সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের ৫ আইনজীবী।
রোববার (২৫ জুলাই) পাঠানো এ নোটিশে করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় নিয়ে ২৮ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনের ভোট স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, সিলেট-৩ আসনের উপনির্বাচনের প্রচার শেষ হচ্ছে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টায়। এরপর প্রচার চালালে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘণ হবে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ করার বিধান আছে আইনে। সেই হিসেবে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টায় প্রচার বন্ধ করতে হবে। কেননা, ভোটগ্রহণ শুরু হবে ২৮ জুলাই সকাল ৮টায়।
তিনি বলেন, ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি প্রচারের জন্য একটি নির্দেশনা পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এতে ৩ লাখ ৩০ হাজারের মতো ভোটার রয়েছেন।
নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ২৫ জুলাই ২০২১
সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের ৫ আইনজীবী।
রোববার (২৫ জুলাই) পাঠানো এ নোটিশে করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় নিয়ে ২৮ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনের ভোট স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, সিলেট-৩ আসনের উপনির্বাচনের প্রচার শেষ হচ্ছে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টায়। এরপর প্রচার চালালে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘণ হবে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে প্রচার বন্ধ করার বিধান আছে আইনে। সেই হিসেবে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টায় প্রচার বন্ধ করতে হবে। কেননা, ভোটগ্রহণ শুরু হবে ২৮ জুলাই সকাল ৮টায়।
তিনি বলেন, ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি প্রচারের জন্য একটি নির্দেশনা পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সিলেট-৩ আসনটি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এতে ৩ লাখ ৩০ হাজারের মতো ভোটার রয়েছেন।
নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।