথম/দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। দক্ষিণ ইংল্যান্ডের ১৮ থেকে ৫৫টি পরীক্ষা কেন্দ্রে পরিচালিত এই ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল শীঘ্রই পাওয়া যাবে। আস্ট্রাজেনেকা জানিয়েছে, আমরা জানি যে টিকাটি কার্যকর নাও হতে পারে। তবু আমরা দ্রুততার সঙ্গে ক্লিনিক্যাল কর্মসূচি বাস্তবায়ন করছি ও উৎপাদনের ঝুঁকি নিচ্ছি। অন্যান্য ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও সানোফি টিকা উদ্ভাবনের বিভিন্ন পর্যায়ে রয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক ইনোভিও ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, তাদের পরীক্ষামূলক টিকা ইঁদুর ও গিনিপিকে অ্যান্টিবডি ও রোগ প্রতিরোধ গড়ে তুলতে সমর্থ হয়েছে। আর এই সপ্তাহে মডার্না জানিয়েছে, আট স্বেচ্ছাসেবীর দেহে এ টিকা প্রয়োগের ফল ইতিবাচক হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোও সফল হলে আগামী জানুয়ারি নাগাদ এ টিকা সর্বসাধারণের কাছে পৌঁছে দেয়া যাবে বলে আশা করছে কোম্পানিটি।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ছাড়িয়ে গেছে। কার্যকর কোন ওষুধ না থাকায় এই মহামারী মোকাবিলায় টিকার উপরই ভরসা করতে চাচ্ছে বিশ্বের অধিকাংশ দেশ। সরকার, ওষুধ নির্মাতা ও গবেষকরা প্রায় ১০০টি টিকা উদ্ভাবন কর্মসূচি নিয়ে কাজ করছে। বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুসারে, নিরাপদ ও কার্যকর রোগ প্রতিরোধী টিকা উদ্ভাবনে ১২-১৮ সময় লাগতে পারে। এর মধ্যে মাত্র কয়েকটি টিকার মানবদেহে পরীক্ষা হয়েছে। এই পর্যায়ে টিকার নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা করা হয়। বেশিরভাগ টিকাই এই পর্যায়ে আসতে ব্যর্থ হয়েছে।

ভারতে মাটিচাপা দেয়া কন্যাশিশু উদ্ধার, বাঁচিয়ে রাখার চেষ্টা চিকিৎসকদের

ছবি

বন্যা, দুর্নীতি আর ‘নেপো বেবি’দের নিয়ে ক্ষোভ ফিলিপাইনেও

ছবি

ভারত-পাকিস্তানসহ ২৩ দেশকে ‘প্রধান মাদক পাচারকারী’ বললেন ট্রাম্প

ছবি

এমপিদের নতুন গাড়ি ও বাড়তি সুবিধার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পূর্ব তিমুর

ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে পিটিশন ইসরায়েলে

ছবি

আক্রান্ত হলে পরস্পরকে রক্ষা করবে সৌদি আরব-পাকিস্তান

ছবি

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প

ছবি

নেপালে জেন-জিরা কেন প্রবীণ প্রধানমন্ত্রী বেছে নিল

ছবি

সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা হবে ‘উভয়ের ওপর আক্রমণ’

ছবি

গাজায় দুই বছরের যুদ্ধে মৃত্যু ছাড়াল ৬৫ হাজার

ছবি

ছয় মাসের মধ্যে নির্বাচন করে ‘মুক্ত’ হতে চান নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

ছবি

তেল বিক্রি বন্ধে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র

ছবি

মায়ানমারে ১২১টি আসনে হবে না ভোটগ্রহণ, ঘোষণা নির্বাচন কমিশনের

ছবি

দ্বিতীয়বার রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য গেলেন ট্রাম্প

ছবি

গাজায় এবার স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, হত্যাযজ্ঞ চলছে

ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন

ছবি

দক্ষিণ এশিয়াই কি জেন জি বিপ্লবের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে?

ছবি

গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের প্রমাণ বাড়ছে: জাতিসংঘ

ছবি

ওএবার ইউরোপকে তাড়িয়ে বেড়ানোর হুমকি রাশিয়ার

ছবি

গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল : জাতিসংঘের তদন্ত কমিশন

ছবি

মুসলিম বিশ্ব নেটোর আদলে সামরিক বাহিনী গঠনে একমত

ছবি

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন

ছবি

ভেনেজুয়েলার মাদকবাহী জলযানে মার্কিন হামলা, নিহত ৩

ছবি

ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে মুসলিম দেশগুলোকে যৌথ সামরিক জোটের আহ্বান ইরাকের প্রধানমন্ত্রীর

ছবি

ইউরোপকে সতর্ক করল রাশিয়া

ছবি

ওয়াকফ সংশোধনী আইন স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট

ছবি

তালেবান সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে জার্মানি

ছবি

১০ হাজার ইসরায়লি সেনাকে মানসিক রোগের চিকিৎসা দেওয়া হয়েছে

ছবি

দ্বিরাষ্ট্রীয় সমাধানে বিপুল সমর্থন, নারাজ যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ছবি

নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে আবারও রাস্তায় জেন জি

ছবি

নেপালে বিক্ষোভে সহিংসতা: নিহত ৭২, আহত দুই হাজারের বেশি

ছবি

তেল কেনা বন্ধ করলেই রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা

ছবি

যুক্তরাষ্ট্রে চার্লি কার্কের সমালোচনাকারীদের ওপর ক্ষুব্ধ আইনপ্রণেতারা

ছবি

যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার মহড়া ‘খারাপ পরিণতি’ ডেকে আনবে

ছবি

লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভে এক লাখের বেশি মানুষ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ছবি

গাজা ছেড়েছে আরও আড়াই লাখ মানুষ

tab

করোনার টিকা পেতে প্রতিযোগিতায় বিশ্ব নেতারা

সংবাদ ডেস্ক

শুক্রবার, ২২ মে ২০২০

করোনাভাইরাস মহামারীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশ্ব নেতারা। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সোয়া তিন লাখের বেশি মানুষের। এমন পরিস্থিতিতে বিশ্ব নেতারা কোভিড-১৯-এর টিকাকেই স্থবির অর্থনীতি পুনরায় সচল করতে মূল চাবিকাঠি হিসেবে বিবেচনা করছেন। এতে করে টিকা প্রাপ্তির জন্য বৈশ্বিক প্রতিযোগিতা শুরুর কাছাকাছি পৌঁছে গেছেন তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা ওঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন কার্যকর টিকা উদ্ভাবিত না হলেও যুক্তরাষ্ট্র এরই মধ্যে সম্ভাব্য টিকার ৩০ কোটি ডোজ প্রাপ্তির জন্য ব্রিটিশ কোম্পানি আস্ট্রাজেনেকা’র সঙ্গে চুক্তি করেছে। এজন্য কোম্পানিটিকে ১২০ কোটি ডলারের তহবিল দিচ্ছে ট্রাম্প প্রশাসন। এছাড়া সম্ভাব্য টিকা পেতে জনসন অ্যান্ড জনসন, মডার্না ও সানোফি’র সঙ্গেও চুক্তি করেছে দেশটি। এতে করে আশঙ্কা জাগছে, প্রথমে ধনী দেশগুলো নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করবে। এই মাসের শুরুতে ফরাসি সরকারের তোপের মুখে পড়েছিলেন সানোফি’র প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বলেছিলেন, তাদের উৎপাদিত টিকা প্রথমেই পাবে যুক্তরাষ্ট্র। কারণ দেশটি আর্থিকভাবে তাদের গবেষণায় সহযোগিতা করেছে। ফরাসি প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ বলেছিলেন, সবার টিকার প্রাপ্যতার বিষয়টি নিয়ে কোন আলোচনা হতে পারে না। এরপরই সানোফির চেয়ারম্যান সবার জন্য টিকার সমান প্রাপ্যতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ ওষুধ নির্মাতা আস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তির বিষয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে টিকা চিকিৎসাবিদ্যা ক্ষেত্রে আমাদের অনেক কিছুই হচ্ছে। আগামী এক বা দুই সপ্তাহে এক্ষেত্রে আপনারা বড় ধরনের ঘোষণা পেতে পারেন। মিশিগানে ফোর্ড মোটর কোম্পানির কারখানা পরিদর্শনের সময় ট্রাম্প আরও বলেছেন, দ্রুত ১৫০ থেকে ২৫০ মিলিয়ন টিকা দিতে সক্ষমতা অর্জনের জন্য মার্কিন সেনাবাহিনী প্রস্তুত হচ্ছে।

আস্ট্রাজেনেকা জানিয়েছে, তারা বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও অংশীদারদের সঙ্গে আলোচনা চালাচ্ছে টিকার প্রাপ্যতা ও উৎপাদন নিয়ে। এছাড়া বিভিন্ন সংস্থার সঙ্গেও আলোচনা হচ্ছে টিকার ন্যায্য বরাদ্দ ও বিতরণের জন্য। কোম্পানির প্রধান নির্বাহী পাসকেল সোরিয়ট বলেন, আমরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারকে তাদের গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য ধন্যবাদ জানাতে চাই। এতে করে টিকার উদ্ভাবন ও উৎপাদন গতি পেয়েছে। যুক্তরাজ্যের ক্যামব্রিজভিত্তিক আস্ট্রাজেনেকা জানিয়েছে, এরই মধ্যে ৪০ কোটি টিকার ডোজ বিক্রির চুক্তি তারা সম্পন্ন করেছে এবং ১০০ কোটি ডোজ উৎপাদনের সামর্থ্য রয়েছে তাদের। সেপ্টেম্বরে প্রথম সরবরাহ শুরু হবে। আস্ট্রাজেনেকা ব্রিটেনের মানুষকে ১০ কোটি ডোজ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং সেপ্টেম্বরের মধ্যে ৩ কোটি ডোজ প্রদান করবে। ব্রিটিশ মন্ত্রীদের কোম্পানিটি জানিয়েছে, যুক্তরাজ্যই তাদের প্রথম টিকা পাবে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশ করোনার ভ্যাকসিন বানাতে পারলে তা হবে একটি আন্তর্জাতিক পণ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ৭৩তম অধিবেশনের শুরুর দিনের ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর মানুষরা যেন ভ্যাকসিন থেকে বঞ্চিত না হয়, বেইজিং তা নিশ্চিত করতে চায়। এর আগে ইউরোপীয় ইউনিয়ন ও নরওয়ে যৌথভাবে করোনা মহামারী মোকাবিলায় তহবিল সংগ্রহের উদ্যোগ নেয়া হয়। এই আন্তর্জাতিক উদ্যোগের লক্ষ্য হলো, গবেষণার পাশাপাশি ধনী-দরিদ্র নির্বিশেষে সব দেশে টিকা ও চিকিৎসা সামগ্রী বণ্টনের জন্য প্রাথমিকভাবে ৮২০ কোটি ডলার সংগ্রহ করবেন বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্র অবশ্য সেই তহবিলে অর্থ দিতে অস্বীকার করেছে। ইউরোপীয় ইউনিয়ন চায় সব দেশের জন্য টিকা পাওয়ার সমান সুযোগ থাকতে হবে। ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র স্টিফান ডি কির্সমায়েকার বলেছেন, কোভিড-১৯ এর টিকা বৈশ্বিক জনগণের পণ্য এবং প্রাপ্যতা সমান ও সর্বজনীন হওয়া উচিত।

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিউট করোনার টিকা উৎপাদনের জন্য তাদের একটি কারখানাকে উৎসর্গ করেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি উদ্ভাবিত ও আস্ট্রাজেনেকার লাইসেন্সপ্রাপ্ত টিকাটির বার্ষিক ৪০ কোটি ডোজ উৎপাদন করতে পারবে তারা। আস্ট্রাজেনেকার সঙ্গে আলোচনা চলছে জানিয়ে কোম্পানিটির প্রধান নির্বাহী আদার পানোওয়ালা বলেছেন, আমরা শুরুতে প্রতি মাসে ৪০ থেকে ৫০ লাখ ডোজ উৎপাদনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আস্ট্রাজেনেকার এজেডডি ১২২২ টিকার নিরাপত্তা, প্রতিরোধ ক্ষমতা ও কার্যকারিতা পরীক্ষার জন্য গত মাসে সহস্রাধিক মানুষের দেহে প্রথম/দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। দক্ষিণ ইংল্যান্ডের ১৮ থেকে ৫৫টি পরীক্ষা কেন্দ্রে পরিচালিত এই ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল শীঘ্রই পাওয়া যাবে। আস্ট্রাজেনেকা জানিয়েছে, আমরা জানি যে টিকাটি কার্যকর নাও হতে পারে। তবু আমরা দ্রুততার সঙ্গে ক্লিনিক্যাল কর্মসূচি বাস্তবায়ন করছি ও উৎপাদনের ঝুঁকি নিচ্ছি। অন্যান্য ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও সানোফি টিকা উদ্ভাবনের বিভিন্ন পর্যায়ে রয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক ইনোভিও ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, তাদের পরীক্ষামূলক টিকা ইঁদুর ও গিনিপিকে অ্যান্টিবডি ও রোগ প্রতিরোধ গড়ে তুলতে সমর্থ হয়েছে। আর এই সপ্তাহে মডার্না জানিয়েছে, আট স্বেচ্ছাসেবীর দেহে এ টিকা প্রয়োগের ফল ইতিবাচক হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোও সফল হলে আগামী জানুয়ারি নাগাদ এ টিকা সর্বসাধারণের কাছে পৌঁছে দেয়া যাবে বলে আশা করছে কোম্পানিটি।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ছাড়িয়ে গেছে। কার্যকর কোন ওষুধ না থাকায় এই মহামারী মোকাবিলায় টিকার উপরই ভরসা করতে চাচ্ছে বিশ্বের অধিকাংশ দেশ। সরকার, ওষুধ নির্মাতা ও গবেষকরা প্রায় ১০০টি টিকা উদ্ভাবন কর্মসূচি নিয়ে কাজ করছে। বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুসারে, নিরাপদ ও কার্যকর রোগ প্রতিরোধী টিকা উদ্ভাবনে ১২-১৮ সময় লাগতে পারে। এর মধ্যে মাত্র কয়েকটি টিকার মানবদেহে পরীক্ষা হয়েছে। এই পর্যায়ে টিকার নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা করা হয়। বেশিরভাগ টিকাই এই পর্যায়ে আসতে ব্যর্থ হয়েছে।

back to top