alt

কোম্পানীগঞ্জে আ’লীগের দ্বন্দ্ব

অতঃপর ব্যবস্থা, কিন্তু সামাল কি দেয়া যাবে?

সংবাদ অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় আড়াই মাস যাবত আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে রাজনৈতিক সংঘাত, দুই জনের মৃত্যু, অতঃপর বৃহস্পতিবার এক পক্ষের নেতা মিজানুর রহমান বাদলকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের এ পদক্ষেপ চলমান দ্বন্দ্ব কতাটা নিরসন করতে পারবে, এ নিয়ে খোদ আওয়ামী লীগের ভেতরেই প্রশ্ন উঠেছে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের এ রাজনৈতিক দ্বন্দ্ব অনেক দিন ধরেই চলছে। নিজ এলাকায় দলীয় কোন্দল সামাল দিতে পারছেন না খোদ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্প্রতি ওই দুই গ্রুপের দুটি পৃথক সংঘর্ষে ঝরে গেছে দুটি তাজা প্রাণ, গুলিবিদ্ধ ১৩ জন, আহত অর্ধশতাধিক।

স্থানীয়দের মতে, ছোট ভাই আবদুল কাদের মির্জার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদলের চলমান দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ আগে নেয়া হলে প্রাণহানি ঠেকানো যেত। আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতাও বলেছেন, বিষয়টি পারিবারিক, ওবায়দুল কাদের ব্যক্তিগত উদ্যোগে এ দ্বন্দ্বের অবসান ঘটাতে পারতেন।

ওবায়দুল কাদের অবশ্য কাদের মির্জাকে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ডেকে এনে বোঝানোর চেষ্টা করেছেন। তবে তাতে কাজ হয়নি। দ্বন্দ্ব এখন চরমে। গত ৯ মার্চ ওবায়দুল কাদের তার ভেরিফাইড ফেইসবুক পেইজে লিখেছেন, ‘নোবডি নোউজ দ্যা রিজন বিহাইন্ড মাই সাইলেন্স।’ অর্থাৎ ‘আমার নীরবতার কারণ কেউ জানে না’। ওই দিনই কাদের মির্জা আর বাদল গ্রুপের সংঘাতে এক সিএনজিচালক নিহত হন।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য লে. কর্নেল মুহাম্মদ ফারুক খান (অব.) কোম্পানীগঞ্জের বিষয়ে বলেন, ‘যা ঘটছে তা দলের জন্য ভালো হচ্ছে না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া উচিৎ। তিনি বলেন, চট্টগ্রাম বিভাগে আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতারা রয়েছেন। নিশ্চয়ই তারা বিষয়টি দেখছেন।’

নোয়াখালী জেলায় মোট সংসদীয় আসন ৬টি। এর মধ্যে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী-৫ আসন। এ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছোট ভাই কাদের মির্জা কোম্পানীগঞ্জের একটি পৌরসভা বসুরহাটের মেয়র হলেও তার রাজনীতি জেলাকে ঘিরে। উপজেলা পর্যায়ে তার রাজনৈতিক প্রতিপক্ষ কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদল।

কোম্পানীগঞ্জে আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত বেশকিছু মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, কাদের মির্জার নিয়ন্ত্রণ এখন আর বড় ভাইয়ের হাতে নেই। ওবায়দুল কাদেরের কথা তিনি (কাদের মির্জা) শোনেন না। তাদের মতে, এর নেপথ্যে রয়েছে পারিবারিক কোন্দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ভাইয়ের আশীর্বাদে নোয়াখালী-৫ আসনে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন ছিল কাদের মির্জার। তবে নোয়াখালীর রাজনীতিতে স্ত্রী ইশরাতুন্নেছাকে ‘জনপ্রিয়’ করতে ওবায়দুল কাদেরের নানা উদ্যোগে ছোট ভাইয়ের মধ্য হতাশা তৈরি হয়। কাদের মির্জার অনুসারীদের ধারণা, ওবায়দুল কাদের স্ত্রীকে এ আসনটি ছেড়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। সূত্র জানায়, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদে নৌকার মনোনয়নের ক্ষেত্রে কাদের মির্জা বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনের পক্ষে ছিলেন। তবে ভাবী ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের পক্ষে। নৌকার মনোনয়ন নিয়ে শাহাব উদ্দিন এখন উপজেলা চেয়ারম্যান। এদিকে কোম্পানীগঞ্জ এবং কবিরহাটে দল ও সহযোগী বিভিন্ন সংগঠনের কমিটি গঠন নিয়েও ভাবীর পছন্দের প্রার্থীদের বিপক্ষে ছিল কাদের মির্জার অবস্থান, এমন অভিযোগও রয়েছে।

সূত্র বলছে, কোম্পানীগঞ্জের নিয়ন্ত্রণ দীর্ঘদিন যাবত কাদের মির্জার হাতেই ছিল। তবে ওবায়দুল কাদের অসুস্থ হওয়ার পর হঠাৎ করেই পরিস্থিতি বদলে যেতে শুরু করে। প্রতিপক্ষ বাদল এবং তার কর্মী-সমর্থক কাদের মির্জার বিরুদ্ধে অবস্থান নেয়। সম্প্রতি বাদলের পক্ষে জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সমর্থন থাকায় কাদের মির্জা দলে ‘একঘরে’ হয়ে পড়েন।

বসুরহাটের এক পৌর কাউন্সিলর সংবাদের প্রশ্নের জবাবে বলেন, ‘বাইরে থেকে অনেক কিছুই শোনা যায়। তবে ভেতরে কী হচ্ছে তা, বুঝা কঠিন।’ কাদের মির্জার বিষয়ে তিনি বলেন, ‘সত্য কথা বলায় আজ তার বিপদ হয়েছে। এ এলকার প্রতিটা লোক জানেন আবদুল কাদের মির্জা সৎ মানুষ, ভালো মানুষ। ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ্বের বিষয়ে তিনি বলেন, ‘এটা তাদের পারিবারিক বিষয়। আমরা ছোট মানুষ। তবে এতটুকু বলতে পারি, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে তৃতীয় একটি পক্ষ দীর্ঘদিন যাবৎ ষড়যন্ত্র করছে’।

কাদের মির্জা প্রায় আড়াই মাস আগে প্রথমে পরিবার ও স্থানীয় নেতাদের সমালোচনা করে বক্তব্য দেন। জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গত ৩১ ডিসেম্বর এক বক্তৃতায় তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন হলে বৃহত্তর নোয়াখালীর অনেক সংসদ সদস্য পালানোর দরজা খুঁজে পাবেন না।’ এক পর্যায়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের নাম উল্লেখ করে চাঁদাবাজি, নিয়োগবাণিজ্য ও অপরাজনীতির অভিযোগও তোলেন তিনি। ভাই ওবায়দুল কাদেরকে তাদের পৃষ্ঠপোষক হিসেবেও উল্লেখ করেছেন কাদের মির্জা। ওবায়দুল কাদেরের স্ত্রীর বিরুদ্ধেও দলের নাম ভাঙিয়ে অনিয়ম এবং ‘অসৌজন্যতা’ প্রদর্শনের ব্যক্তিগত অভিযোগ জনসম্মুখে তুলেছেন তিনি।

গত ১৯ ফেব্রুয়ারি কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের লোকজনের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন স্থানীয় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। পরে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন সন্ধ্যায় দলের সব কার্যক্রম থেকে কাদের মির্জাকে অব্যাহতি দেয়ার সুপারিশ করে কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠানোর কথা গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেয় নোয়াখালী জেলা আওয়ামী লীগ।

বিজ্ঞপ্তি দেয়ার দুই ঘণ্টা পর জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী ফোন করে সাংবাদিকদের জানান, বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। কিন্তু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী জানান, সুপারিশ প্রত্যাহার হয়নি। এর ১৮ দিন পর গত ৯ মার্চ পুনরায় দুই পক্ষের মধ্যে সংঘাত, গোলাগুলির ঘটনায় সিএনজিচালক আলাউদ্দিন মারা যান। এই দুই ঘটনার মাঝখানেও বিভিন্ন সময় দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নোয়খালীর বিষয়ে আওয়ামী লীগের সাবেক কয়েকজন সহ-সম্পাদকের সঙ্গে কথা বলে জানা গেছে, নোয়াখালীতে আওয়ামী লীগের রাজনীতি বেশ জটিল হয়ে ওঠেছে। দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ দুইজন নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় আওয়ামী লীগও বিব্রত। সাবেক এক সহ-সম্পাদক বলেন, “নিজ জেলা নিয়ে ওবায়দুল কাদেরও উদ্বিঘœ। মনে হচ্ছে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে।”

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে জেলা কমিটি বহিষ্কারের সুপারিশ করতে পারে। তবে তা অনুমোদন করার এখতিয়ার কেন্দ্রীয় কমিটির। অথবা কেন্দ্রীয় কমিটি চাইলে যে কাউকে তাৎক্ষণিক বহিষ্কার বা অব্যাহতি দিতে পারে। নোয়াখালীর ক্ষেত্রে এর কোনটাই হয়নি। এর নেপথ্যের কারণ কী? এ নিয়েও দলে ও দলের বাইরে আলোচনা-সমালোচনা চলছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে যেকোন দিন দলের কেন্দ্রীয় ফোরামে নোয়াখালীর পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা সংবাদকে বলেন, কাদের মির্জার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে আছে। তিনি নিজেই এ বিষয়ে কথা বলতে পারেন। আবার সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক বা সাংগঠনিক সম্পাদকও অনির্ধারিত আলোচনায় বিষয়টি উঠাতে পারেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নোয়খালীর বিষয়টি কেন্দ্রের নজরে রয়েছে। যথাসময়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে কোম্পানীগঞ্জ ও বসুরহাটের সংঘাতময় পরিস্থিতিতে আতঙ্কের পাশাপাশি অস্বস্তিতে আছেন স্থানীয়রা। সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায়ও ক্ষুব্ধ এলাকাবাসী।

অশীতিপর হাজী রহমত উল্যাও বসুরহাটে ক্ষমতাসীন দুই গ্রুপের চলমান সংঘর্ষে নিরীহ সিএনজিচালকের প্রাণহানি মেনে নিতে পারেননি। সাংবাদিক স্টিকারযুক্ত গাড়ি দেখে এগিয়ে এসে চিৎকার করে জানতে চান, ‘আমাদের এমপি ওবায়দুল কাদেরের জন্য এলাকার মানুষ কি না করেছে। তিনি কি চান? কত রক্ত তার দরকার? দুটি লাশ পড়ল। আর কত লাশ পড়লে তার ঘুম ভাঙবে?’

‘মরেছে তো গরিব। কাদের সাহেবও মরবে না, মির্জা কাদের বা বাদলও মরবে না, মরবে নিরীহ মানুষ, গুলি খাবে গরিবের ছেলেরা।’- যোগ করেন তিনি।

নোয়াখালীর সদরের নেওয়াজ পুরে -বিএনপি জামাত সংঘর্ষ,আহত অন্তত ৪০ জন

নির্বাচন কমিশন ‘চার ভাগ’ হয়ে গেছে, গ্রহণযোগ্য ভোটার তালিকা ও দুর্নীতিমুক্ত ইসি না হলে ভোটে যাবে না এনসিপি

জুলাই সনদে সইয়ের পরও রাজপথে: ব্যাখ্যা জামায়াতের

জামায়াতের ‘পিআর আন্দোলন’ রাজনৈতিক প্রতারণা: নাহিদ ইসলাম

শাহজালালে অগ্নিকাণ্ড: জনগণ ‘পরিকল্পিত’ বলে বিশ্বাস করছে বললেন ফখরুল

জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত না হওয়ায় সই করেনি এনসিপি

ছবি

সালাহউদ্দিন আহমদের বক্তব্যে ক্ষুব্ধ নাহিদ ইসলাম, ক্ষমা চাওয়ার আহ্বান এনসিপির

ছবি

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

ছবি

জুলাই সনদ দিয়ে রাজনীতিতে নতুন অধ্যায়ের শুরু: ফখরুল

ছবি

জুলাই সনদ: বাস্তবায়নে দেরি হলে রাজনৈতিক সংকটের ঝুঁকি দেখছে জামায়াত

ছবি

কিছু দল ‘ঐকমত্যের’ নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি ‘কাগজে’ সই করছে: নাহিদ ইসলাম

ছবি

জুলাই সনদে সই না করার সিদ্ধান্ত এনসিপির

ছবি

আমলাতন্ত্র চলবে না, প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করবেন: মির্জা ফখরুল

জুলাই সনদ সইয়ে অনিশ্চয়তা: সিপিবি, এনসিপি, গণফোরামের আপত্তি

ছবি

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছেন মুহাম্মদ ইউনুস

ছবি

সংশোধিত খসড়া না পেলে জুলাই সনদে সই করবে না বাম ধারার চার দল

ছবি

জাতির কাছে সব কিছু স্পষ্ট করে জুলাই সনদ স্বাক্ষরের আহ্বান এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেনের

ছবি

‘প্রতিরক্ষা বাহিনীর ভারসাম্য নষ্ট হলে রাষ্ট্র ঝুঁকিতে পড়বে’ — প্রধান উপদেষ্টাকে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের সতর্কবার্তা

ছবি

সৈয়দপুরে সিপিবির পথসভা অনুষ্ঠিত

ছবি

বিএনপির ৩১ দফা বাস্তয়নে তারেক মুন্সীর গণসংযোগ

ছবি

তফসিলের আগেই গণভোটের দাবি ইসলামী আন্দোলনের

ছবি

জামায়াতের নভেম্বরে গণভোট দাবি ‘অন্য কোনো মাস্টারপ্ল্যান কি না’: প্রশ্ন রিজভীর

ছবি

আগামী নির্বাচনেই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে: মির্জা ফখরুল ইসলাম

ছবি

শাপলায় অনড় এনসিপি, ‘নিজস্ব পদ্ধতির’ কথা জানালো ইসি

‘ষড়যন্ত্রে লিপ্ত’ উপদেষ্টাদের নাম ও কণ্ঠ রেকর্ড থাকার দাবি, জনসমক্ষে প্রকাশের হুঁশিয়ারি জামায়াত নেতার

ছবি

জাতীয় লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অস্তিত্ব যাচাইয়ে পুনঃতদন্ত কমিটি গঠন

ছবি

১৯ অক্টোবরের মধ্যে প্রতীক বাছাইয়ের নির্দেশ এনসিপিকে

ছবি

রাজনীতিতে আসছি সেবা করতে, ব্যবসা করতে না: মাসুদুজ্জামান

ছবি

পিআরের বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দেয়া উচিত: ফখরুল

ছবি

আওয়ামী লীগ নেতা আহসানের ‘মুক্তিতে বাধা নেই’

ছবি

আমরা উচ্চ কক্ষে পিআরের পক্ষে, নিম্ন কক্ষে নই: সারজিস

ছবি

আগামী মাসেই গণভোটের দাবি জামায়াতে ইসলামী, নির্বাচন কমিশনের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক

ছবি

নির্বাচন: ১০০ আসনে এবি পার্টির প্রার্থী চূড়ান্ত

ছবি

ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি, সেটা করা উচিত হয়নি: ফেসবুক পোস্টে সারজিস

ছবি

পিআরের দাবিতে আন্দোলন: নির্বাচন ‘বিলম্বিত করার ষড়যন্ত্র’ দেখছেন ফখরুল

পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ–বিভ্রাট, নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের

tab

কোম্পানীগঞ্জে আ’লীগের দ্বন্দ্ব

অতঃপর ব্যবস্থা, কিন্তু সামাল কি দেয়া যাবে?

সংবাদ অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় আড়াই মাস যাবত আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে রাজনৈতিক সংঘাত, দুই জনের মৃত্যু, অতঃপর বৃহস্পতিবার এক পক্ষের নেতা মিজানুর রহমান বাদলকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের এ পদক্ষেপ চলমান দ্বন্দ্ব কতাটা নিরসন করতে পারবে, এ নিয়ে খোদ আওয়ামী লীগের ভেতরেই প্রশ্ন উঠেছে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের এ রাজনৈতিক দ্বন্দ্ব অনেক দিন ধরেই চলছে। নিজ এলাকায় দলীয় কোন্দল সামাল দিতে পারছেন না খোদ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্প্রতি ওই দুই গ্রুপের দুটি পৃথক সংঘর্ষে ঝরে গেছে দুটি তাজা প্রাণ, গুলিবিদ্ধ ১৩ জন, আহত অর্ধশতাধিক।

স্থানীয়দের মতে, ছোট ভাই আবদুল কাদের মির্জার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদলের চলমান দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ আগে নেয়া হলে প্রাণহানি ঠেকানো যেত। আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতাও বলেছেন, বিষয়টি পারিবারিক, ওবায়দুল কাদের ব্যক্তিগত উদ্যোগে এ দ্বন্দ্বের অবসান ঘটাতে পারতেন।

ওবায়দুল কাদের অবশ্য কাদের মির্জাকে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ডেকে এনে বোঝানোর চেষ্টা করেছেন। তবে তাতে কাজ হয়নি। দ্বন্দ্ব এখন চরমে। গত ৯ মার্চ ওবায়দুল কাদের তার ভেরিফাইড ফেইসবুক পেইজে লিখেছেন, ‘নোবডি নোউজ দ্যা রিজন বিহাইন্ড মাই সাইলেন্স।’ অর্থাৎ ‘আমার নীরবতার কারণ কেউ জানে না’। ওই দিনই কাদের মির্জা আর বাদল গ্রুপের সংঘাতে এক সিএনজিচালক নিহত হন।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য লে. কর্নেল মুহাম্মদ ফারুক খান (অব.) কোম্পানীগঞ্জের বিষয়ে বলেন, ‘যা ঘটছে তা দলের জন্য ভালো হচ্ছে না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া উচিৎ। তিনি বলেন, চট্টগ্রাম বিভাগে আমাদের দায়িত্বপ্রাপ্ত নেতারা রয়েছেন। নিশ্চয়ই তারা বিষয়টি দেখছেন।’

নোয়াখালী জেলায় মোট সংসদীয় আসন ৬টি। এর মধ্যে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী-৫ আসন। এ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছোট ভাই কাদের মির্জা কোম্পানীগঞ্জের একটি পৌরসভা বসুরহাটের মেয়র হলেও তার রাজনীতি জেলাকে ঘিরে। উপজেলা পর্যায়ে তার রাজনৈতিক প্রতিপক্ষ কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদল।

কোম্পানীগঞ্জে আওয়ামী রাজনীতিতে সম্পৃক্ত বেশকিছু মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, কাদের মির্জার নিয়ন্ত্রণ এখন আর বড় ভাইয়ের হাতে নেই। ওবায়দুল কাদেরের কথা তিনি (কাদের মির্জা) শোনেন না। তাদের মতে, এর নেপথ্যে রয়েছে পারিবারিক কোন্দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ভাইয়ের আশীর্বাদে নোয়াখালী-৫ আসনে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন ছিল কাদের মির্জার। তবে নোয়াখালীর রাজনীতিতে স্ত্রী ইশরাতুন্নেছাকে ‘জনপ্রিয়’ করতে ওবায়দুল কাদেরের নানা উদ্যোগে ছোট ভাইয়ের মধ্য হতাশা তৈরি হয়। কাদের মির্জার অনুসারীদের ধারণা, ওবায়দুল কাদের স্ত্রীকে এ আসনটি ছেড়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। সূত্র জানায়, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদে নৌকার মনোনয়নের ক্ষেত্রে কাদের মির্জা বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনের পক্ষে ছিলেন। তবে ভাবী ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের পক্ষে। নৌকার মনোনয়ন নিয়ে শাহাব উদ্দিন এখন উপজেলা চেয়ারম্যান। এদিকে কোম্পানীগঞ্জ এবং কবিরহাটে দল ও সহযোগী বিভিন্ন সংগঠনের কমিটি গঠন নিয়েও ভাবীর পছন্দের প্রার্থীদের বিপক্ষে ছিল কাদের মির্জার অবস্থান, এমন অভিযোগও রয়েছে।

সূত্র বলছে, কোম্পানীগঞ্জের নিয়ন্ত্রণ দীর্ঘদিন যাবত কাদের মির্জার হাতেই ছিল। তবে ওবায়দুল কাদের অসুস্থ হওয়ার পর হঠাৎ করেই পরিস্থিতি বদলে যেতে শুরু করে। প্রতিপক্ষ বাদল এবং তার কর্মী-সমর্থক কাদের মির্জার বিরুদ্ধে অবস্থান নেয়। সম্প্রতি বাদলের পক্ষে জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সমর্থন থাকায় কাদের মির্জা দলে ‘একঘরে’ হয়ে পড়েন।

বসুরহাটের এক পৌর কাউন্সিলর সংবাদের প্রশ্নের জবাবে বলেন, ‘বাইরে থেকে অনেক কিছুই শোনা যায়। তবে ভেতরে কী হচ্ছে তা, বুঝা কঠিন।’ কাদের মির্জার বিষয়ে তিনি বলেন, ‘সত্য কথা বলায় আজ তার বিপদ হয়েছে। এ এলকার প্রতিটা লোক জানেন আবদুল কাদের মির্জা সৎ মানুষ, ভালো মানুষ। ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ্বের বিষয়ে তিনি বলেন, ‘এটা তাদের পারিবারিক বিষয়। আমরা ছোট মানুষ। তবে এতটুকু বলতে পারি, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে তৃতীয় একটি পক্ষ দীর্ঘদিন যাবৎ ষড়যন্ত্র করছে’।

কাদের মির্জা প্রায় আড়াই মাস আগে প্রথমে পরিবার ও স্থানীয় নেতাদের সমালোচনা করে বক্তব্য দেন। জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গত ৩১ ডিসেম্বর এক বক্তৃতায় তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন হলে বৃহত্তর নোয়াখালীর অনেক সংসদ সদস্য পালানোর দরজা খুঁজে পাবেন না।’ এক পর্যায়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের নাম উল্লেখ করে চাঁদাবাজি, নিয়োগবাণিজ্য ও অপরাজনীতির অভিযোগও তোলেন তিনি। ভাই ওবায়দুল কাদেরকে তাদের পৃষ্ঠপোষক হিসেবেও উল্লেখ করেছেন কাদের মির্জা। ওবায়দুল কাদেরের স্ত্রীর বিরুদ্ধেও দলের নাম ভাঙিয়ে অনিয়ম এবং ‘অসৌজন্যতা’ প্রদর্শনের ব্যক্তিগত অভিযোগ জনসম্মুখে তুলেছেন তিনি।

গত ১৯ ফেব্রুয়ারি কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের লোকজনের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন স্থানীয় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। পরে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন সন্ধ্যায় দলের সব কার্যক্রম থেকে কাদের মির্জাকে অব্যাহতি দেয়ার সুপারিশ করে কেন্দ্রীয় কমিটির কাছে চিঠি পাঠানোর কথা গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেয় নোয়াখালী জেলা আওয়ামী লীগ।

বিজ্ঞপ্তি দেয়ার দুই ঘণ্টা পর জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী ফোন করে সাংবাদিকদের জানান, বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। কিন্তু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী জানান, সুপারিশ প্রত্যাহার হয়নি। এর ১৮ দিন পর গত ৯ মার্চ পুনরায় দুই পক্ষের মধ্যে সংঘাত, গোলাগুলির ঘটনায় সিএনজিচালক আলাউদ্দিন মারা যান। এই দুই ঘটনার মাঝখানেও বিভিন্ন সময় দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নোয়খালীর বিষয়ে আওয়ামী লীগের সাবেক কয়েকজন সহ-সম্পাদকের সঙ্গে কথা বলে জানা গেছে, নোয়াখালীতে আওয়ামী লীগের রাজনীতি বেশ জটিল হয়ে ওঠেছে। দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ দুইজন নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় আওয়ামী লীগও বিব্রত। সাবেক এক সহ-সম্পাদক বলেন, “নিজ জেলা নিয়ে ওবায়দুল কাদেরও উদ্বিঘœ। মনে হচ্ছে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে।”

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে জেলা কমিটি বহিষ্কারের সুপারিশ করতে পারে। তবে তা অনুমোদন করার এখতিয়ার কেন্দ্রীয় কমিটির। অথবা কেন্দ্রীয় কমিটি চাইলে যে কাউকে তাৎক্ষণিক বহিষ্কার বা অব্যাহতি দিতে পারে। নোয়াখালীর ক্ষেত্রে এর কোনটাই হয়নি। এর নেপথ্যের কারণ কী? এ নিয়েও দলে ও দলের বাইরে আলোচনা-সমালোচনা চলছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে যেকোন দিন দলের কেন্দ্রীয় ফোরামে নোয়াখালীর পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা সংবাদকে বলেন, কাদের মির্জার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে আছে। তিনি নিজেই এ বিষয়ে কথা বলতে পারেন। আবার সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক বা সাংগঠনিক সম্পাদকও অনির্ধারিত আলোচনায় বিষয়টি উঠাতে পারেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নোয়খালীর বিষয়টি কেন্দ্রের নজরে রয়েছে। যথাসময়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এদিকে কোম্পানীগঞ্জ ও বসুরহাটের সংঘাতময় পরিস্থিতিতে আতঙ্কের পাশাপাশি অস্বস্তিতে আছেন স্থানীয়রা। সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায়ও ক্ষুব্ধ এলাকাবাসী।

অশীতিপর হাজী রহমত উল্যাও বসুরহাটে ক্ষমতাসীন দুই গ্রুপের চলমান সংঘর্ষে নিরীহ সিএনজিচালকের প্রাণহানি মেনে নিতে পারেননি। সাংবাদিক স্টিকারযুক্ত গাড়ি দেখে এগিয়ে এসে চিৎকার করে জানতে চান, ‘আমাদের এমপি ওবায়দুল কাদেরের জন্য এলাকার মানুষ কি না করেছে। তিনি কি চান? কত রক্ত তার দরকার? দুটি লাশ পড়ল। আর কত লাশ পড়লে তার ঘুম ভাঙবে?’

‘মরেছে তো গরিব। কাদের সাহেবও মরবে না, মির্জা কাদের বা বাদলও মরবে না, মরবে নিরীহ মানুষ, গুলি খাবে গরিবের ছেলেরা।’- যোগ করেন তিনি।

back to top