আবারও ‘খুব শিগগিরই’ তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিল বিএনপি। তবে তিনি কবে বাংলাদেশে ফিরবেন, তা জানানো হয়নি।
বৃহস্পতিবার সকালে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন সন্ধ্যায় ঘোষিত হওয়ার কথা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল।
ফখরুল বলেন, “আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন; আমি আপনাদেরকে জানাতে চাই, আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমাদের নেতা যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে—এই কথাটা আপনাদের মনে রাখতে হবে…পারবেন তো? ইনশাআল্লাহ, সেইদিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।”
দেড় যুগ ধরে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান নভেম্বরেই দেশে ফিরতে পারেন বলে দলে আলোচনা চলছিল। এরই মধ্যে শারীরিক অসুস্থতায় তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হলে তার দেশে ফেরার প্রসঙ্গ আরও জোরালো হয়। তবে ২৯ নভেম্বর তিনি নিজেই ফেসবুকে লেখেন, দেশে ফেরার সিদ্ধান্ত তার ‘একক নিয়ন্ত্রণাধীন’ নয়। পরে সরকার জানায়, তার দেশে ফেরায় তাদের কোনো আপত্তি নেই।
ফখরুল বলেন, “বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে আমাদের নেতার চিন্তাভাবনাকে বাস্তবায়ন করতেই আমরা এগিয়ে যেতে চাই।”
*‘এই লড়াই নির্বাচনে জয়ের লড়াই’*
বিএনপি মহাসচিব বলেন, “এখন সংগ্রাম হচ্ছে এই নির্বাচনে জয়লাভের সংগ্রাম। আমাদেরকে পুরোপুরি জয়লাভ করতে হবে, যাতে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ পাই। অনেক বাধা আসবে, অনেক প্রচারণা হবে, কিন্তু আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিএনপি কোনোদিন পরাজিত হয়নি, পরাজিত হবে না।”
তিনি বলেন, “বিএনপি জনগণের দল, মুক্তিযুদ্ধের দল, গণতন্ত্রের সংগ্রামের দল। আপনাদের সাফল্য দেবে ঐক্য, জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক চেতনা।”
*‘একাত্তর আমাদের অস্তিত্ব’*
ফখরুল বলেন, “১৯৭১ সাল আমাদের অস্তিত্ব—এ কথাটা মনে রাখবেন। আজ পত্রিকায় দেখলাম, ১৯৭১ সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম—কোন সাহসে তারা এই দুঃসাহস দেখায়?”
*‘অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে’*
রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, “অন্ধকারের মধ্য থেকে কালো থাবা বেরিয়ে আসছে কি না, আরেক ফ্যাসিজম চেপে বসতে চাইছে কি না—মানুষকে বিভ্রান্ত করতে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করা হচ্ছে কি না, সেই শক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।”
তিনি বলেন, “একদিকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশকে সুসংহতভাবে দাঁড় করানোর লড়াই, অন্যদিকে অপশক্তিকে প্রতিহত করার লড়াই—এই দুটিকে নিয়েই এগোতে হবে। আমরা ইতিবাচক রাজনীতি করি। অগ্রগামী চিন্তাই আমাদের শক্তি।”
*কর্মশালায় নির্দেশনা*
রোববার থেকে শুরু হওয়া ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নিচ্ছেন। তাদের উদ্দেশে ফখরুল বলেন, “শুধু শুনলেই হবে না, যা যা আলোচনা হবে, তা জনগণের সামনে উপস্থাপন করতে হবে। জনগণকে উইন ওভার করতে হবে।”
তিনি আরো বলেন, “জাতিকে উপরে উঠতে হলে সংগ্রাম করতেই হবে। আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে—চব্বিশের জুলাই যুদ্ধে, আর তার আগের একাত্তরের যুদ্ধে। সব শক্তিকে ঐক্যবদ্ধ করে এই লড়াইয়ে জয়লাভের শপথ নিতে হবে।”
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় সবার দোয়া চান মহাসচিব।
কর্মসূচির সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। সভাপতিমণ্ডলীর সদস্যসহ বিএনপি নেতারা কর্মশালায় বক্তৃতা রাখেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: পেপসিকো ডিস্ট্রিবিউটরদের জন্য এসএমই ক্রেডিট কার্ড চালু
বিজ্ঞান ও প্রযুক্তি: উত্তরায় ইনফিনিক্সের গেমিং ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলালিংকের ‘সেফটি অ্যান্ড ওয়েলনেস উইক ২০২৫’ উদ্বোধন
বিজ্ঞান ও প্রযুক্তি: আইসিটি উইমেন অব দ্য ইয়ার স্বীকৃতি পেলো আম্বারীন রেজা
সারাদেশ: হারিয়ে যাচ্ছে মাটির ঘর