টোকিও অলিম্পিক গেমস ২০২০
অস্ট্রেলিয়া ও বৃটেনের খেলার একটি মুহূর্ত
বিশ্ব ফুটবলের পরাশক্তি খ্যাত ব্রাজিল মহিলা দল অলিম্পিক গেমস ফুটবলের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। তারা শুক্রবার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে কানাডার কাছে ৪-২ গোলে হেরে যায়। অপর কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া ৪-৩ গোলে গ্রেট বৃটেনকে হারিয়ে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।
অস্ট্রেলিয়ার জয়ের নায়িকা ছিলেন স্যাম কের। তিনি করেন জোড়া গোল। ম্যাচের ফল নিস্পত্তি হয় অতিরিক্ত সময়ের গোলে। এক পর্যায়ে মনে হচ্ছিল বৃটেন সেমিফাইনালে উঠে যাবে। কারণ নির্ধারিত সময়ের খেলার বলতে গেলে শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু খেলা শেষ হওয়ার এক মিনিট আগে কের গোল করলে ম্যাচে ২-২ গোলে সমতা ফেরে এবং গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়ার গোলরক্ষক টেগান মিকাহ বাচিয়ে দেন ক্যারোলিন ওয়ের পেনাল্টি শট। এর পর ম্যারি ফাওলারের গোল এগিয়ে দেন অস্ট্রেলিয়াকে। কের আরেকটি গোল করলে অস্ট্রেলিয়া এগিয়ে যায় ৪-২ গোলে। পরে হোয়াইট আরও একটি গোল পরিশোধ করলেও অস্ট্রেলিয়া জিতে যায় ৪-৩ গোলে। অস্ট্রেলিয়া সেমিফাইনালে খেলবে সুইডেনের সাথে। সুইডেন ৩-১ গোলে জাপানকে পরাজিত করে ওঠে সেমিফাইনালে। সুইডেনের মাগডা এরিকসন, স্টিনা ব্ল্যাকস্টেনিয়াস এভং কসোভারে অ্যাসলানি একটি করে গোল করেন।
ব্রাজিল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে টাইব্রেকারে হেরে। কানাডার সাথে তাদের খেলাটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্যভাবে শেষ হলে ফল নির্ধারন করা হয় টাইব্রেকারে। কানাডার গোলরক্ষক স্টেফানি লাব্বে ব্রাজিলের ৪র্থ ও ৫ম শট বাচিয়ে দেন। শট দুটি মেরেছিলেন আন্দ্রেসা ও রাফায়েল। কানাডার অধিনায়ক ক্রিস্টিন সিনক্লেয়ার প্রথম শট থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
টোকিও অলিম্পিক গেমস ২০২০
অস্ট্রেলিয়া ও বৃটেনের খেলার একটি মুহূর্ত
শুক্রবার, ৩০ জুলাই ২০২১
বিশ্ব ফুটবলের পরাশক্তি খ্যাত ব্রাজিল মহিলা দল অলিম্পিক গেমস ফুটবলের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। তারা শুক্রবার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে কানাডার কাছে ৪-২ গোলে হেরে যায়। অপর কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া ৪-৩ গোলে গ্রেট বৃটেনকে হারিয়ে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।
অস্ট্রেলিয়ার জয়ের নায়িকা ছিলেন স্যাম কের। তিনি করেন জোড়া গোল। ম্যাচের ফল নিস্পত্তি হয় অতিরিক্ত সময়ের গোলে। এক পর্যায়ে মনে হচ্ছিল বৃটেন সেমিফাইনালে উঠে যাবে। কারণ নির্ধারিত সময়ের খেলার বলতে গেলে শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু খেলা শেষ হওয়ার এক মিনিট আগে কের গোল করলে ম্যাচে ২-২ গোলে সমতা ফেরে এবং গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়ার গোলরক্ষক টেগান মিকাহ বাচিয়ে দেন ক্যারোলিন ওয়ের পেনাল্টি শট। এর পর ম্যারি ফাওলারের গোল এগিয়ে দেন অস্ট্রেলিয়াকে। কের আরেকটি গোল করলে অস্ট্রেলিয়া এগিয়ে যায় ৪-২ গোলে। পরে হোয়াইট আরও একটি গোল পরিশোধ করলেও অস্ট্রেলিয়া জিতে যায় ৪-৩ গোলে। অস্ট্রেলিয়া সেমিফাইনালে খেলবে সুইডেনের সাথে। সুইডেন ৩-১ গোলে জাপানকে পরাজিত করে ওঠে সেমিফাইনালে। সুইডেনের মাগডা এরিকসন, স্টিনা ব্ল্যাকস্টেনিয়াস এভং কসোভারে অ্যাসলানি একটি করে গোল করেন।
ব্রাজিল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে টাইব্রেকারে হেরে। কানাডার সাথে তাদের খেলাটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্যভাবে শেষ হলে ফল নির্ধারন করা হয় টাইব্রেকারে। কানাডার গোলরক্ষক স্টেফানি লাব্বে ব্রাজিলের ৪র্থ ও ৫ম শট বাচিয়ে দেন। শট দুটি মেরেছিলেন আন্দ্রেসা ও রাফায়েল। কানাডার অধিনায়ক ক্রিস্টিন সিনক্লেয়ার প্রথম শট থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন।