দলীয় সিদ্বান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় দফায় দফায় নেতাদের বহিষ্কার করছে বিএনপি। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আরও ৫২ নেতাকে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান ২৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৯ জন। তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় দলটি। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৃতীয় ধাপে ১১২টি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ৯ সাংগঠনিক বিভাগ থেকে ৫২ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে, রংপুরে ১২ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৭, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন।
রাজশাহী বিভাগে ৪ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ১ জন। বরিশাল বিভাগে ৫ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা চেয়ারম্যান প্রার্থী ১ জন। ঢাকা বিভাগে ৪ জনের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। ময়মনসিংহ বিভাগে ৯ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। সিলেট বিভাগে ৭ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। কুমিল্লা বিভাগে ৬ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। খুলনা বিভাগে ৪ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন এবং চট্টগ্রামে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন।
এর আগে বহিষ্কৃতদের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা নির্বাচনে অংশগ্রহণ করায় তাদেরকে শোকজ নোটিশ বা কারণ দর্শানোর চিঠি দেয় দলটি। শোকজের চিঠিতে তাদের ৪৮ ঘণ্টার সময় দিয়ে জবাব দিতে বলা হয়। জবাব সন্তোষজনক না হলে কিংবা কেউ জবাব না দিলে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
তারও আগে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় প্রথম ধাপে ৮০ জন এবং দ্বিতীয় ধাপে ৬৯ জন নেতাকে বহিষ্কার করে দলটি। তবে প্রথম ধাপের নির্বাচনে বহিষ্কৃতদের মধ্যে ৭ জন চেয়ারম্যান এবং ৩ জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
দলীয় সিদ্বান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় দফায় দফায় নেতাদের বহিষ্কার করছে বিএনপি। তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আরও ৫২ নেতাকে বহিষ্কার করেছে দলটি। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ১৭ জন, ভাইস চেয়ারম্যান ২৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৯ জন। তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় দলটি। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৃতীয় ধাপে ১১২টি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করায় ৯ সাংগঠনিক বিভাগ থেকে ৫২ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে, রংপুরে ১২ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৭, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন।
রাজশাহী বিভাগে ৪ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ১ জন। বরিশাল বিভাগে ৫ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা চেয়ারম্যান প্রার্থী ১ জন। ঢাকা বিভাগে ৪ জনের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। ময়মনসিংহ বিভাগে ৯ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। সিলেট বিভাগে ৭ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। কুমিল্লা বিভাগে ৬ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন। খুলনা বিভাগে ৪ জনের মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন এবং চট্টগ্রামে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন।
এর আগে বহিষ্কৃতদের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা নির্বাচনে অংশগ্রহণ করায় তাদেরকে শোকজ নোটিশ বা কারণ দর্শানোর চিঠি দেয় দলটি। শোকজের চিঠিতে তাদের ৪৮ ঘণ্টার সময় দিয়ে জবাব দিতে বলা হয়। জবাব সন্তোষজনক না হলে কিংবা কেউ জবাব না দিলে তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
তারও আগে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় প্রথম ধাপে ৮০ জন এবং দ্বিতীয় ধাপে ৬৯ জন নেতাকে বহিষ্কার করে দলটি। তবে প্রথম ধাপের নির্বাচনে বহিষ্কৃতদের মধ্যে ৭ জন চেয়ারম্যান এবং ৩ জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।