জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বিএনপি সরকারের ওপর ‘অন্যায়ভাবে চাপ সৃষ্টি’ করছে এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
শুক্রবার বেলা ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পরে তিনি চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আয়োজিত ভোটকেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
তাহের বলেন, “ঐকমত্য কমিশনের মাধ্যমে আমরা সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছি। সাংবিধানিক আদেশের মাধ্যমে সেটি গ্রহণ করা হবে এবং এর ওপর গণভোট অনুষ্ঠিত হবে—এমন সিদ্ধান্তে সবাই একমত হয়েছিল। বিএনপিও এতে রাজি ছিল। কিন্তু হঠাৎ করেই তারা অবস্থান পাল্টে এখন বলছে, তারা এটি মানে না। এই আচরণ দায়িত্বহীনতার পরিচায়ক।”
তিনি আরও বলেন, “বিএনপি যদি সংস্কার না মানত, তাহলে শুরুতেই তা জানাতে পারত। এতগুলো রাজনৈতিক দলের সময় নষ্ট করে এখন তারা সংস্কারের বিরোধিতা করছে। এতে বোঝা যায়, তারা পরিকল্পিতভাবে দেশে রাজনৈতিক সংকট তৈরি করতে চাইছে।”
জামায়াত নেতা বলেন, “আমরা শুরু থেকেই বলেছি—সংস্কার জনগণের রায় নিয়েই করতে হবে, কারণ জনগণই ক্ষমতার উৎস। কিন্তু বিএনপি এখন বলছে, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হতে হবে। গণভোট হচ্ছে সংস্কারের জন্য, আর নির্বাচন সরকার গঠনের জন্য। তারা এই দুটি বিষয় মিশিয়ে বিভ্রান্তি তৈরি করছে।”
সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তাহের। তাঁর ভাষায়, “সরকার যদি চাপের মুখে সিদ্ধান্ত থেকে সরে আসে, তাহলে বোঝা যাবে তারা নিরপেক্ষ নেই। কোনো দলের প্রতি আনুগত্য দেখালে সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া এবং সাবেক উপজেলা আমির সাহাব উদ্দিন প্রমুখ।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বিএনপি সরকারের ওপর ‘অন্যায়ভাবে চাপ সৃষ্টি’ করছে এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
শুক্রবার বেলা ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পরে তিনি চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আয়োজিত ভোটকেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
তাহের বলেন, “ঐকমত্য কমিশনের মাধ্যমে আমরা সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছি। সাংবিধানিক আদেশের মাধ্যমে সেটি গ্রহণ করা হবে এবং এর ওপর গণভোট অনুষ্ঠিত হবে—এমন সিদ্ধান্তে সবাই একমত হয়েছিল। বিএনপিও এতে রাজি ছিল। কিন্তু হঠাৎ করেই তারা অবস্থান পাল্টে এখন বলছে, তারা এটি মানে না। এই আচরণ দায়িত্বহীনতার পরিচায়ক।”
তিনি আরও বলেন, “বিএনপি যদি সংস্কার না মানত, তাহলে শুরুতেই তা জানাতে পারত। এতগুলো রাজনৈতিক দলের সময় নষ্ট করে এখন তারা সংস্কারের বিরোধিতা করছে। এতে বোঝা যায়, তারা পরিকল্পিতভাবে দেশে রাজনৈতিক সংকট তৈরি করতে চাইছে।”
জামায়াত নেতা বলেন, “আমরা শুরু থেকেই বলেছি—সংস্কার জনগণের রায় নিয়েই করতে হবে, কারণ জনগণই ক্ষমতার উৎস। কিন্তু বিএনপি এখন বলছে, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হতে হবে। গণভোট হচ্ছে সংস্কারের জন্য, আর নির্বাচন সরকার গঠনের জন্য। তারা এই দুটি বিষয় মিশিয়ে বিভ্রান্তি তৈরি করছে।”
সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তাহের। তাঁর ভাষায়, “সরকার যদি চাপের মুখে সিদ্ধান্ত থেকে সরে আসে, তাহলে বোঝা যাবে তারা নিরপেক্ষ নেই। কোনো দলের প্রতি আনুগত্য দেখালে সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া এবং সাবেক উপজেলা আমির সাহাব উদ্দিন প্রমুখ।