image

টোকিও অলিম্পিক গেমস ২০২০

মহিলাদের ১৫০০ মিটার ফ্রি স্টাইলের প্রথম স্বর্ন লেডেক্কির

বুধবার, ২৮ জুলাই ২০২১
স্পোর্টস ডেস্ক

আমেরিকার কেটি লেডেক্কি মহিলাদের ১৫০০ মিটার ফ্রি স্টাইলে ইভেন্টে অলিম্পিকের ইতিহাসে প্রথম স্বর্ণ জয়ের কৃতিত্ব অর্জণ করেছেন। তিনি সকালে ২০০ মিটার ইভেন্টের ফাইনালে অংশ নিলেও কোন পদক জয় করতে ব্যর্থ হন। এক ঘন্টারও কম সময়ের মধ্যে আবার পুলে নেমে জিতে নেন স্বর্ণ। ২৪ বছর বয়সী লেডেক্কি দ্বিতীয় স্থান লাভকারীর চেয়ে দশ মিটার এগিয়ে থেকে সাঁতার শেষ করেন। তিনি সময় নেন ১৫ মিনিট ৩৭.৩৪ সেকেন্ড। তিনি হিটে ১৫.৩৫.৩৫ সেকেন্ড সময় নিয়ে করেছিলেন অলিম্পিক রেকর্ড। তার দেশের এরিকা সুলিভান জেতেন রৌপ্য পদক। জামার্নির সারাহ কোহলার ব্রোঞ্জ পদক জয় করেন। মহিলাদের ১৫০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টটি এবারই প্রথম অলিম্পিক গেমসে অন্তর্ভূক্ত করা হয়েছে। এর আগে ২০০১ সাল থেকে এই ইভেন্ট বিশ্বচ্যাম্পিয়নশিপে ছিল, কিন্তু অলিম্পিকে ছিল না।

লেডেক্কি প্রথম ৫০ মিটারেই প্রতিপক্ষের সাথে ব্যবধান গড়ে ফেলেন। এর পর ক্রমশ ব্যবধান বাড়তে থাকে। ফলে তার জয় নিয়ে কোন সংশয়ই ছিল না। এবারের অলিম্পিকে এটা ছিল তার দ্বিতীয় পদক। তিনি ৪০০ মিটার ফ্রি স্টাইলে রৌপ্য পদক জয় করেছিলেন। তবে তিনি ২০০ মিটার ব্যর্থ হন। অলিম্পিকের কোন ইভেন্টে অংশ নিয়ে লেডেক্কি ওটাতেই কেবল পদক জিততে ব্যর্থ হন।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি