image

নারায়ণগঞ্জে মান্নার অনুষ্ঠানে হামলা ও গাড়ি ভাঙচুর

সোমবার, ১৯ অক্টোবর ২০২০
প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি ও বিএনপি নেতার জন্মদিনের অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার রূপসীতে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এ সময় তার গাড়িও ভাঙচুর করা হয়।

হামলার ঘটনাটি ঘটেছে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বাড়ির পাশে খন্দকার বাড়িতে। সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. তৈমুর আলমের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলেন আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বাড়ির বাবুর্চি ফিরোজ ভূইয়া নেতৃত্বে সরকারদলীয় নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ করেছেন মহানগর যুবদলের সভাপতি ও নাসিক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এই হামলায় থানা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার, সহসভাপতি রিয়াদ, থানা যুবলীগের সহসাংগঠনিক সম্পাদক রাসেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেলসহ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা হামলায় অংশ নিয়েছে বলে দাবি তার।

খোরশেদ জানান, রূপসীর খন্দকার বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুপুর তিনটার দিকে অনুষ্ঠান শুরু হয়। সাড়ে চারটার দিকে প্রধান অতিথি মাহমুদুর রহমান মান্না বক্তব্য দেওয়ার এক পর্যায়ে শতাধিক ব্যক্তি রাম দা ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয়ে দু’টি গাড়ি ও কয়েকটি মোটর সাইকেল। এছাড়া সাউন্ড সিস্টেম, চেয়ার, মোবাইল ভাঙচুর করা হয়েছে। হামলায় তৈমুর আলম খন্দকার, তার কন্যা ব্যারিষ্টার মাইয়াম খন্দকার, কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল আলম রিপন উপজেলা মহিলা দল নেত্রী ফাতেমা, বিএনপি নেতা পিন্টু আহমেদসহ ৩০-৪০ জন আহত হয়েছেন বলে দাবি করেন খোরশেদ।

‘রাজনীতি’ : আরও খবর

» জোটের প্রার্থী হয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো, চান্দিনায় সভায় রেদোয়ান আহমেদ,

» তারেক রহমানের দেশে ফেরা: ট্রাভেল পাস পেয়েছেন, নির্ধারিত তারিখে ফিরবেন বলে বিএনপি নিশ্চিত

» সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরেশোরে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি

সম্প্রতি