আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার হওয়া সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলা কর্মকর্তা এ কে এ এম মাসুম।
তিনি বলেন, “মোশাররফ হোসেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তাকে হাসপাতাল থেকেই মুক্তি দেওয়া হয়েছে।”
ঢাকা ও চট্টগ্রামে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। সর্বশেষ পল্টন থানার একটি মামলায় জামিন পেয়ে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। গত ৫ অগাস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হলে তাকে কারা হাসপাতাল থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। জামিনের পর তার প্রহরায় থাকা কারা রক্ষীদের সরিয়ে নেয়া হয়েছে।
ছাত্র-গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পর ২৭ অক্টোবর মিরসরাইয়ের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এমপি হন। ১৯৭২ সালে তিনি সংবিধান প্রণেতাদের একজন ছিলেন। বিভিন্ন সময়ে তিনি সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হয়েছেন তার ছেলে মাহবুব রহমান রুহেল।
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার হওয়া সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলা কর্মকর্তা এ কে এ এম মাসুম।
তিনি বলেন, “মোশাররফ হোসেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। বিকেলে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তাকে হাসপাতাল থেকেই মুক্তি দেওয়া হয়েছে।”
ঢাকা ও চট্টগ্রামে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। সর্বশেষ পল্টন থানার একটি মামলায় জামিন পেয়ে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। গত ৫ অগাস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হলে তাকে কারা হাসপাতাল থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। জামিনের পর তার প্রহরায় থাকা কারা রক্ষীদের সরিয়ে নেয়া হয়েছে।
ছাত্র-গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পর ২৭ অক্টোবর মিরসরাইয়ের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এমপি হন। ১৯৭২ সালে তিনি সংবিধান প্রণেতাদের একজন ছিলেন। বিভিন্ন সময়ে তিনি সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হয়েছেন তার ছেলে মাহবুব রহমান রুহেল।