দেশের গন্ডি পেরিয়ে ব্রডকাস্ট টেকনোলজিতে আন্তর্জাতিক মাইলফলক অর্জন করেছেন প্রযুক্তিবিদ সালাউদ্দিন সেলিম (মো. সালাউদ্দিন মিয়া)। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সোসাইটি অব ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারস (এসবিএই) থেকে সার্টিফায়েড ব্রডকাস্ট টেকনোলজিস্ট (সিবিটি) সার্টিফিকেশন অর্জন করে বাংলাদেশের প্রথম প্রার্থী হিসেবে এই মর্যাদা লাভ করেছেন।
সালাউদ্দিন সেলিম ২০২৫ সালের ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে সিবিটি পরীক্ষায় অংশ নেন এবং ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে এর ফলাফল ও সার্টিফিকেট প্রদান করা হয়। বিশ্বব্যাপী স্বীকৃত এই সার্টিফিকেট অর্জনের জন্য এসবিই কর্তৃক আয়োজিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এই টেকনিক্যাল সার্টিফিকেশন বিশ্বজুড়ে ব্রডকাস্ট, মিডিয়া, আইপি-বেজড প্রোডাকশন, ট্রান্সমিশন ও ডিজিটাল মিডিয়া ইন্ডাস্ট্রিতে অত্যন্ত মূল্যায়িত।
এসবিই এর বিশ্বব্যাপী সহযোগী সংস্থা রয়েছে, যেমন জর্জিয়ার ইনকর্পোরেশন অব ইস্টার্ন ইউরোপিয়ান ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার্স, যা সার্টিফিকেশন প্রক্রিয়ায় আন্তর্জাতিক অ্যাক্সেসে সহায়তা করে এবং সিবিটি সার্টিফিকেশন একটি বিশ্বব্যাপী স্বীকৃত মান কারণ এটি সম্প্রচার প্রযুক্তি দক্ষতার একটি ব্যাপক এবং কঠোর মূল্যায়নের ওপর ভিত্তি করে এবং একটি সুপরিচিত পেশাদার সংস্থা দ্বারা পরিচালিত হয়।
সালাউদ্দিন সেলিম বলেন, এসবিই এর সিবিটি বেশ জটিল একটি পরীক্ষা যেখানে একজন পরীক্ষার্থীকে একাধারে ব্রডকাস্ট টেকনোলজি, নেটওয়ার্কিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রিকাল, ব্রডকাষ্ট পলিসি ও ফেডারেল কমিউনিকেশন কমিশন এর নীতিমালাসহ নানা বিষয়ে জ্ঞান রাখতে হয়। এই সার্টিফিকেশন পাওয়ার ফলে ব্রডাকাস্ট সেক্টরে আন্তর্জাতিকভাবে কাজের সুযোগ সৃষ্টি হবে এবং আমার পরিচয়ের বিভিন্ন মাধ্যম যেমন ভিজিটিং কার্ড, অনলাইন মাধ্যম, ইমেইল ইত্যাদিতে এসবিই এর লোগোসহ সার্টিফাইয়েড ব্রডকাস্ট টেকলোজিস্ট (সিবিটি) উপাধি ব্যবহার করতে পারব।
তিনি বলেন, এই সার্টিফিকেট শুধু ব্যক্তিগত অর্জন নয় বরং বাংলাদেশের ব্রডকাস্ট পেশাজীবীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। এই স্বীকৃতি দেশের ব্রডকাস্ট প্রযুক্তিকে আরো শক্ত অবস্থানে নিয়ে যেতে সহায়তা করবে।
সালাউদ্দিন সেলিম গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের ব্রডকাস্ট ও মাল্টিমিডিয়া প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি বর্তমানে ‘সময়’ টেলিভিশনে সম্প্রচার ও তথ্যপ্রযুক্তি প্রধানের দায়িত্বে আছেন।
এছাড়া অতীতে এসটিভি ইউএস, সিএসবি নিউজ, দেশ টিভি, চ্যানেল ২৪ কাজ করেছেন এবং একুশে টিভি, এশিয়ান টিভি, নাগরিক টিভি, একাত্তর টিভি সহ বেশ কয়েকটি টিভি চ্যানেলে পরামর্শক হিসেবে কাজ করেছেন।
তিনি একাধিক টিভি চ্যানেলের ব্রডকাস্ট সিস্টেম ডিজাইন, ওয়ার্কফ্লো তৈরি ও ইনস্টলেশনের কাজ করেছেন। এছাড়া তিনি বেশ কয়েকটি ডিজিটাল মিডিয়া প্রোজেক্ট, একাধিক আইপিটিভি এবং বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ট্রান্সফরমেশনে ব্রডাকাস্ট টেকনোলজি পরামর্শক হিসেবে কাজ করেছেন।
অর্থ-বাণিজ্য: ১৩ ব্যাংক থেকে কেনা হলো আরও ১৪ কোটি ১৫ লাখ ডলার
অপরাধ ও দুর্নীতি: শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদলের আহবায়ক গ্রেপ্তার
সারাদেশ: কাজিপুরে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার