সংবাদ অনলাইন রিপোর্ট

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

সংসদ নির্বাচন ও গণভোট: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি’: দাবি জামায়াতে ইসলামীর

image

সংসদ নির্বাচন ও গণভোট: আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি’: দাবি জামায়াতে ইসলামীর

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কিংবা সবার জন্য সমান সুযোগ ‘সুনিশ্চিত হয়নি’ বলে মনে করছে জামায়াতে ইসলামী।

সোমবার,(০৮ ডিসেম্বর ২০২৫) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ দাবি করেন। এর আগে সকালে নির্বাচন ভবনে গিয়ে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন জামায়াতের প্রতিনিধিদল। সিইসি এএমএম নাসির উদ্দিন এবং চার নির্বাচন কমিশনার এ সময় উপস্থিত ছিলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আইনশৃঙ্খলার মাঝে মাঝে খুব গুরুতর অবনতি আমরা দেখছি। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। এসব পরিস্থিতি নিয়েই আমরা মূলত নির্বাচন কমিশনকে এখনই সিরিয়াস না হলে নির্বাচন কতটা সুষ্ঠু হবে।’

তিনি জানান, নির্বাচন সামনে রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা, কোনো কোনো বিষয়ে কিছু ‘ইনফরমেশন গ্যাপ’ এবং কিছু অস্পষ্টতা দূর করার জন্য তারা নির্বাচন কমিশনের সঙ্গে এই বৈঠক করেন।

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য জাতি অপেক্ষা করছে মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘নির্বাচনের ঘোষিত যে টাইমলাইন, আসন্ন রমজানের পূর্বেই নির্বাচন করার ব্যাপারে জাতির কাছে সরকার এবং পলিটিক্যাল পার্টি স্টেকহোল্ডার আমরা যারা কমিটেড, নির্দিষ্ট তফসিল ঘোষণার সময়টা একেবারেই পেরিয়ে যাচ্ছে দেখে আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট ঘোষণা, সুনির্দিষ্ট সিদ্ধান্ত কী, সেটা জানবার জন্যই মূলত আজকে বিষয়টা আমরা রেইজ করেছি।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা ইসিকে বলা হয়েছে জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বলেছি; প্রশাসনের কর্মরত বড় বড় কর্মকর্তা এবং ইলেকশনের সঙ্গে রিলেটেড অফিসারদের নিরপেক্ষতা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে, সেটা আলোচনার বিষয় ছিল। এরপরে আমরা আলোচনায় অবৈধ অস্ত্র উদ্ধার যে অভিযান, সেটাকে আমরা খুব ইফেক্টিভ দেখছি না।’

গণসংযোগে গিয়ে জামায়াতের নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছে অভিযোগ তুলে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘আইনশৃঙ্খলার যে মাঝে মাঝে খুব গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সভার ওপরে অন্য দলের হামলা; ইভেন নারীরাও তাদের ভোটের কাজে ভোটের সমাবেশে গিয়ে নির্যাতিত ও নিপীড়িত। হামলার শিকার হচ্ছে, আহত হচ্ছে। এসব পরিস্থিতি নিয়েই আমরা মূলত নির্বাচন কমিশনকে এখনই সিরিয়াস না হলে তফসিল ঘোষণার পর নির্বাচন কতটা সুষ্ঠু হবে; কী কী আশঙ্কা আছে?, কীভাবে এই চ্যালেঞ্জ ফেইস করবেন?- সে ব্যাপারে ইসির পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।’

জামায়াতে ইসলামী নির্বাচন বিলম্বের আশঙ্কা করছে না জানিয়ে দলটির মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আশঙ্কা আমরা এখন ফিল করছি না; ইসির ওপর আস্থা রাখতে চাই। অনাস্থা নিয়ে আমরা আসিনি। কিন্তু জাতি মনে করছিল, তাদের কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনের তফসিলটা ঘোষণা হয়তো হয়ে যাবে। সে সময়টা যেন পার হয়ে যাচ্ছে; দ্যাট ইজ হোয়াই এইটাকে পরিষ্কার করার জন্য সংশয় নিরসনের জন্য অনেকগুলো ইস্যুর মধ্যে এটাকে আমরা আজকে এটাকে অ্যাম্ফেসাইজ করেছি।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণেও নির্বাচন পেছানোর শঙ্কা করছেন না- এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা কোনো আশঙ্কা করি না। কারণ আমরা নির্বাচন তো একটা ভিন্ন জিনিস, আইনের বিষয়। এটার সঙ্গে অন্য কিছুকে রিলেট করা যাবে না; এটা একটা বিশাল সাংবিধানিক আইনগত বিষয়।’

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, এএইচএম হামিদুর রহমান আযাদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ, সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

» ঐক্যবদ্ধ না হলে সামনের দিনগুলোতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে: নেতাকর্মীদের তারেক

» একটি দল ‘ধর্মের ট্যাবলেট’ বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে: সালাহউদ্দিন

» নতুন জোট ‘এনডিএফ’, নেতৃত্বে জাতীয় পার্টির দুই অংশ

» সকলের দোয়ায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি এরশাদ উল্লাহ

» বিএনপি ক্ষমতায় গেলে ‘এনইআইআর নীতিমালা’ রিভিউ করা হবে: আমীর খসরু

» এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোট

» ‘সামনে কঠিন সময় আসছে, দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টানাই বিএনপির অঙ্গীকার’

» তারেক রহমানের অভিযোগ: ‘যাদের আবার দেখার কথা বলা হচ্ছে, দেশ তাদের ১৯৭১ সালেই দেখেছে’

» ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ এক ঘণ্টা বাড়াল ইসি

» আমরা এখন গণতন্ত্রের সন্ধিক্ষণে দাঁড়িয়ে: সালাহউদ্দিন আহমেদ

» এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, শারীরিক অবস্থার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে খালেদা জিয়ার বিদেশযাত্রা: জাহিদ হোসেন

» পোস্টাল ভোট: নিবন্ধন প্রায় দুই লাখ প্রবাসীর

» মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই ঢাকার পথে রওনা দেবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স

» রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী

» ৫ আগস্টের পর একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের ওপর ঝাপিয়ে পড়েছে: জামায়াত আমির

» বেগম জিয়া দলমত সবার কাছে জনপ্রিয়, ডঃ মঈন খান

» নিবন্ধনের দাবিতে অনশনকারী তারেক রহমানের দাবি পূরণে এগোচ্ছে ইসি

» আমজনতাসহ ২ দল পাচ্ছে নিবন্ধন

» বাম জোটের যমুনামুখী মিছিল আটকে দিলো পুলিশ

» আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি