রাজধানীর হাজারীবাগে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সিকদার পেট্রলপাম্পের সামনের বেড়িবাঁধ রোড থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে আছেন লালবাগ থানা আওয়ামী লীগের কর্মী নুর ইসলাম, চকবাজার থানা যুবলীগের বাদশা মিয়া, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের জাহিদ, সাব্বির, বিল্লাল, মিলন, আমিরসহ আরও কয়েকজন যুবলীগ কর্মী।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ৭টার দিকে ১০০-১৫০ জন সদস্য অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ গেলে তাঁরা পালানোর চেষ্টা করলে ব্যানার-স্লোগানসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীর হাজারীবাগে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সিকদার পেট্রলপাম্পের সামনের বেড়িবাঁধ রোড থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে আছেন লালবাগ থানা আওয়ামী লীগের কর্মী নুর ইসলাম, চকবাজার থানা যুবলীগের বাদশা মিয়া, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের জাহিদ, সাব্বির, বিল্লাল, মিলন, আমিরসহ আরও কয়েকজন যুবলীগ কর্মী।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ৭টার দিকে ১০০-১৫০ জন সদস্য অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ গেলে তাঁরা পালানোর চেষ্টা করলে ব্যানার-স্লোগানসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।