করোনা সংক্রমনের উর্ধ্বগতি বিবেচনায় শোকাবহ আগস্টে মানবিক কর্মসূচি আরো জোরদার করবে আওয়ামী লীগ। করোনা মহামারির আগে মাসব্যাপী যেসব বিস্তৃত কর্মসূচি পালন করা হতো, সেখানে কিছু কাটছাঁট হবে এবং স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শোকের মাসের মূল কর্মসূচি পালন করা হবে।
আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে আগস্টের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলের কেন্দ্রীয় নেতারা।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বৈঠক শেষে বলেন, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শোকাবহ আগস্ট পালন করা হবে তবে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে। দেশব্যাপী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগস্টে অসহায় মানুষদের সহযোগিতার জন্য আরো বিস্তারিত কর্মসূচি নেয়ার চিন্তা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, করোনার শুরু থেকেই দলের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। কেন্দ্র থেকে তৃণমূলে অনেক নেতাকর্মী আক্রান্ত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন। তবে আমরা জীবনের ভয়কে জয় করে মানুষের কল্যাণে আত্মনিবেদন করেছি। আমরা আগস্টে সেই কর্মসূচির সঙ্গে আরো বিস্তৃত কর্মসূচির পরিকল্পনা করছি।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘শোকাবহ আগস্টে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন, সীমিত আকারে আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোকপাত, ক্রোড়পত্র প্রকাশ করা, এসব কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আয়োজন থাকবে।’
করেনোয় মানুষের জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করছেন জানিয়ে তিনি বলেন, ‘আরো বিস্তৃত আকারে মানবিক কর্মকা- পরিচালনা করা হবে। ঈদের আগে দিনমজুর, পরিবহন শ্রমিক, মেহনতি মানুষ যারা লকডাউনে সরকারের নির্দেশনা মেনে কষ্ট হলেও সহযোগিতা করছেন তাদের জন্য আলাদা কর্মসূচি থাকবে। কোনো মানুষ যাতে ক্ষুধায় কষ্ট না করেন সেই দিকে আমাদের দৃষ্টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে কেউ কষ্ট করবে না এটি নিশ্চিত করবো। পাশাপাশি মানুষকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হবে।’
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, উপদপ্তর সম্পাদক সায়েম খান, নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ।
অর্থ-বাণিজ্য: ৩ বিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ৩৩ হাজার কোটি টাকা
বিজ্ঞান ও প্রযুক্তি: চ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার