ক্রীড়া প্রতিবেদক

রোববার, ২৫ জুলাই ২০২১

আজ শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ

image

আজ শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ

রোববার, ২৫ জুলাই ২০২১
ক্রীড়া প্রতিবেদক

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আধিপত্য দেখিয়ে ৮ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ দল। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে আর পেরে উঠেনি টাইগাররা। ২৩ রানে হারে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ ১-১ সমতা থাকায় আজ (রোববার) তৃতীয় ও শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ে বনাম বাংলাদেশের মধ্যকার এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়। এ ম্যাচ যে দল জিতবে, সিরিজ জয়ের উল্লাসে মাতবে তারাই।

প্রায় ৮ বছর পর জিম্বাবুয়ে সফরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সফরের একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই জিতেছে সফরকারী বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজেও শুরুটাও হয়েছিল জয় দিয়ে। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি রিয়াদ বাহিনী। সফরের প্রথম হারের স্বাদ পেতে হয় দ্বিতীয় টি-টোয়েন্টিতে।

আজ সিরিজের তৃতীয় ও সফরের শেষ ম্যাচ জয় দিয়ে শেষ করার পাশাপাশি আগের দুই সিরিজের মতো এই সিরিজও নিজেদের দখলে রেখে সফর শেষ করতে চাইবে টাইগাররা।

তবে অলিখিত ফাইনালে দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার লিটন দাস আর মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে না সফরকারীরা। উরুর চোটে ভুগছেন লিটন, মুস্তাফিজের ব্যথা পায়ের গোড়ালিতে। একই কারণে আগের ম্যাচেও খেলা হয়নি এই দুই ক্রিকেটারের।

লিটন-মুস্তাফিজের চোটে একাদশে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই বাংলাদেশ দলের। মুশফিকুর রহিম দেশে ফিরে এসেছেন বাবা-মার অসুস্থতার কারণে। বাবার মৃত্যুর কারণে চলে এসেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। তামিম ইকবাল ইনজুরি নিয়ে জিম্বাবুয়ে থেকে ঢাকায় ফিরেছেন।

তবে এ ম্যাচে দলের স্পিন শক্তি বাড়াতে ফেরানো হতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। সে ক্ষেত্রে শেখ মেহেদী হাসান অথবা আফিফ হোসেনের মধ্যে একজনের কপাল পুড়তে পারে। সিরিজ নির্ধারণকারী ম্যাচে বড় ভূমিকা রাখতে পারেন আগের ম্যাচে অভিষেক ক্যাপ পাওয়া অলরাউন্ডার শামীম পাটোয়ারি। এছাড়াও সাকিব আল হাসানের ব্যাটের দিকে চেয়ে থাকবে দল।

‘খেলা’ : আরও খবর

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার