image

কক্সবাজারে টিএমজিবির বার্ষিক পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

শীতের মনোরম আবহাওয়ায় উৎসবমুখর পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর বার্ষিক পারিবারিক মিলনমেলা। গত ১১-১৩ ডিসেম্বর তিন দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনটির সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন।

‘টিএমজিবি পিকনিক ২০২৫’ শীর্ষক এই আয়োজনে অংশগ্রহণকারীরা অবস্থান করেন কক্সবাজারের পাঁচ তারকা হোটেল সিগালে। সেখানে নানা বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে সময় কাটান সদস্য ও তাদের পরিবার। মিলনমেলার অংশ হিসেবে অংশগ্রহণকারীরা কক্সবাজারের নীল সমুদ্র ও বালিয়াড়িতে পরিবারসহ সময় কাটান।

আয়োজন প্রসঙ্গে টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, ‘আমরা সবসময় আমাদের সদস্য ও তাদের পরিবারের জন্য ভিন্নধর্মী আয়োজনের চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবারের বার্ষিক পারিবারিক মিলনমেলার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সদস্য ও তাদের পরিবারের জন্য আরও নতুন ও আকর্ষণীয় আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’ তিনি এবারের আয়োজনে পৃষ্ঠপোষকতা করা প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতেও টিএমজিবির কার্যক্রমে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

টিএমজিবি পিকনিক ২০২৫ আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, আইস্মার্টু টেকনোলজি বাংলাদেশ লিমিটেড, শাওমি টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড, মাস্টারকার্ড বাংলাদেশ, আম্বার আইটি লিমিটেড, হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড, ভিভো বাংলাদেশ, অপো বাংলাদেশ, এডিসন গ্রুপ, রিয়েলমি বাংলাদেশ, ইউএস বাংলা এয়ারলাইনস, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড, রাইজআপ ল্যাবস, স্টার টেক লিমিটেড, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), ফুডপ্যান্ডা বাংলাদেশ, দ্য কাউ কোম্পানি, প্রিয়শপ, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম প্রাইভেট লিমিটেড, কনসিটো পিআর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিনেসিস আইটি লিমিটেড, এক্সেল টেকনোলজিস লিমিটেড, সিঙ্গুলারিটি, কোলোসিটি এবং ওয়ালটন। উৎসবমুখর এই আয়োজনের মধ্য দিয়ে টিএমজিবির সদস্যদের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি