টোকিও অলিম্পিক গেমস ২০২০
স্বর্ণ জয়ের পর তিউনিসিয়ার আহমেদ হাফনাউই
টোকিও অলিম্পিক গেমসের সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনই সবাইকে বিস্মিত করে স্বর্ণ জিতেছে তিউনিসিয়া এবং জাপান। এছাড়া মহিলাদের ৪ x ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে অস্ট্রেলিয়া নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। এ দিন সবাইকে বিস্মিত করেছেন তিউনিসিয়ার তরুন আহমেদ হাফনাউই। তিনি পুরুষদের ৪০০ মিটার ফ্রি স্টাইলে জেতেন স্বর্ণ পদক। ১৮ বছর বয়সী এ তরুন সাতার কেটেছেন লেনের বাইরে। সবচেয়ে বেশী সময় নিয়ে ফাইনালে ওঠায় তিনি কোন লেন পাননি। সুইমিং পুলের একেবারে ধার ঘেসে সাতরিয়ে তিনি হয়ে যান প্রথম। তিনি সময় নেন ৩ মিনিট ৪৩.৩৬ সেকেন্ড। ফেভারিট অস্ট্রেলিয়ার জ্যাক ম্যাকলোলিন জেতেন রৌপ্য এবং আমেরিকার কিয়েরান স্মিথ ব্রোঞ্জ জয় করেন।
অলিম্পিকের ইতিহাসে হাফনাউই তিউনিসিয়ার হয়ে ৫ম স্বর্ণ জিতলেন। সাতারে এটা ছিল দেশের ইতিহাসের তৃতীয় স্বর্ণপদক। হাফনাউই বলেন, ‘আমি এটা বিশ^াস করতে পারছি না। এটা ছিল আমার কাছে স্বপ্ন। যা এখন সত্যি হয়েছে। এটা অসাধারণ এবং আমার জীবনের সেরা সাঁতার।’
হাফনাউইর কোচ পুলের পাশে লাফিয়ে উল্লাস প্রকাশ করেন। তিনি এতটাই আপ্লুত হয়ে পড়েন যেন তার কোন হুশই ছিল না।
এদি আকেরটি বিস্ময়ের জন্ম দিয়েছেন জাপানের উই ওহাশি। মহিলাদের ৪০০ মিটার মিডলেতে তিনি স্বর্ণ জিতে সবাইকে অবাক করে দেন। তিনি ৪ মিনিট ৩২.০৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন। স্বর্ণ জেতার পর ওহাশি বলেন, আমার কাছে এটা বাস্তব বলে মনে হচ্ছে না। আমার কাছে এটা স্বপ্ন মনে হয়। আমি রিও অলিম্পিকে যেতে পারিনি। কাজেই গত ৫ বছর ধরে এটাই হয়ে ওঠে আমার কাছে একমাত্র স্বপ্ন। এর অনুভুতি অবিশ^াস্য।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
টোকিও অলিম্পিক গেমস ২০২০
স্বর্ণ জয়ের পর তিউনিসিয়ার আহমেদ হাফনাউই
রোববার, ২৫ জুলাই ২০২১
টোকিও অলিম্পিক গেমসের সাঁতার প্রতিযোগিতার প্রথম দিনই সবাইকে বিস্মিত করে স্বর্ণ জিতেছে তিউনিসিয়া এবং জাপান। এছাড়া মহিলাদের ৪ x ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে অস্ট্রেলিয়া নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। এ দিন সবাইকে বিস্মিত করেছেন তিউনিসিয়ার তরুন আহমেদ হাফনাউই। তিনি পুরুষদের ৪০০ মিটার ফ্রি স্টাইলে জেতেন স্বর্ণ পদক। ১৮ বছর বয়সী এ তরুন সাতার কেটেছেন লেনের বাইরে। সবচেয়ে বেশী সময় নিয়ে ফাইনালে ওঠায় তিনি কোন লেন পাননি। সুইমিং পুলের একেবারে ধার ঘেসে সাতরিয়ে তিনি হয়ে যান প্রথম। তিনি সময় নেন ৩ মিনিট ৪৩.৩৬ সেকেন্ড। ফেভারিট অস্ট্রেলিয়ার জ্যাক ম্যাকলোলিন জেতেন রৌপ্য এবং আমেরিকার কিয়েরান স্মিথ ব্রোঞ্জ জয় করেন।
অলিম্পিকের ইতিহাসে হাফনাউই তিউনিসিয়ার হয়ে ৫ম স্বর্ণ জিতলেন। সাতারে এটা ছিল দেশের ইতিহাসের তৃতীয় স্বর্ণপদক। হাফনাউই বলেন, ‘আমি এটা বিশ^াস করতে পারছি না। এটা ছিল আমার কাছে স্বপ্ন। যা এখন সত্যি হয়েছে। এটা অসাধারণ এবং আমার জীবনের সেরা সাঁতার।’
হাফনাউইর কোচ পুলের পাশে লাফিয়ে উল্লাস প্রকাশ করেন। তিনি এতটাই আপ্লুত হয়ে পড়েন যেন তার কোন হুশই ছিল না।
এদি আকেরটি বিস্ময়ের জন্ম দিয়েছেন জাপানের উই ওহাশি। মহিলাদের ৪০০ মিটার মিডলেতে তিনি স্বর্ণ জিতে সবাইকে অবাক করে দেন। তিনি ৪ মিনিট ৩২.০৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন। স্বর্ণ জেতার পর ওহাশি বলেন, আমার কাছে এটা বাস্তব বলে মনে হচ্ছে না। আমার কাছে এটা স্বপ্ন মনে হয়। আমি রিও অলিম্পিকে যেতে পারিনি। কাজেই গত ৫ বছর ধরে এটাই হয়ে ওঠে আমার কাছে একমাত্র স্বপ্ন। এর অনুভুতি অবিশ^াস্য।’