image

সংস্কারের পথে বাংলাদেশ এগিয়ে নিতে অঙ্গীকার এনসিপির, একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি: নাহিদ

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে আর কখনো ২০২৪ সালের ৫ আগস্টের আগের অবস্থানে ফিরে যেতে দেওয়া হবে না। তিনি বলেন, একাত্তরের দালালদের পাশাপাশি চব্বিশের দালালদের বিরুদ্ধেও বাংলাদেশের জনগণ ও তরুণ সমাজ ঐক্যবদ্ধ রয়েছে।

মঙ্গলবার দুপুরে দলের নেতাকর্মীদের সঙ্গে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ‘পতিত ফ্যাসিস্ট শক্তি’ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। তার ভাষায়, এই ভূখণ্ডের মানুষ যুগ যুগ ধরে স্বাধীনতা, মানবিক মর্যাদা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করে এসেছে। ১৯৭১ সালেও জনগণকে একটি জনযুদ্ধের মধ্য দিয়ে যেতে হয়েছে। স্বাধীন ভূখণ্ড অর্জনের পরও গত ৫৪ বছরে বাংলাদেশের জনগণের সঙ্গে বারবার প্রতারণা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ বিনির্মাণে ব্যর্থতার কারণেই ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও গণবিপ্লব সংঘটিত হয়েছে। তিনি ১৯৪৭ থেকে ১৯৭১ এবং ২০২৪ সালের ঐতিহাসিক সংগ্রামকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, যারা পতিত ফ্যাসিস্ট শক্তি হিসেবে পরিচিত, তারা দেশকে অস্থিতিশীল করতে নানা অপচেষ্টা চালাচ্ছে এবং নির্বাচন বানচালের চেষ্টা করছে। এসব চক্রান্তের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আগামী নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সংস্কারের পক্ষে জনসমর্থন গড়ে তোলার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থীরা সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের সমর্থনে শাপলাকলি নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাবেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে না পারায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। ৫ আগস্টের পরবর্তী সময়ে সরকার ও পুলিশ না থাকায় জনগণ নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করেছিল। বাংলাদেশ আবারও সেই পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

‘রাজনীতি’ : আরও খবর

সম্প্রতি