কিশোরগঞ্জ তাড়াইলে ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপেভোট হবে আগামী ১১ নভেম্বর। এ উপলক্ষে গত শনিবার আওয়ামী লীগেরকেন্দ্রীয় মনোনয়ন বোর্ড সাতজনকে দলীয় মনোনয়ন দিয়েছে। এতেচারটি ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যানগণ। আরতিনটিতে মনোনয়ন পেয়েছেন নতুন প্রার্থী। এর মধ্যে একটিতে বাদপড়েছেন বর্তমানে চেয়াম্যান পদে থাকা গতবারের বিদ্রোহী প্রার্থী।বাকি দু’টিতে বর্তমানে চেয়ারম্যান আছেন বিএনপি এবং জাতীয়পার্টির।আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন তাড়াইল-সাচাইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. কামরুজ্জামান।তালজাঙ্গা ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমন চেয়ারম্যান সেলিমখান। জাওয়ার ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো.জিয়াউর রহমান। দিগদাইর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমানচেয়ারম্যান গোলাপ হোসেন ভূঁইয়া। দামিহা ইউনিয়নে মনোনয়নপেয়েছেন জেলা পরিষদের বর্তমান সদস্য একে মাইনুজ্জামান নবাব।এখানে বর্তমানে চেয়াম্যান আছেন গতবারের বিদ্রোহী প্রার্থীহুমায়ুন কবীর ভূঁইয়া। রাউতি ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন ইকবালহোসেন তারিক। এখানে বর্তমানে চেয়ারম্যান আছেন গতবারেরবিএনপি মনোনীত নূর শরীফ উদ্দিন আলম। ধলা ইউনিয়নে মনোনয়নপেয়েছেন আফরোজ আলম ঝিনুক। এখানে বর্তমানে চেয়ারম্যান আছেনগতবারের জাতীয় পার্টি মানোনীত মো. আসাদুজ্জামান মবিন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
সোমবার, ১১ অক্টোবর ২০২১
কিশোরগঞ্জ তাড়াইলে ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপেভোট হবে আগামী ১১ নভেম্বর। এ উপলক্ষে গত শনিবার আওয়ামী লীগেরকেন্দ্রীয় মনোনয়ন বোর্ড সাতজনকে দলীয় মনোনয়ন দিয়েছে। এতেচারটি ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যানগণ। আরতিনটিতে মনোনয়ন পেয়েছেন নতুন প্রার্থী। এর মধ্যে একটিতে বাদপড়েছেন বর্তমানে চেয়াম্যান পদে থাকা গতবারের বিদ্রোহী প্রার্থী।বাকি দু’টিতে বর্তমানে চেয়ারম্যান আছেন বিএনপি এবং জাতীয়পার্টির।আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন তাড়াইল-সাচাইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. কামরুজ্জামান।তালজাঙ্গা ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমন চেয়ারম্যান সেলিমখান। জাওয়ার ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো.জিয়াউর রহমান। দিগদাইর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমানচেয়ারম্যান গোলাপ হোসেন ভূঁইয়া। দামিহা ইউনিয়নে মনোনয়নপেয়েছেন জেলা পরিষদের বর্তমান সদস্য একে মাইনুজ্জামান নবাব।এখানে বর্তমানে চেয়াম্যান আছেন গতবারের বিদ্রোহী প্রার্থীহুমায়ুন কবীর ভূঁইয়া। রাউতি ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন ইকবালহোসেন তারিক। এখানে বর্তমানে চেয়ারম্যান আছেন গতবারেরবিএনপি মনোনীত নূর শরীফ উদ্দিন আলম। ধলা ইউনিয়নে মনোনয়নপেয়েছেন আফরোজ আলম ঝিনুক। এখানে বর্তমানে চেয়ারম্যান আছেনগতবারের জাতীয় পার্টি মানোনীত মো. আসাদুজ্জামান মবিন।