image

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: সিইসি নাসির উদ্দিন

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর সাম্প্রতিক হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার মতে, এ ঘটনার কারণে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

সোমবার সকালে রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে সিইসি এ মন্তব্য করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলার অবনতি কোথায় হচ্ছে তা তার কাছে স্পষ্ট নয়। মাঝেমধ্যে দু-একটি হত্যাকাণ্ড বা সহিংস ঘটনা ঘটে, হাদির ঘটনাটিও সেভাবেই দেখা হচ্ছে।

সিইসি বলেন, এ ধরনের ঘটনা নতুন নয়। অতীতেও এমন অনেক ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, আহসানউল্লাহ মাস্টার হত্যাকাণ্ড কিংবা সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার উদাহরণ টেনে বলা যায়, নির্বাচন ঘিরে সহিংস ঘটনা বাংলাদেশে আগে থেকেই হয়ে আসছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। বরং সামগ্রিকভাবে পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা শরীফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। গত শুক্রবার বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে তিনি হামলার শিকার হন। চলন্ত একটি রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে থাকা এক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার মাথায় লাগে।

নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে পুনর্ব্যক্ত করে সিইসি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে এগিয়ে যেতে প্রস্তুত। তিনি বলেন, ইনশাল্লাহ সবাইকে সঙ্গে নিয়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সবার সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, যত ধরনের দুশ্চিন্তাই থাকুক না কেন, সেগুলো ঝেড়ে ফেলে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে, যাতে সবাই মিলে একটি সুন্দর নির্বাচন করা যায়।

২০২৪ সালের আগস্টের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানান সিইসি নাসির উদ্দিন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচন কমিশনকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রস্তুতির বিষয়টি ইতোমধ্যেই জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন আশ্বাস দিয়ে সিইসি বলেন, সঠিক সময়ে একটি সুষ্ঠু, সুন্দর ও প্রতিযোগিতামূলক নির্বাচন দেশবাসী দেখতে পাবে। জাতির কাছে যে অঙ্গীকার করা হয়েছে, তা পূরণে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি। সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন সিইসি।

এ সময় তরুণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগ এবং অন্যদের ভোট দিতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি। তরুণদের নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ‘জেনভোট ফেস্টিভ্যাল’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস) আয়োজিত এ অনুষ্ঠানে সহায়তা করে ইউরোপীয় ইউনিয়ন, ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এবং সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি। অনুষ্ঠানে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ১০টি হ্যাকাথন প্রকল্প এবং ক্রিয়েটিভ সেগমেন্টের নির্বাচিত কাজ প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন।

‘রাজনীতি’ : আরও খবর

» নির্বাচনে দুই শক্তির মুখোমুখি লড়াই হবে: মির্জা ফখরুল

সম্প্রতি