image

জেলা পরিষদের অর্থায়নে মাদারীপুর প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর

মাদারীপুরে জেলা পরিষদের অর্থায়নে ৯০ লাখ টাকা ব্যয়ে প্রেসক্লাবের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পৌর ঈদগাহ-এর সামনে নতুন শহর এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাখাওয়াত হোসেন সেলিম, জেলা পরিষদের সদস্য সৈয়দ আবুল বাশার, এ্যাডভোকেট যতিন সরকার, সাবেক কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির প্রমুখ।

পরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের তিনতলা ভবন নির্মানের জন্য ৯০ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে জেলা পরিষদ। ইতোমধ্যে দরপত্র আহবানও করা হয়েছে। মের্সাস জান্নাতুল ফেরদৌস নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে শিগগিরই এর কাজ শুরু হবে।

মাদারীপুর প্রেসক্লাবের ভবন নির্মাণ মাদারীপুরের সকল সাংবাদিকদের গত কয়েক দশকের স্বপ্ন ছিল।

‘মিডিয়া’ : আরও খবর

» গণমাধ্যমে হামলার নিন্দা, দ্রুত তদন্তের দাবি : এমএফসি

সম্প্রতি