বিশ্বকাপ ফুটবল বাছাই পর্ব
পরাজয়ের পর জার্মানির খেলোয়াড়রা
গোলের সহজতম সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ার খেসারত দিয়েছে জার্মানি। বুধবার বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে তারা নিজেদের মাঠে নর্থ ম্যাসেডোনিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে। জার্মানির স্ট্রাইকার টিমো ওয়ার্নার গোল মুখে বল পেয়েও সেটি পোস্টে ঠেলতে ব্যর্থ হন। তখনও খেলার বাকি ছিল ১০ মিনিট এবং স্কোর লাইন ছিল ১-১। সে গোল করতে পারলে জার্মানি এগিয়ে যেতে পারতো। কিন্তু তা হয়নি, শেষ পর্যন্ত আরেকটি গোল খেয়ে তাদেরকে হারতে হয়েছে। এর পাঁচ মিনিট পর এজিফ এলমাস গোল করলে এগিয়ে যায় ম্যাসেডোনিয়া এবং তারা ম্যাচও জিতে নেয়। ১৯৮৫ সালের পর বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে এটা ছিল তাদের দ্বিতীয় পরাজয়। এর আগে তারা ২০০১ সালে ইংল্যান্ডের কাছে ৫-১ গোলে হেরেছিল।
ওয়ার্নার এ নিয়ে জাতীয় দলের পক্ষে শেষ চার ম্যাচে গোল করতে ব্যর্থ হলেন। তিনি দেশের পক্ষে ৩৭ ম্যাচ খেলে গোল করেছেন ১৫টি। তিনি ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। এ ম্যাচে প্রকৃতপক্ষে জার্মানি মোটেও ভাল খেলতে পারেনি। প্রথমার্ধের একেবারে শেষ সময়ে গোরান প্যানডেভ গোল করে এগিয়ে দেন ম্যাসেডোনিয়াকে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে পেনাল্টি থেকে জার্মানিকে সমতায় ফেরান ইকে গুন্ডোগান। এর পর ৮০ মিনিটে দলকে এগিয়ে নেয়ার সুবর্ন সুযোগ নষ্ট করেন ওয়ার্নার।
দল দুটি এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আবার মুখোমুখি হতে পারে। ম্যাসেডোনিয়া গত বছরই ইউরোর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জণ করেছে। তারা এ গ্রুপে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া এবং হাঙ্গেরির সাথে খেলবে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বিশ্বকাপ ফুটবল বাছাই পর্ব
পরাজয়ের পর জার্মানির খেলোয়াড়রা
বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
গোলের সহজতম সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ার খেসারত দিয়েছে জার্মানি। বুধবার বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে তারা নিজেদের মাঠে নর্থ ম্যাসেডোনিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে। জার্মানির স্ট্রাইকার টিমো ওয়ার্নার গোল মুখে বল পেয়েও সেটি পোস্টে ঠেলতে ব্যর্থ হন। তখনও খেলার বাকি ছিল ১০ মিনিট এবং স্কোর লাইন ছিল ১-১। সে গোল করতে পারলে জার্মানি এগিয়ে যেতে পারতো। কিন্তু তা হয়নি, শেষ পর্যন্ত আরেকটি গোল খেয়ে তাদেরকে হারতে হয়েছে। এর পাঁচ মিনিট পর এজিফ এলমাস গোল করলে এগিয়ে যায় ম্যাসেডোনিয়া এবং তারা ম্যাচও জিতে নেয়। ১৯৮৫ সালের পর বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে এটা ছিল তাদের দ্বিতীয় পরাজয়। এর আগে তারা ২০০১ সালে ইংল্যান্ডের কাছে ৫-১ গোলে হেরেছিল।
ওয়ার্নার এ নিয়ে জাতীয় দলের পক্ষে শেষ চার ম্যাচে গোল করতে ব্যর্থ হলেন। তিনি দেশের পক্ষে ৩৭ ম্যাচ খেলে গোল করেছেন ১৫টি। তিনি ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। এ ম্যাচে প্রকৃতপক্ষে জার্মানি মোটেও ভাল খেলতে পারেনি। প্রথমার্ধের একেবারে শেষ সময়ে গোরান প্যানডেভ গোল করে এগিয়ে দেন ম্যাসেডোনিয়াকে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে পেনাল্টি থেকে জার্মানিকে সমতায় ফেরান ইকে গুন্ডোগান। এর পর ৮০ মিনিটে দলকে এগিয়ে নেয়ার সুবর্ন সুযোগ নষ্ট করেন ওয়ার্নার।
দল দুটি এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আবার মুখোমুখি হতে পারে। ম্যাসেডোনিয়া গত বছরই ইউরোর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জণ করেছে। তারা এ গ্রুপে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া এবং হাঙ্গেরির সাথে খেলবে।