অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে ৫ হ্যাটট্রিকসহ ১৮ গোল করে আমিরুল ইসলাম সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম উঠিয়ে চারদিকে হইচই ফেলে দেন। বিশ্বকাপে দুর্দান্ত পারফরন্সের পর আমিরুলের সামনে দেশের বাইরে লীগ খেলার হাতছানি। আপাতত জার্মানি থেকে আমন্ত্রণ আসলেও সেখানে যাওয়া নিয়ে দোটানায় পড়েছেন ২০ বছর বয়সী এই ডিফেন্ডার।
আগামী বছরের এপ্রিলে জার্মানির চতুর্থ বিভাগের দল হকি ক্লাব অব বমলিনগেন থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ এসেছে। শুরুতে মার্চে খেলা থাকলেও তা এক মাস পিছিয়ে দেয়া হয়।
এ বিষয়ে আমিরুল জানান, ‘জার্মান ক্লাব থেকে আমন্ত্রণ এলেও সেখানে খেলার সিদ্ধান্ত নেয়নি। এখনও দোটানার মধ্যে আছি বলতে পারেন। অন্য দেশের ক্লাবগুলো থেকে আমন্ত্রণ আসার কথা রয়েছে। আসলে আমি বেশি দিন বসে থাকতে চাই না। খেলার মধ্যে থাকতে চাই। তাই এখনও অপেক্ষায় আছি।’ তিনি আরও বলেন, ‘যদি ব্যাটে বলে মিলে যায়, খেলার সময় সামনে থাকে, তাহলে অন্য দেশ থেকে আমন্ত্রণ পেলে সেখানে যেতে পারি। না হলে জার্মান ক্লাবের আমন্ত্রন তো আছেই।’
তবে বিদেশের লীগে আমিরুলের মনোযোগ থাকলেও দেশে খেলা না থাকায় হতাশা আছে জানিয়ে আমিরুল বলেন, ‘আমাদের এখানে লীগ হলে আর বাইরের দেশের কথা চিন্তা করতে হতো না। এখানে কবে লীগ হবে আমরা কেউ জানি না। সবার উচিত এটা নিয়ে ভাবা। যেন দ্রুত লীগ হতে পারে।’