image

যুক্তরাজ্যে প্রবেশে রেড অ্যালার্ট বাংলাদেশের প্রতি বৈষম্য: পররাষ্ট্রমন্ত্রী

সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মন্তব্য করেছেন, যুক্তরাজ্যে প্রবেশে বাংলাদেশিদের জন্য যে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, সেটা বাংলাদেশের প্রতি বৈষম্য এবং পলিটিক্যাল ইস্যুও হতে পারে।

আজ (১৩ সেপ্টেম্বর) সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাজ্যে বাংলাদেশিদের প্রবেশে দেশটির সরকারের রেড অ্যালার্ট পলিটিক্যাল বিষয় কি না? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, হতে পারে। তা না হলে, কেন তারা সেটা প্রত্যাহার করছে না। এটা আমাদের প্রতি একটি বৈষম্য।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য বলছে, আমাদের জনগণ টিকা কম দিয়েছে বলে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। তবে আমাদের চেয়ে অনেক দেশ টিকা কম দিয়েছে। তাদের কেন রেড অ্যালার্ট দেওয়া হয়নি।

‘রাজনীতি’ : আরও খবর

» জামায়াতের সঙ্গে জোট বাঁধছে এনসিপি, দাবি আবদুল কাদেরের

সম্প্রতি