image

‘অসত্য’ বক্তব্য উপস্থাপনকে রেওয়াজে পরিণত করেছে বিএনপি: ওবায়দুল কাদের

সংবাদ অনলাইন রিপোর্ট

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন বিএনপি নেতারা ‘অসত্য’ বক্তব্য উপস্থাপনকে রেওয়াজে পরিণত করেছেন।

আজ (১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ কল্পিত এবং বরাবরের মত চর্বিত চর্বন।

“নিত্যদিন সরকারের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ উত্থাপন বিএনপির রোজনামচায় পরিণত হয়েছে। তারা অসত্য বক্তব্য উপস্থাপনকে রেওয়াজে পরিণত করেছে।”

আইন প্রয়োগকারী সংস্থা আদালতের নির্দেশে গ্রেপ্তার করলে সেই দায়ও সরকারের উপর চাপানো হচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনার সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়। রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা কেন দেবে সরকার? দেশের আইন আদালতের প্রতি সরকারের কোনোরূপ হস্তক্ষেপ বা চাপ নেই।

“বিএনপি বাছ-বিচার না করে ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে৷ অস্ত্র নিয়ে ধরা পড়েছে এমন অপরাধীদের পক্ষে তারা বিবৃতি দিয়ে মুক্তি দাবি করেছে। বিএনপি স্বাভাবিক আইনগত প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে।”

তিনি বলেন, “বিএনপি যখন আগুন সন্ত্রাস চালিয়ে জীবন্ত মানুষ দগ্ধ করেছিল, গান পাউডার দিয়ে গাড়ি ও ভূমি অফিস পুড়িয়েছিল, রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করেছিলো, তখন কি মগের মুল্লুক মনে হয়নি?

“আওয়ামী লীগের একুশ হাজার নেতাকর্মী হত্যা করে বিএনপিই দেশকে সন্ত্রাসের জনপদে রূপান্তর করেছিল।”

বিএনপিই দেশের রাজনীতিকে ‘দূষিত’ করার কাজ শুরু করেছিল বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “আওয়ামী লীগ তৃণমূল থেকে গড়ে উঠা রাজনৈতিক দল। নেতাদের সম্মান আওয়ামী লীগই দিতে জানে।”

‘রাজনীতি’ : আরও খবর

» ঋণখেলাপিদের মনোয়ন দেয়া হচ্ছে: হাসনাত আবদুল্লাহ

» হলফনামা ও আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: সারজিস

» সরকার একটি দলে ‘ঝুঁকেছে’, নির্বাচন ‘পাতানো হতে পারে’: জামায়াতের তাহের

সম্প্রতি