image

ভ্যাট নিবন্ধন নিল মাইক্রোসফট

বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশে ভ্যাট নিবন্ধন করেছে মাইক্রোসফট। সিংগাপুরের ঠিকানা ব্যবহার করে নিবন্ধন নেয়া এই টেক জায়ান্টের বাংলাদেশী ভ্যাট এজেন্ট পোদ্দার এন্ড এ্যাসোসিয়েটস। প্রতিষ্ঠানটির ভ্যাট নিবন্ধন নম্বর- ০০৩৯৮৯৮৫৮-০২০৮। ঢাকা দক্ষিনের অধীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর আওতাধীন সেগুনবাগিচা বিভাগীয় দপ্তরের অধীনে মূসক নিবন্ধন দেয়া হয়। সিংগাপুরে মাইক্রোসফট এর ঠিকানায় ১৮২, সিসিল স্ট্রীট , ১৩-০১ ফ্রেজার্স টাওয়ার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড জানায়, মাইক্রোসফট এর স্থানীয় ভ্যাট এজেন্ট পোদ্দার এন্ড এ্যাসোসিয়েটস এর বাংলাদেশ অফিসের ঠিকানা ৬/এ/১ সেগুনবাগিচা। এজেন্টের বিন নাম্বার ০০০১৬৮২৪৮-০২০৮। এর আগে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউব ও ভ্যাট নিবন্ধন নিয়েছে।

‘বিজ্ঞান ও প্রযুক্তি’ : আরও খবর

সম্প্রতি