ফিফা বর্ষসেরা পুরস্কার জয় করেছেন পিএসজির ফরাসি অ্যাটাকার ওসমানে ডেম্বেলে। গতকাল মঙ্গলবার কাতারে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনে নারী বিভাগে বর্ষসেরার পুরস্কার জিতে নিয়েছেন বার্সেলোনা মিডফিল্ডার এইতানা বোনমাতি।
২০২৪ সালের ২২ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত পারফরমেন্সের ভিত্তিতে ফিফা সদস্যভুক্ত সব দেশের সমর্থক, গণমাধ্যম, জাতীয় দলের অধিনায়ক ও কোচদের ভোটের মাধ্যমে ফিফার বর্ষসেরা খেলোয়াড়দের বেছে নেয়া হয়।
২৮ বছর বয়সী ডেম্বেলে সেপ্টেম্বরে ব্যালন ডি’অর জয় করেছিলেন। পিএসজিতে দুর্দান্ড পারফরমেন্স দিয়ে ডেম্বেলে তার জাতীয় দলের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ও স্পেনের তারকা লামিন ইয়ামালকে হারিয়ে ফিফার বর্ষসেরা হয়েছেন। ৫০ পয়েন্ট পেয়েছেন তিনি, আর ৩৯ পয়েন্ট ইয়ামালের, এমবাপ্পে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন।
বরুসিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড ডেম্বেলে ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলেরও সদস্য ছিলেন। গত মৌসুমে ফরাসি লীগ ও কাপ ডাবলের পাশাপাশি ইউরোপিয়ান সাফল্যে পিএসজি জার্সিতে সব ধরনের প্রতিযোগিতায় ডেম্বেলে ৩৫ গোল করেছেন।
পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে বর্ষসেরা কোচের পুরস্কার জয় করেছেন।
নারীদের বিভাগে টানা তৃতীয়বারের মতো বর্ষসেরার মুকুট ছিনিয়ে নিয়েছেন ২৭ বছর বয়সী বোনমাতি। এর আগে সেপ্টেম্বরে তিনি টানা তৃতীয় ব্যালন ডি’অর পুরস্কারও জয় করেন।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেন ও চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে বার্সেলোনা পরাজিত হলেও বোনমাতি ইউরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন ।
গ্রীষ্মে টানা তৃতীয় নারী ইউরো শিরোপা জয়ী ইংল্যান্ডের কোচ সারিনা উইগম্যান বর্ষসেরা নারী কোচের পুরস্কার জয় করেছেন।
পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জয়ের পর ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া ইতালিয়ান গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা সেরা গোলরক্ষক হয়েছেন। নারীদের বিভাগে এই পুরস্কার জয় করেছেন ইউরো ২০২৫ বিজয়ী চেলসির গোলরক্ষক হান্নাহ হ্যাম্পটন।
সেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ড জয় করেছেন সান্তিয়াগো মন্টিয়েল। আর্জেন্টাইন শীর্ষ লীগে ইনডিপেন্ডেন্টে রিভাডাভিয়ার বিরুদ্ধে ইনডিপেন্ডেন্টের হয়ে পেনাল্টির এরিয়ার বাইরে থেকে দুর্দান্ত ওভারহেড কিকে মন্টিয়েল যে গোল করেছিলেন সেটাই পুসকাস অ্যাওয়ার্ডের জন্য সর্বোচ্চ ভোট পেয়েছে। এছাড়া মার্তা অ্যাওয়ার্ড জয় করেছেন মেক্সিকান লীগ ম্যাচে গুয়াডালাজারার বিরুদ্ধে টাইগার্সের হয়ে লিজবেথ ওভালেসের স্করপিওন কিকটি।