সংবাদ অনলাইন ডেস্ক

বুধবার, ১০ মার্চ ২০২১

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল

সেভিয়াকে বিদায় করে ডর্টমুন্ড কোয়ার্টার ফাইনালে

image

চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল

সেভিয়াকে বিদায় করে ডর্টমুন্ড কোয়ার্টার ফাইনালে

বুধবার, ১০ মার্চ ২০২১
সংবাদ অনলাইন ডেস্ক

আর্লিং হাল্যান্ডের জোড়া গোল বরুশিয়া ডর্টমুন্ডকে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌছে দিয়েছে। মঙ্গলবার শেষ ষোলর ফিরতি লেগের লড়াইয়ে ডর্টমুন্ড ২-২ গোলে ড্র করে স্পেশি দল সেভিয়ার সাথে। প্রথম লেগের ম্যাচে ডর্টমুন্ড ৩-২ গোলে জয়ী হওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মান দলটি। হাল্যান্ড প্রথম লেগেও জোড়া গোল করেছিলেন। তিনি এ ম্যাচে প্রথমার্ধে ট্যাপ করে প্রথম গোল করার পর পেনাল্টি থেকে করেন দ্বিতীয় গোল। সেভিয়া ম্যাচের শেষ দিকে ঘুরে দাড়িয়ে সমতা ফিরিয়েছিল ইউসেফ এন নেসরির জোড়া গোলে। কিন্তু আর কোন গোল করতে না পারায় তাদেরকে বিদায় নিতে হয়।

ম্যাচ শেষে হাল্যান্ড বলেন, ‘এটা ছিল খুবই কঠিন একটি ম্যাচ। আমি এখন ক্লান্ত। তবে পরের রাউন্ডে উঠেছি বলে খুব ভাল লাগছে।’

সেভিয়ার ফরোয়ার্ড নেসরি ৬৯ মিনিটে পেনাল্টি থেকে করেন প্রথম গোল। এর পর শেষ দিকে তিনি আরেকটি গোল করে সমতা ফেরান। নেসরি বলেন, ‘ম্যাচের ফলে আমরা মোটেও সন্তুষ্ট নই। সত্যি হলো আজ ভাগ্য আমাদের সহায়তা করেনি। তারা একটি সুযোগ পেয়েছিল এবং সেটিই কাজে লাগাতে পেরেছে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম।’

হাল্যান্ড এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখন আছেন গোলদাতাদের শীর্ষে। ছয় ম্যাচ খেলে তিনি গোল করেছেন ১০টি। ২০ বছর বয়সী তরুন চ্যাম্পিয়ন্স লিগে সব মিলিয়ে ১৪ ম্যাচ খেলে গোল করেছেন ২০টি। তিনি কাইলিয়ান এমবাপ্পের করা রেকর্ড ভাঙ্গেন। ঘরোয়া ফুটবলে সেভিয়ার সাম্প্রতিক ফর্ম তেমন ভাল না। তারা তাদের শেষ চার ম্যাচের মধ্যে তিনটিতেই পরাজিত হয়েছে। কিন্তু এ ম্যাচে শুরু থেকেই তারা ছিল ভাল দল। ডর্টমুন্ড বেশ ভালভাবে প্রতিপক্ষের আক্রমণ সামলে খেলার ধারার বিপরীতে গোল করে এগিয়ে যায়। নিজেদের সীমায় বলের দখল হারায় সেভিয়া। সেটি দখলে নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যান মাহমুদ দাউদ এবং পাস দেন মার্কো রিউসকে। তার পাস থেকে গোল করেন হাল্যান্ড। বিরতির ঠিক আগে হাল্যান্ড আবার গোল করেন, যদিও রেফারি সেটি বাতিল করেন মাঠের পাশে থাকা মনিটরে রিপ্লে দেখে। গোল করার আগে হাল্যান্ড ফাউল করেছিলেন সেভিয়ার ডিফেন্ডার ফার্নান্ডোকে। তবে তার আগে হাল্যান্ডকে ফাউল করায় রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। হাল্যান্ডের প্রথম শট বাচিয়ে দেন গোলরক্ষক ইয়াসিন বোনো। তবে তিনি পেনাল্টি শট মারার আগে লাইন ছেড়ে সামনে চলে যাওয়ায় রেফারি পুনরায় পেনাল্টি মারার নির্দেশ দেন এবং সেটি থেকে হাল্যান্ড গোল করেন। দুই গোলে পিছিয়ে পড়ার পরও সেভিয়া খেলায় ফেরার জন্য চেষ্টা অব্যাহত রাখে এবং সফল হয়। লুক ডি ইয়ংকে ফাউল করে এমরে ক্যান পেনাল্টি উপহার দেন সেভিয়াকে। নেসরি পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন। শেষ বাশি বাজার ঠিক আগে নেসরি হেড করে দ্বিতীয় গোলটি করেন। ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হলেও প্রথম লেগে হেরে যাওয়ায় বিদায় নিতে হয় সেভিয়াকে।

‘খেলা’ : আরও খবর

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার