image

১৮-র নিচে, পঞ্চাশোর্ধ্ব বিদেশিরা পাবে না ওমরাহ করার অনুমতি

শনিবার, ২০ নভেম্বর ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশি মুসলমানদের জন্য বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশটি এখন ১৮-র নিচে এবং পঞ্ঝাশোর্ধ্ব কাউকে ওমরাহ করার অনুমতি দেবে না বলে জানিয়েছে গালফ নিউজ।

ওমরাহ করতে ইচ্ছুক বিদেশিদের সংখ্যা সীমিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেবল তাই নয়, দেশটিতে ভ্রমণের আগে বিদেশি মুসলমানদের অবশ্যই সৌদি আরব অনুমোদিত কোভিড-১৯ টিকার সব ডোজ নেওয়া থাকতে হবে এবং ইলেকট্রনিক এন্ট্রি ভিসা পেতে সেই টিকা নেওয়ার সনদ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমাও দিতে হবে, বলেছে দেশটির ওমরাহ ও হজ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টি সম্প্রতি এতমারনা ও তাওয়াক্কালনা নামের দুটি স্বাস্থ্য বিষয়ক অ্যাপের মাধ্যমে ওমরাহ করতে আসা বিদেশিদের মক্কার গ্র্যান্ড মসজিদে নানান আনুষ্ঠানিকতা পালন ও মদিনার মসজিদে নববীতে নামাজ পড়ার সুবিধা চালু করেছে।

দেশটির নাগরিক ও মুসল্লিদেরও একইভাবে অনুমতি নিতে হচ্ছে; তাদেরকে শিশুদের নিয়ে গ্র্যান্ড মসজিদে যেতে মানাও করা হয়েছে।

সংক্রমণ কমে স্থিতিশীল পর্যায়ে আসার পর গত মাসে সৌদি আরব তাদের কোভিড-১৯ সংক্রান্ত অনেক বিধিনিষেধই শিথিল করেছিল।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি